নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীলফোঁটার স্বপ্নকথা

ফোঁটায় - ফোঁটায় লিখব!

নীলফোঁটা

নিজেই জানিনা নিজকে! কি লিখব বল?

নীলফোঁটা › বিস্তারিত পোস্টঃ

দোয়া উৎকৃষ্ট আমল

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

আল্লাহজাল্লাশানহুর ওয়াদা রয়েছে আমলের সাথে, আসবাবের সাথে নয়। আসবাব ব্যবহার করলে তা থেকে মানুষ ফায়দা পাবে এমন ওয়াদা আল্লাহ্ তায়া’লার নেই। তাই বলে শরীয়ত সন্মত আসবাব ব্যবহার করতে নিষেধ করা হয়নি। আসবাব ব্যবহার করা সুন্নত। কিন্তু আসবাব শান্তি পৌছাবে, ফায়দা দিবে এমনটি এক্বিন করা হারাম। শান্তি দেয়ার মালিক একমাত্র আল্লাহ, এ এক্বিন করতে হবে। যেমন ব্যবসা করলে, চাকরি করলে, ক্ষেতী করলে আল্লাহ্ শান্তি দিবেন, এমন ওয়াদা আল্লাহর নেই। কিন্তু এগুলি শরীয়ত মতো করা নিষেধ নেই। তবে এটা শান্তি পৌছাবে এই এক্বিন করা যাবে না।।

অপরদিকে আমল করলে ঐ আমলের সাথে আল্লাহ তায়ালার যে ওয়াদা রয়েছে, তা আল্লহ্ অবশ্যই পূরন করবেন এই এক্বিন করা ফরয। যেমন, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ্ তায়া’লা ফরমানঃ হে মুহাম্মদ! আমি আপনার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত নামাষ ফরয করেছি, যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামায সময় মত গুরুত্ব সহকারে আদায় করবে, আমি তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এ নামাযসমূহ আদায় করবে না, তার ব্যপারে আমার কোন ওয়াদা নেই। - (দুররে মনসুর, আবু দাউদ, ইবনে মাযাহ)। বিস্তারিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.