![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।
গতকাল বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যেকার টি২০ ম্যাচে বাংলাদেশ জিতেছে। সেই সূবাধে আজ সংবাদে পত্রের পাঠকরা দেখেছেন লেখনির নানা রং ঢং... কয়েকটি শীর্ষ দৈনিকে আজকের ইন্ট্রো তুলে দিলাম দেখেন কি অবস্থা ব্যাখ্যা বিশ্লষন করার অনেক কিছু পাবেন...
প্রথম আলো – “হাত থেকে বলটা যখন ছিটকে বেরিয়ে গেল, সেকেন্ডের ভগ্নাংশের জন্য কি হৃৎস্পন্দন থেমে গিয়েছিল সাকিবের? দ্বিতীয় চেষ্টায় বলটিকে ক্যাচ বানানোর আগে নিমেষের জন্য কি মনে হয়েছিল, ‘থামিল কালের চিরচঞ্চল গতি’!”
বাংলাদেশ প্রতিদিন – “একটি স্বপ্নের মৃত্যুর জন্য একটি ভুলই যথেষ্ট! কিন্তু গতকাল মিরপুরে ভুলের সমাহার ঘটানোর পরও বাংলাদেশ পেয়েছে স্বপ্নময় এক জয়। এটা সম্ভব হয়েছে দলে সাব্বির নামক এক ‘ফিনিক্স পাখি’ ছিল বলেই!”
কালের কণ্ঠ – ‘সাকিব আল হাসানের এক ক্যাচ মিসের হাহাকার দিন দুয়েক অভিশপ্তের মতো তাড়িয়ে বেড়ায় বাংলাদেশকে। ভারতের বিপক্ষে সেটিই যে ম্যাচের বাঁকবদলের ক্ষণ হিসেবে চিহ্নিত!”
যুগান্তর – “কে যেন বলেছেন ২০১৬-র বাংলাদেশ ১৯৯৬-র শ্রীলংকার মতো। একঝাঁক প্রতিভাবান ও লড়াকু মানসিকতার ক্রিকেটারে ভরা। কোনো প্রতিপক্ষই এখন আর তাদের হালকাভাবে নিতে পারে না। কাল সেটা হাড়ে হাড়ে টের পেল শ্রীলংকা। এর আগে যাদের কখনও টি ২০-তে হারানো সম্ভব হয়নি, রবিবাসরীয় মিরপুরে সেই তাদের ২৩ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন সজীব করে তুলল লাল-সবুজের সেনানীরা। বলা যায়, বাঘের থাবায় সিংহরা ক্ষতবিক্ষত!”
সমকাল – “হিংস্রতার মধ্যেই নাকি ধরা পড়ে বাঘের সৌন্দর্য, ক্ষিপ্রতা ধরা পড়ে তার আঁচড়ের গভীরে! গতকাল সেই তেজস্বী বাঘের থাবায় কুপোকাত হলো লংকান সিংহরা। দাগ কেটে দিল তারা লংকান সিংহদের গায়ে!”
ইত্তেফাক – “মোবাইলগুলো কোথায় যেনো হারিয়ে গিয়েছিলো; ফ্লাশ লাইটের জোনাকী জ্বলছিলো না। আবার মিরপুরে ফিরে এলো সেই মোবাইলের আলো, ফ্লাশ লাইটের জোনাকী। ওয়ানডের সুবাতাস এবার চলে এলো টি-টোয়েন্টিতেও। সেই বাতাসের এমনই দাপট, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালের পথে চলে গেলো বাংলাদেশ।”
জনকণ্ঠ – “ম্যাচ শেষ হতেই দর্শকদের মধ্যে সে কী আনন্দ। উৎসব করতে করতে মাঠ থেকে বের হন সবাই। কেউ নাচছেন, কেউ আরেকজনের কাঁধে চড়ে বসছেন। আনন্দের বহির্প্রকাশ বোঝাতে আবার গাইছেনও অনেকে। সেই আনন্দ পুরো দেশকেই যেন দোলা দিয়েছে। রাত না হয়ে দিন হলে হয়ত সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে যেত। আর যেন সবার কণ্ঠে মাঠের দর্শকদের মতোই সুর, ‘বাঘের হামলা, এবার সামলা!’ ”
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
গেম চেঞ্জার বলেছেন: যুগান্তর আর জনকন্ঠের কাজ পজিটিভ। প্রথম আলো, বাঃপ্রঃ, সমকাল নেগেটিভ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
জহিরুলইসলাম৪৫৬ বলেছেন: Than Best Our Bangla News Paper !