নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১১:২০


খেলনা কেনার জন্য মার্কেটে গেলাম, ফেরার সময় পাশের দোকানে দেখি তাবিজের খোসা বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকারের এতগুলো তাবিজের খোসা একসাথে দেখে অনেক কিছুই মনে হলো। তবে প্রথমেই যেটা মনে হলো সেটা বিশ্বাস। বর্তমান সময়ে এসেও কিছু মানুষ এগুলোর উপর আস্থা রাখছে। একটি খোসা মানে একটি বিশ্বাস, তাহলে এখানে কতোগুলো বিশ্বাস পড়ে আছে বা জমা হয়ে আছে ?

যাইহোক আমার মনে হয় এই ধরনের বিশ্বাস আমরা জন্মগতভাবেই বয়ে বেড়াচ্ছি। অন্ধ বিশ্বাসের প্রমাণ এরচেয়ে ভালো আর হয় না।

অনেকদিন আগে পরিত্যক্ত ইন্দারাতে একজনের মোবাইল পড়ে গিয়েছিল। উপর থেকে নিচে খুব ভালো দেখা যায় না অন্ধকারের কারণে। গভীরতার কারণে অন্ধকার না, পারিপার্শ্বিকতার কারণে বেশ অন্ধকার। মোবাইল তুলে আনার জন্য ছোট্ট এক ছেলেকে ডেকে আনা হলো কিন্তু ছেলেটি ইন্দারার অন্ধকার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তখন যার মোবাইল সে একটি কাগজে কিছু লিখে ছেলেটিকে দিয়ে বলে এটা সাথে নিয়ে নেমে যা কোন ভয় নেই। ছেলেটি কাগজখানা পকেটে ঢুকিয়ে তরতর করে নেমে গেল এবং উপর থেকে টর্চের আলোতে সেটা খুঁজে নিয়ে উঠে এলো। উঠে এসে ছেলেটি বলে কাগজ পেয়ে তার সাহস অনেক বেড়ে গেছে ইচ্ছা করলে আবার নামতে পারে।
এখানে দুইটি বিষয় পরষ্পর জড়িয়ে আছে, প্রতারণা এবং বিশ্বাস। যার মোবাইল সে প্রতারণা করেছে এবং ছোট্ট ছেলেটি বিশ্বাস করেছে।

বর্তমান সময়েও কি আমরা এভাবেই যাচ্ছি ?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

অপ্‌সরা বলেছেন: এ কারণেই প্রবাদ রয়েছে,

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর...

আজকাল তাবিজ পরা লোকজন শহরে তেমন চোখে পড়ে না।

একটা সময় বাচ্চাদের গলায় সোনার তাবিজও দেখেছি।

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

ফ্রেটবোর্ড বলেছেন: ছোটকালে তাবিজ আমিও পড়েছি। এখন তাবিজ কবজের মধ্যে নাই।
শহরে বেড়ে ওঠা কিছু মানুষ এখনো তাবিজে বিশ্বাস করে এমন একজনকে আমি প্রায়ই দেখি।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২১

অপ্‌সরা বলেছেন: ফ্রেডবোর্ড নিকের কারণ কি?

তুমি কি গিটার বাজাও ভাইয়া?

নাকি অন্য কোনো কারণ আছে।

নিকের মাঝে একটু ভয় ভয় কাজ করছে.. কেনো জানিনা ..... :)

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৮

ফ্রেটবোর্ড বলেছেন: 1. কোন কারণ নেই।
2. না, পারি না।
3. অন্য কোন কারণ নেই।
4. আপনার একটা তাবিজ নেয়া উচিত।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

অপ্‌সরা বলেছেন: জীবনেও তাবিজ নেবো না....

ভয় পেলেও না। :)

ভূতের সাথে লড়াই করবো।

দু একটা জ্বীন ভূত পাঠিয়েও দিতে পারো

নো প্রবলেম।:)

০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৯

ফ্রেটবোর্ড বলেছেন: এখন বুঝলাম আপনার তাবিজ লাগবে না।
বাম পাশে নামের তালিকায় উপরে আপনার নাম, জ্বীন ভূত পাঠিয়ে লাভ নেই, আপনার ভয়ে ওরা নিচেই পড়বে আর নিচেই আমার নাম। ঢিল উপরে ছুঁড়লে যেমন নিচে পড়ে।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: প্রতারণা ও বিশ্বাস- মুদ্রার এপিঠ ওপিঠ। একটা না থাকলে আরেকটার অস্তিত্ব থাকে না।
সুন্দর, আলোকোজ্জ্বল গল্প। + +

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পুরাতন পোস্টে স্বাক্ষর রাখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.