![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
............................................................( বদরুল আলম )
রাজপ্রাসাদের হেরেমখানায়, সুখ কি কেবল থাকে?
সুখ দেখেছি সুরমা গাঙ্গের, উজান - ভাটির বাঁকে।
সুখ কি থাকে আকাশচুম্বি, অট্টালিকার মাঝে?
শীর্ণ কুঠিরে দেখেছিযে সুখ, সকাল-সন্ধ্যা সাঝে।
বিলিয়নিয়ার হলেই সুখের, সনদ কি পেয়ে যায়?
দেখিয়াছি সুখ ভিখারির চোখে, যদিবা ''অল্প'' পায়।
সব প্রাপ্তির যাতাকলে পড়ে, কতটুকু সুখী হবে?
অল্প অল্প প্রপ্তির মাঝে, আসল সুখযে রবে।
সুখের আসল সজ্ঞাটি কি, 'আছে যার গাড়ি-বাড়ি'?
আমিতো দেখেছি গরিবের গৃহে, সুখেদের গড়াগড়ি।
মিলনের মাঝে সুখযে কেবল, বিরহেতে সুখ নাই?
খোঁজে নিতে পার সীমাহীন সুখ, যখন যেখানে চাই।
হাসির মাঝেকি সকল সুখ, দেখেছ চক্ষু মেলে?
আমিতো জ্বেলেছি সুখের প্রদীপ,অসীম চোখের জলে।
২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৭
বালাম সিটিকে বলেছেন: সুখ পেলাম ভাই
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩০
বুরহানউদ্দীন শামস বলেছেন: ভালো লাগল।