![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোয়া কবুলের সময় দোয়া করাঃ
বিশেষ বিশেষ সময়ের দোয়া কবুল হয়। যেমন-রাতের শেষ তৃতীয়াংশ, আযান ও একামতর মধ্যবর্তী সময়, সেজদায়, নামাযের পর। জুম’আর দিন আসরের পর, আরাফতের দিন, ইফতারের সময় ইত্যাদি। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত, রাসুলে কারীম (সাঃ) বলেন, “প্রত্যহ যখন রাতের এক তৃতীয়াংশ বাকী থাকে, তখন আল্লাহতা’য়ালা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেনঃ যে আমাকে ডাকবে আমি তার ডাক শুনবো, যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে তা দান করবো। রাসুলে কারীম (সাঃ) সেজদার ব্যাপারে বলেছেন, সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকেন বলে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশী”(মুসলীম)। টোকা মারুন
©somewhere in net ltd.