![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..........................................( বদরুল আলম )
আষাঢ়ের কালোমেঘ,জলধারা হয়ে
নয়নের জল হয়ে, পড়ে বয়ে বয়ে।
ভেজা মাটির ঘ্রাণে,খোজে পাই তাকে
জনম জনম ধরে, খোজে মরি যাকে।
ক্ষনিক বিজলী মাঝে, তোমাকে যে দেখি
অনেক হতাশা নিয়ে, কবিতা যে লেখি।
সমীরনে পল্লব, মর্মর সুরে
তোমায়ত নিয়ে যায়,বহু বহু দুরে।
কালো মেঘ জমা হয়, ঈষানের কোনে
আধার যে নেমে আসে, গহীন সে বনে।
দলছুট বিহঙ্গ, কোথা ছুটে চলে
ঝাপসা যে হয়ে আসে নয়নের জলে।
জানি পাখি ফিরবে না, উঠবে না রবি
তুমি তবু জাগবে না, কেবলইযে ছবি।
২| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৭
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১
অবনি মণি বলেছেন: জানি পাখি ফিরবে না, উঠবে না রবি
তুমি তবু জাগবে না, কেবলইযে ছবি।