নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গন্তব্যহীন সোশিওপ্যাথের পরিচয় দিয়ে কি হবে?

মিস্টার ব্যাকবেঞ্চার

আইম ব্যাড এন্ড দ্যাটস গুড

মিস্টার ব্যাকবেঞ্চার › বিস্তারিত পোস্টঃ

অ্যান্ড্রয়েডের সকল ভার্সন পরিচিতি......

০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:২৯

Android 1.0-Angel Cake: ২৩ শে সেপ্টেম্বর ২০০৮ এটা রিলিজ হয় এবং এটা গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম আলোড়ননিয়ে আসে।



Android 1.1-Battenberg: ৯ই ফেব্রুয়ারি ২০০৯ এটা রিলিজ হয়। টার পারফরমেন্স আগের তুলনায় অনে ভালো ছিল।



Android 1.5-CupCake: এপ্রিল ২০০৯ এটা রিলিজ হয় এবং এটার মাধ্যমে ভিডিও, ছবি, ব্লুটুথ, কীবোর্ড ইত্যাদি প্রয়োজনীয়সেবার আওতায় আসে।



Android 1.6-Donut: ১৫ ই সেপ্টেম্বর ২০০৯ এটা রিলিজ হয়। এইভার্সনে সবচেয়ে বড় পরিবর্তন আনে Google Maps।



Android 2.0/2.1-Éclair: ২৬ অক্টবার ২০০৯ এটা রিলিজ হয়। UI এবং ব্রাউজার যুক্ত হয়। ক্যামেরা, ফ্লাস ইত্যাদি আপডেট করা হয়।



Android 2.2 Foryo: ২০ ই মে ২০১০ এটা রিলিজ হয়। USB, Adobe Flash, WiFi-Hotspot ইত্যাদি সাপোর্টিভ হয় এইভার্সনে।



Android 2.3 Gingerbread: ৬ই ডিসেম্বর ২০১০ এটা রিলিজ হয়। এই ভার্সনে অ্যান্ড্রয়েড অনেক জনপ্রিয়তা পায়। Virtual & QWERTY রিডিজাইনড করা হয়।



Android 3.0/3.1/3.2-Honey Comb: ২ই ফেব্রুয়ারি ২০১১ এটা রিলিজ হয় এবং এটা Tablet এর জন্য উপযুক্ত ভার্সনে আসে।



Android 4.0/4.0.2-Ice Cream Sandwich: ৩১ ই অক্টোবর ২০১১ এটা রিলিজ হয়। Flash Player, WiFi, Mobile Data Activityইত্যাদি বিভিন্ন পরিবর্তন আসে এই ভার্সনে।



Android 4.4.1/4.4.2-Ice Cream Sandwich: ৫/৯ ডিসেম্বর ২০১১ এটা রিলিজ হয়। ক্রোম ব্রাউজার, Bluetooth, message access profile সহ আরও অনেক নতুন ফিচার আসে এই ভার্সনে।



Android 4.2 -Jelly Bean: ১৩ ই নভেম্বর ২০১২ এটা রিলিজ হয়। Lock Screen, Group messaging, Bluetooth audio video Remote control profile ইত্যাদি নতুনভাবে যোগ হয়।



Android 4.4 Kit Kat: এটা ৩১ অক্টোবর ২০১৩রিলিজ হয়। এটা Android এর সর্বশেষ ভার্সন। এই ভার্সন অনেক নতুন ফিচার সমৃদ্ধ। অ্যান্ড্রয়েড ৪.৪ এ ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন এসেছে, তবে ইউজার

ইন্টারফেসের চাইতে পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড বিভাগের প্রধানের ভাষ্য অনুযায়ী, অপারেটিং সিস্টেমটির অ্যাপ

গুলোকে আরো উন্নত করা হয়েছে যাতে তারা খুব কম রিসোর্স ব্যবহার করে

কাজ করতে পারে। উদাহারণ স্বরুপ তিনি বলেন গুগলের নিজস্ব ওয়েব ব্রাউজার ক্রোমের কথা যেটি এখন ১৬% কম রিসোর্স ব্যবহার করে কাজ করতে পারবে। এছাড়া অ্যান্ড্রয়েড কিটক্যাট সমগ্র অপারেটিং সিস্টেমকে করেছে আরো হালকা তাই পুরোনো যেসব ডিভাইসে কম র‍্যাম, বিশেষ

করে র‍্যাম ৫১২ মেগাবাইট, তাদের জন্য সর্বশেষ অপারেটিং সিস্টেমটির দ্বার খুলে গেল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৭

না পারভীন বলেছেন: থ্যানক্স , অনেক কিছু জানলাম

২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৩

মিস্টার ব্যাকবেঞ্চার বলেছেন: ওয়েলকাম!

৩| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৩

ধৈঞ্চা বলেছেন: Jelly Bean: ১৩ ই নভেম্বর ২০১৩ এটা রিলিজ হয়, এটা ২০১৩ হবে না, সম্ভবত ২০১২ হবে।

৪| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৮

মিস্টার ব্যাকবেঞ্চার বলেছেন: থ্যাঙ্কস! ২০১২ই হবে,টাইপিং মিস্টেক! @ধৈঞ্চা

৫| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো

৬| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৪

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: আগে জানা ছিলো না জানলাম।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.