নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কথা থেকে যায় পাতাতে, কিছু কথা রয়ে যায় মনেতে, লাভ কি বলো সব জানাতে ?

ফ্রেটবোর্ড

ফ্রেটবোর্ড › বিস্তারিত পোস্টঃ

সময় থাকলে চলুন ঘুরে আসি প্রায় ৩০০ বছর আগে

০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৬



এখন অবসর কাটে আধুনিকতার ছোঁয়ায়। আগে অবসরে বই পড়তাম, এখন আর সেটা একেবারেই হয় না। কখনো বই হতে নিলে মনে হয় কম্পিউটারে একটা গান চালিয়ে পড়া শুরু করি। সেই কম্পিউটার যখন ওপেন করি তখন অফলাইনে সামু নয়তো ইউটিউব, বইটা বন্ধই রয়ে যায়।
ইউটিউবে কখনো শুধুই নাটক দেখি ক’য়েকদিন, আবার টানা মুভি। এভাবেই ঘুরতে থাকে। এবার একটা চ্যানেলে কন্টিনিউ ভ্রমন ভিডিও দেখছি। এ পর্যন্ত এই চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছি সেগুলো সব রাজা-বাদশা, জমিদারদের বাড়ী, দূর্গ, শ্মশাণ, মাজার, মসজিদ, কবর ইত্যাদি নিয়ে। এত সবের মধ্যে একটা ভিডিও দেখে মনে হলো শেয়ার করি।

১৭২৮ সালে তৎকালীন মহারাজা রাজস্থানের রাজধানী জয়পুরের প্রাণকেন্দ্রে গ্রহ, নক্ষত্র, ধুমকেতু, চাঁদ, সূর্য, উল্কা, গ্যালাক্সি ইত্যাদির গতিবিধি নির্ণয়ের জন্য কিছু যন্ত্রপাতি স্থাপন করেছিলেন যা আমাকে রীতিমত মুগ্ধ করেছে। আপনাদের বেলাতেও কি তাই হবে ?





ছবি এবং তথ্য ভিডিও থেকে।


এই চ্যানেল আমার নয় এবং ইউটিউবারও আমার পরিচিত নয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৬

শেরজা তপন বলেছেন: আপনি অনেকদিন পরে আসলেন।
চমৎকার ভিডিও। তবে ব্লগে ছবির সাথে বিবরণে মজা লাগে বেশী। আপনি সেই কষ্টটুকু করলে ব্লগার হিসেবে শ্রম সার্থক হত।

০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

ফ্রেটবোর্ড বলেছেন: অনেকদিন হলো আসা হয় না।
এরপর না হয় ছবির সাথে বিবরণসহ পোস্ট করবো। ধন্যবাদ।

২| ০৩ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: আগামী দুইমাস আমি কোথাও যাবো না। ঘুমাঘুরি বন্ধ।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৬

ফ্রেটবোর্ড বলেছেন: সেটাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.