![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল কুরআনের ১৯ সংখ্যার ম্যাজিক !! যেটার মাত্র কয়েকটি বিশ্লেষণ দিয়েই প্রমান হয় আল কুরআন মানুষ লিখতে পারে না। আল কুরআনের চ্যালেঞ্জ সমগ্র মানব জাতি ও জিনের জন্য, পারলে কুরআনের মতো আরেকটি ধর্ম গ্রন্থ লিখে দেখাক। আল কুরআনের মতো ধর্ম গ্রন্থ বিগত ১৫০০ বছরে কেউ লিখতে পারে নাই। এটা আমার কথা নয়, বরং বাস্তবতা। আল কুরআন নিজেই এই চ্যালেঞ্জ জানিয়েছে। জানতে ভিডিওটি দেখুন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে জানিয়ে দিবেন।
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩
আমারনামবিডি বলেছেন: ম্যাজিক শব্দটি ভাই কুদরত বুঝানতে ব্যবহার করেছি। তারপরও যদি খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত।
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৩
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ম্যাজিক নয়। আল্লাহ তায়ালার কুদরত বলুন প্লীজ। কারণ কাফেররা আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে কখনো যাদুকর, কখনো কবি, কখনো গণক নামে অপবাদ দিয়েছে। কিন্তু আল্লাহ তায়ালা এসব অপবাদকে নস্যাৎ করে দিয়েছেন। আর তাছাড়া ম্যাজিক শব্দটা কুরআন শরীফের কোন মূল্যায়নে ব্যবহার করাটা ঠিক না। কারণ তা আমাদের বড়রা ব্যবহার করেননি এবং তা কুরআনের শান নয়। আল্লাহ তায়ালা আমার ভাঙা ভাঙা কথাগুলোকে বুঝার তৌফিক দান করুন। আমীন।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখানেই আল্লাহর অলৌকিকত্ব।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮
ঢাকাবাসী বলেছেন: আপনি নিজে বুঝিয়ে দিলে আরো ভাল হতো।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২১
আমারনামবিডি বলেছেন: ঢাকাবাসী ভাই ভিডিওটি দেখলে বুঝবেন, যে কি বলতে চাই।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৪
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ধন্যবাদ, গতকাল প্রিয় তালিকায় রেখেছিলাম আজ শুনলাম, অনেক কিছু জানলাম।
১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:১১
আমারনামবিডি বলেছেন: এই ভিডিওটিও পারলে দেখেনঃ https://www.youtube.com/watch?v=XO2VCEjfZZ4
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩২
ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ম্যাজিক নয়। আল্লাহ তায়ালার কুদরত বলুন প্লীজ। কারণ কাফেররা আমাদের প্রিয় নবী আল্লাহর রাসূল হযর মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামকে কখনো যাদুকর, কখনো কবি, কখনো গণক নামে অপবাদ দিয়েছে। কিন্তু আল্লাহ তায়ালা এসব অপবাদকে নস্যাৎ করে দিয়েছেন। আর তাছাড়া ম্যাজিক শব্দটা কুরআন শরীফের কোন মূল্যায়নে ব্যবহার করাটা ঠিক না। কারণ তা আমাদেত বড়রা ব্যবহার করেননি এবং তা কুরআনের শান নয়। আল্লাহ তায়ালা আমার ভাঙা ভাঙা কথাগুলোকে বুঝার তৌফিক দান করুন। আমীন।