নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

আমার ভাবনা (প্রথম পাতায় প্রথম পোস্ট)

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৪



এখানে এসে পড়ি অনেক বছর হলো তবে সেই স্বর্ণযুগ দেখিনি। কেউ আমাকে কখনো জানায়নি সামুর কথা। কোন একটা বিষয় খুঁজতে গিয়ে নদী-নালা, খাল-বিল পেরিয়ে এখানে এসে পৌঁছেছি।

সামুর প্রচার কোথাও হয় না কিন্তু সামুর পেজে অনেক বিজ্ঞাপন। এধরনে একটা সাইটকে এগিয়ে নিতে প্রচার দরকার। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান প্রচার করে নিজেদের স্বার্থে।
ব্লগ থেকে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম গ্রহণ করতে দেখেছি কিন্তু সেটা প্রচার করতে দেখিনি। দুটো উদাহরণ দিতে পারি যেমন- শীতবস্ত্র বিতরণ এবং বন্যার্তদের পাশে দাঁড়ানো। অথচ এটার প্রচার শুধু ব্লগের মধ্যে সীমাবদ্ধ। বিষয়টাকে আমি সো-অফ পর্যায়ে নিচ্ছি না। মানবতার কাজ অন্য মানুষ বা জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে।

প্রতিটা কালচার দীর্ঘদিন টিকে থাকে পরবর্তী প্রজন্মের হাত ধরে। আমরা কি সামুর বার্তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে বা সাহিত্যের ব্যাপারে উৎসাহিত করতে পারছি ? যদি প্রশ্ন করি এখানে কারা ব্লগিং করতে পারবে তাহলে স্বাভাবিকভাবে উত্তর আসবে এটা উন্মুক্ত মানে যে কেউ আসতে পারে। কিন্তু এই যে কেউ মানে আমি বা আপনারা। আমাদের সন্তানদের এখানে লেখালেখির বিষয়ে কি তাদের উৎসাহিত করি/করছি ? যদি না করে থাকি তাহলে কারণ কি ?

আমার মনে হয় এখানে একটা সেকশন করা যেতে পারে যেখানে স্কুল/কলেজের স্টুডেন্টরা লিখবে। পাশাপাশি অভিভাবকরা বাচ্চাদের উৎসাহ দিবেন ফেসবুকে না লিখে এখানে লিখতে। এভাবে পরবর্তী জেনারেশন এলে ব্লগ এবং ব্লগার দুইদিকেই ভালো হবে বলে আশা করি।

সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩০

জ্যাক স্মিথ বলেছেন: সামু নিয়ে আপনার পজেটিভ ভাবনা পড়ে ভালা লাগলো, আশা করি কর্তৃপক্ষ বিষয়টা ভেবে দেখবেন।

প্রথম পাতায় এক্সেস পাওয়াতে অভিনন্দন আপনাকে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩৬

ফ্রেটবোর্ড বলেছেন: আশা করি ভালো কিছু হবে। ১ম মন্তব্যে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১৫

এমজেডএফ বলেছেন:
প্রথম পাতায় প্রথম পোস্টের শুভাগমনে অভিনন্দন!


ব্লগের উন্নয়নের জন্য স্বল্প কথায় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ব্লগের বর্তমানকালের ব্লগারগণ ঘরে বা কর্মস্থলে বসে পিসির কীবোর্ডে ঝড় তুলে দিল্লি-হিল্লি জয় করে ফেলতেছে। বাস্তবে কোনো কাজের নয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে "সামহোয়্যারইন ব্লগ"-এর একটা ব্যানার নিয়ে কয়েকজন ব্লগার স্মৃতিসৌধে কয়েকটি ফুল দেওয়ার মতো সামান্য আয়োজনটুকুও করতে পারেনা। তাই ব্লগের কোনো প্রচারনা হয় না। আসলে উদ্যোগ নেওয়ার এবং উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ করার মতো ব্লগারের খুবই অভাব।

'নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ফেসবুক, টিকটক, ইউটিউবে নষ্ট হয়ে যাচ্ছে' - অভিযোগ এনে এখানে আমরা সবাই পোস্টের পর পোস্ট লিখি। কিন্তু এদের জন্য অনলাইনে গঠনমূলক বিকল্প কিছু সৃষ্টি করতে পারি না। আমার মনে হয় ব্লগের স্বর্নযুগের জাবর না কেটে ব্লগকে নতুন প্রজন্মের উপযোগী করে গড়ে তুললে ব্লগের জনপ্রিয়তা বাড়বে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৪

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যে।
আসলে সবারই সীমাবদ্ধতা আছে, সবাই পেশাগত জীবন নিয়ে ব্যস্ত তাই সময় করে সময় দেয়া লোকের অভাব।
ব্লগ নতুন প্রজন্মের উপযোগী হয়ে গড়ে উঠুক এই প্রত্যাশায়।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪২

গেঁয়ো ভূত বলেছেন: প্রথম পাতায় এক্সেস এবং সুন্দর একটা লিখার জন্য অভিনন্দন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

শেরজা তপন বলেছেন: প্রথম পাতায় স্বাগতম!
বেশ ভাল ভাল কথা বলেছেন। দেখি কতৃপক্ষ কোন উদ্যোগ নেয় কি না?

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে ধন্যবাদ স্বাগত জানানোর জন্য।
একদিনে হুট করে পরিবর্তন হবে না তবে আমরা অপেক্ষায় থাকবো ভালো কিছুর আশায়।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: প্রথম পাতায় প্রবেশাধিকার পাওয়ায় আন্তরিক অভিনন্দন, শুভকামনা এবং সুস্বাগতম জানাচ্ছি।
এমজেডএফ এর মন্তব্যটা ভালো লেগেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পোস্টেই প্রথম পাতায় স্থান পেয়েছেন; শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে। আপনার অবজারভেশন প্রসঙ্গে ব্লগার এমজেডএফ ভাইয়ের কমেন্টটি খুব ভালো লেগেছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য।
এমজেডএফ ভাইয়ের গঠনমূলক মন্তব্য আমারো ভালো লেগেছে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩০

নীল আকাশ বলেছেন: নিয়মিত নিজে লেখুন এবং পরিচিতদের ব্লগে আমন্ত্রণ করুন লেখা কিংবা পড়ার জন্য।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৫

ফ্রেটবোর্ড বলেছেন: আমি অবশ্যই চেষ্টা করবো। ধন্যবাদ।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: কতদিন পর প্রথম পাতায় লেখার সুযোগ পেলেন?
আপনি লিখুন। প্রচুর লিখুন। দেখুন লিখে লিখে সমাজটা বদলে দেওয়া যায় কিনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

ফ্রেটবোর্ড বলেছেন: প্রথম পাতায় অনেক আগেই সুযোগ পেয়েছি কিন্তু লেখা হয়নি।
ধন্যবাদ।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম পাতায় স্বাগতম আপনাকে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে ধন্যবাদ স্বাগত জানানোর জন্য।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন। আশা করি নিয়মিত ব্লগিং করবেন। সুন্দর প্রস্তাবনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

ফ্রেটবোর্ড বলেছেন: আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.