নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলফোঁটার স্বপ্নকথা

ফোঁটায় - ফোঁটায় লিখব!

নীলফোঁটা

নিজেই জানিনা নিজকে! কি লিখব বল?

নীলফোঁটা › বিস্তারিত পোস্টঃ

সবর

২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

সবর বা ধৈর্য্য মানুষের বৈশিষ্ট্যের বা আভ্যন্তরীণ গুণাবলীর অন্যতম। সবর মানুষকে আল্লাহতায়ালার নৈকট্যশীল করে। সবর জান্নাতের ভাণ্ডার। এক প্রশ্নের জবাবে রসূলুল্লাহ (সাঃ) বলেনঃ ঈমান হচ্ছে সবর করা। আল্লাহতায়ালা হযরত দাউদ (আঃ) কে ওহী প্রেরন করেন যে, আমার চরিত্রের মত তুমিও তোমার চরিত্র গঠন কর। আমার চরিত্র এই যে, আমি সাবুর (অধিক সবরকারী)।

হযরত আতা ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন- রাসূলুল্লাহ (সাঃ) আমাদের কাছে গমন করে জিজ্ঞেস করলেনঃ তোমরা ঈমানদার? সকলেই চুপ করে রইলেন। হযরত ওমর (রাঃ) আরয করলেন, আমরা ঈমানদার। তিনি বললেন,তোমাদের ঈমানের পরিচয় কি? আনসারগণ আরয করলেনঃ আমরা সুখে শোকর করি, মুসিবতে সবর করি এবং আল্লাহর আদেশের উপর সন্তুষ্ট থাকি। রসূলুল্লাহ (সাঃ) বললেন, কা’বার রবের কসম, তোমারা ঈমানদার।টোকা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.