![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই রৌদ্র বিস্ফোরিত শহরে ভোররঙে আঁকা ছায়া মানুষ আমি, আলোর রিবনের ভিতর খুঁজি অরূপের জীবন ..
আমার একটি সুদীর্ঘ এবং করুন রান্নার ইতিহাস আছে!
একজীবনে বহু কিছুর সাথে অভিযোজিত হতে পারলেও রান্না জিনিসটার সাথে আমি কখনই এটে উঠতে পারি নি! এই জন্য ভয়ে চেষ্টাও করতাম খুব কম। মনে পড়ে, স্কুললাইফে একবার কেক বানিয়েছিলাম (?) আমার হৃদয়হীনা বন্ধু সেটা খেয়ে কমপ্লিমেন্ট দিয়েছিল, সেটা নাকি গাড়ির টায়ারের চেয়েও শক্ত হয়েছে! একবার চিকেন রান্না করে বাবার সামনে সার্ভ করার পর বাবা বলসিল, তরকারির রঙ ব্ল্যাক কেন?
সেই থেকে আমি পারতপক্ষে রান্নাঘরের ছায়া মাড়াই না। আর রান্না খুব বেদনাদায়ক এবং অহেতুক ব্যাপার বলেও আমার মনে হয়। আসলে সবসময় মা, বোন টাইপ কেউ না কেউ পাশে ছিল, যার জন্য রান্নাকে আমি 'দূর হতে দেখেছি, আর মুগ্ধ চোখে চেয়ে থেকেছি'।
কিন্তু হায়! সকল প্রানীকেই নিজ হাতের রন্ধনের স্বাদ গ্রহন করতে হয়!
আজ সকাল থেকে একবেলা মাটি করে সবজি কাটাকুটির ফলাফল এটা। যেহেতু আমার বাবা বা হৃদয়হীনা বন্ধু কেউ পাশে নাই সমালোচনা করার জন্য, তাই বলছি- খেতে খারাপ হয় নি জিনিসটা! :#>
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১
রোদের গল্প বলেছেন: কেন?
সমবেদনা!
২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩
বৃশ্চিক রাজ বলেছেন: বাইরে থাকি, শুধু বার্গার, পিজ্জা খেয়েই কোন মতে কাটিয়ে দেই।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪
রোদের গল্প বলেছেন: আমিও বাড়ি থেকে দূরে, বাইরের খাবার খেতে খেতে টায়ার্ড! এখন সাহস করে নিজে শুরু করেছি! ইউটিয়্যুব দেখে দেখে!
৩| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭
টেকনিসিয়ান বলেছেন: অফিস থেকে বাড়ী ফিরে রান্না করাটা আমার জন্য বিরক্তিকর..................
বন্ধের দিন হলে তো কথাই নেই,,,,,,,,,,,, সময় নিয়ে মজার রান্না চলে....
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩
রোদের গল্প বলেছেন: গ্রেইট! নিজে রান্না জানার চেয়ে ভালো কিছু আর হয় না!
৪| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
নুরএমডিচৌধূরী বলেছেন: মনে হয় রাননা টা .............।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮
রোদের গল্প বলেছেন: ভালো কোন কমপ্লিমেন্ট হলে বলে ফেলেন!
সমালোচনা সহ্য করব না!
৫| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১
সোহানী বলেছেন:
... হাহাহাহা বেশ পুলক অনুভব করছি। আরো কেউ আছে নাকি আপনাদের দু:খের সাথী।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩০
রোদের গল্প বলেছেন: পুলক?
হিয়ার কামস এনাদার হৃদয়হীনা! :-<
৬| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০
না পারভীন বলেছেন: দেখে মনে হচ্ছে রান্নাটা আসলেই ভাল হয়েছে
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪
রোদের গল্প বলেছেন: অন্নেক ধন্যবাদ, আপু!
খুশি হয়ে গ্যালাম!
৭| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩২
অন্য কথা বলেছেন: সাথে কালো জিরা দিলে ভাজি হিসাবে সকালে পরোটা দিয়া চালানো যাবে ।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭
রোদের গল্প বলেছেন: ওরে বাবা!
বিগ কমপ্লিমেন্ট!
৮| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯
সোহানী বলেছেন: হৃদয়হীনা! :-<... নো নো.....
.....
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৮
রোদের গল্প বলেছেন: হুম!
আমার দূর্দশার আপনি পুলকিত! হৃদয়হীনা না বলে কি বলি তাহলে!?
৯| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
আদম_ বলেছেন: "কিন্তু হায়! সকল প্রানীকেই নিজ হাতের রন্ধনের স্বাদ গ্রহন করতে হয়"
ওরে কেউ আমারে ধইরা রাইন্ধালা। এমন মজার ফিলোসোফিক কথা জীবনে খুবই কম শুনেছি। রান্নাটা কেমন হয়েছে জানিনা, তবে লেখাটা হয়েছে সুন্দর, ঝরঝরে, উপাদেয়, সুলিখিত, পরিমিত, সংক্ষিপ্ত, যথাযথ, বাহুল্যমুক্ত, প্রাণবন্ত.................
২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
রোদের গল্প বলেছেন: পাঠ এবং প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ!
খুক! এ আর এমন কি ফিলসফি! :#> রান্না করতে বসলে আমার আরো নানা ধরনের ফিলসফি মাথায় ঘুরঘুর ঘুরঘুর করে!
নেহায়েত লেখি না বলে!
আপনার মন্তব্যটিও হয়েছে সুন্দর, ঝরঝরে, উপাদেয়, সুলিখিত, পরিমিত, সংক্ষিপ্ত, যথাযথ, বাহুল্যমুক্ত, প্রাণবন্ত.................
শুভেচ্ছা, আদম!
১০| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
আদম_ বলেছেন: খিক! এতুুদিন কুতায় চিলেন।
আমি একটা ফিলোসুুফির গুরু খুজতাছি। আর কি কি ফিলসফি ঘুরঘুর করে তা দেখার অপেক্ষায় থাকলাম।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯
রোদের গল্প বলেছেন: স্বাগতম, হে শিষ্য!
১১| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
নুরএমডিচৌধূরী বলেছেন: বলছিলাম রান্নাটা এখনি খাই
কি ভাবে খাব উপায় তো নাই
তাইতো কোন কিছু লিখি নাই
অনেক মজার রান্না টা হয়েছে ভাই
পরে খাব এখন তবে যাই
টা টা বাই বাই
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১০
রোদের গল্প বলেছেন: গ্রেইট পোয়েম ইনডিড!
১২| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২২
আদম_ বলেছেন: পোস্ট করেছেন: ৩টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৭ মাস
গুরু এইটা কিছু হইলো। অথচ আপনার লেখার হাত দারুন।
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩১
রোদের গল্প বলেছেন: বলছেন?
লেখালেখি আমার ঠিক আসে না, তবে পড়তে ভালোবাসি।
আপনার মন্তব্য পেয়ে সত্যি ভালো লাগলো অনেক!
শুভেচ্ছা!
১৩| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
পাখিবৃক্ষনদীফুল বলেছেন:
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৫
রোদের গল্প বলেছেন: নিজে রন্ধন করিয়া 'মেক ইট গুড বাই ইওরসেলফ' করিয়া নিন!
আসছে, জ্ঞান দিতে!!
১৪| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১১
পাখিবৃক্ষনদীফুল বলেছেন: :#> :#> :#>
হে রন্ধন শিল্পি, আমাকে এত্তু রন্ধন শিকাবেন?
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৯
রোদের গল্প বলেছেন: শিল্পী, একটু, শেখাবেন- এক লাইনে তিন বানান ভুল!!!
আপনি আগে বাংলা বানান শিখে আসুন!
তারপর রন্ধন শিখবেন!
:-<
১৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০
পাখিবৃক্ষনদীফুল বলেছেন: ভানাম্বুল
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫০
রোদের গল্প বলেছেন: এবং সে নিয়ে আপনার কোন পরিতাপ ও নেই!!! :-<
১৬| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২
পাখিবৃক্ষনদীফুল বলেছেন: আপনি কুন পাঠশালায় পাঠদান করেন?
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২২
রোদের গল্প বলেছেন: আমি যেখানেই পড়াই না কেন, তা জেনে আপনার কোন উপকার হবে বলে মনে হচ্ছে না!
১৭| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১২
আদম_ বলেছেন: হ্যা বলছি।
আপনি অনেক ভালো লিখবেন যদি লিখেন। পোস্টের অপেক্ষায় থাকলাম গুরু।
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৮
রোদের গল্প বলেছেন: অনেক ধন্যবাদ, আদম!
শুভেচ্ছা!
১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৯
পাখিবৃক্ষনদীফুল বলেছেন: ইস্কুল কোথায় খুলছেন? ভত্তি হয়ে দেকি উফকার অয় নাকি ...
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭
রোদের গল্প বলেছেন: জ্ঞান দেবেন না!
জ্ঞান দিতে দেখলে অসহ্য লাগে!
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০
বৃশ্চিক রাজ বলেছেন: আহা ! ব্রো এমন খাবার কতদিন খাই না