![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
------------------------------------------------------------------------------------------- (বদরুল আলম )
দুধ কিনে চিনি পাবে
বোনাস যে সাথে
হরলিক্স কিনে পাবে
বোতলটা হাতে।
সাবানটা কিনে তুমি
সাথে পাবে শ্যাম্পু
বাসখানা কিনে যদি
পাওয়া যেত ট্যাম্পু।
নুডুলসটা কিনে পাবে
মসলাটা ফ্রি
ফল কিনে যদি সাথে
পাওয়া যেত ট্রি।
পেষ্ট কিনে পাওয়া গেল
ফ্রি টুথ ব্রাশ
বোনাসের যাতা কলে
বাজারটা গ্রাস।
হোটেলেতে ভাত খেয়ে
ফ্রি পাবে ডাইল
বোনাসের প্রতিযোগী
বাঙ্গালী স্টাইল।
বউ কিনে সন্তান
ফ্রি পাবে সাথে
লস নয় শুধু লাভ
দিনে কিবা রাতে।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
বউ কিনে সন্তান
ফ্রি পাবে সাথে
কোথায় পাওয়া যায় ?
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
বালাম সিটিকে বলেছেন: সন্তান সহ জানা বউগুলো বুকিং হয়ে গেছে--------- নতুন সংবাদ হলে জানাবো............
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
ধ্রুবক আলো বলেছেন: এতো বোনাস??!!!