![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
--------------------------------------( বদরুল আলম )
অনেক কিছুইত কল্পনায় ভাবা যায়
সত্য মিথ্যা কি যায় আসে তায়-
শুধু একবার কল্পনায় মরে গিয়ে
পরপারে গিয়ে ওপারের চোখ দিয়ে
পৃথিবীটা চেয়ে দেখ--।
মাত্র শুধুই হাতে গোনা কটা দিন
সকলের মাঝে থাকবেযে অমলিন
তারপরই যেন কর্পূর সম হয়ে
তোমার স্মৃতিযে ধীরে ধীরে যাবে ক্ষয়ে।
যদি হয়ে থাকো পাহাড় প্রমান সম্পদ অধিকারী
তবে চেয়ে দেখ সে সম্পদে লেগে গেছে মহামারী
সবাই যেন বৃহৎ অংশ খামচে ধরতে চায়
কে আর ফেলে নয়ন অশ্রূ তোমার শুন্যতায়।
তোমার হাতের রেখে যাওয়া কাজ,আর কি করতে চায়?
সবাই যে আজ সুখের পাখি, বসন্ত গান গায়,
হয়তো বছর পরিক্রমায়, একদিন মনে হয়
মরনের কাছে পরাজিত তুমি, আর সকলেরই জয়।
যার মঙ্গলে আপন প্রাণ,করেছিলে তুমি দান
তুমি আজ তার হৃদয়েতে নয়, দেয়ালে পেয়েছ স্থান,
তোমার জন্যে কাঙ্গালী ভোজ, দান খয়রাত হয়
কিন্তু ইহা কি তোমার জন্যে- নইলে মান কি রয়?
এইযে জীবন, কাহার জন্যে- যাহার জন্যে ক্রন্দন?
এইযে জীবন, ফানুস সম - শুধুই মায়ার বন্ধন।
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬
বালাম সিটিকে বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা