![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমার আছে অট্টালিকা
যখন নিচে তাকাও
আমাদেরকে মনে হয়, যেন পিপিলিকার দল।
এক পদচাপে দলিত করে ফেলা যায়।
তুমার আছে অট্টালিকা
যেন আকাশ ছুঁতে চাও
মনে হয়ত কষ্ট পাও
ইস! আরেকটু উচু হলে
আকাশ ছুয়া যেত।
তুমার আছে অট্টালিকা
যেন চাঁদে যেতে চাও
রুপালী চাঁদ
যেন গ্রাম সম্পর্কের কেউ।
আমার নেই অট্টালিকা
আছে সবুজ ঘাস মেশানো
সমতল ভুমি
আমি নিচে থেকে, তাকিয়ে দেখি তোমায়।
আমার কিন্তু পড়ে যাবার ভয় নেই
তুমার আছে উচু ভবন থেকে , পতনের পথ খোলা।
©somewhere in net ltd.