![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...................................................................... ( বদরুল আলম )
মনে জাগে শুধু খেয়াল
অসম্ভবের দেয়াল
ভেঙ্গে বের হয়ে আসি
জীবনকে যে বড় বেশী ভালবাসি।
মরণ যে কেড়ে নেবে
জীবন নিবিয়ে দেবে
থাকবনা আমি সুন্দর ধরনীতে
স্মৃতি হয়ে যাব তোমাদের স্মরনীতে।
তিমির আকাশে সেদিনও থাকবে তাঁরা
তোমরা সবাই হয়ে যাবে আমি হারা
আমি হয়ত উকি মেরে যাব নীল আকাশের ফাঁকে
একবারও কি দেখবে তাকিয়ে, হারিয়ে ফেলেছ যাকে।
সেদিনও উঠবে পুব আকাশে রবি
নতুন দিনের কবিতা লিখবে নতুন দিনের কবি।
আমি হয়ে যাব ছবি
মুছে যাবে স্মৃতি সবি।
বিধাতা আমায় দাওনা অমর করে
স্মৃতি হয়ে আমি থাকিতে চাইনা, সকলের মাঝে মরে।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
ফাহমিদা বারী বলেছেন: মনের আবেগে লিখে ফেলেছেন বুঝতে পারছি। কিন্তু কবিতার দাবী কতোটুকু মিটেছে বলা মুশকিল।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২
বালাম সিটিকে বলেছেন: মনের আবেগের আক্ষরিক প্রকাশই হল কবিতা...........
আপনি ঠিকই বলেছেন.........
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখে গেলাম