নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ চিঠিটাই কেন পড়ছে মনে
চিঠির কথাই শুধু ভাবি আনমনে
বলে গেলে প্রেয়সী পাবো জীবনে
তুমিহীনা আমি নাকি থাকবো ভালো।
কিছু কথা লিখে গেলে সাদা কাগজে
কথাগুলো রয়ে গেল মনের ভাঁজে
জানলে না কতটা কষ্ট ছিল
বিনা আগুনেই মন পুড়ে গেলো।
অন্যের হাত ধরে কাটবে সময়
নতুন হৃদয়ে হবে সুখ বিনিময়
একটা হৃদয় শুধু বইছে ক্ষত
ছলছল চোখে জল ভরে এলো।
[link|https://cdn.ittefaqbd.com/contents/cache/images/64
২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৮
ফ্রেটবোর্ড বলেছেন: আপনার জন্য ভালো হয়েছে এখন আর চিঠি লিখতে হয় না।
২| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৭
শায়মা বলেছেন: শেষ চিঠি কষ্টের হয় আর তাই মনে থাকে।
২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৯
ফ্রেটবোর্ড বলেছেন: শেষ চিঠি যে কষ্টের হয় তা আপনি জানলেন কিভাবে ?
৩| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: ভুল বুঝাবুঝি শুধু দূরত্ব বাড়ায়। অথচ ভালোবাসার অভাব নেই।
২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৯
ফ্রেটবোর্ড বলেছেন: রাইট।
৪| ২৭ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
ঢাবিয়ান বলেছেন: শেষ চিঠি
আপনার কবিতা শুনে আইউব বাচ্চুর গানটা মনে পড়ে গেল
২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৮
ফ্রেটবোর্ড বলেছেন: গানটার কথা ভুলে গিয়েছিলাম। অনেকদিন পর শোনা হলো আজ।
ধন্যবাদ।
৫| ২৭ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
মিরোরডডল বলেছেন:
শেষ চিঠি পড়ে আমারও এবির গানটা মনে পড়লো।
দেখলাম ঢাবি লিংকটা দিয়ে গেছে।
এবি নেই, তাই এতো সুন্দর গানও আর হয় না।
২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪৯
ফ্রেটবোর্ড বলেছেন: গানটার কথা ভুলে গিয়েছিলাম। অনেকদিন পর আবার শুনলাম।
ধন্যবাদ।
৬| ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৬
শায়মা বলেছেন: জানবো না!!!
শেষ চিঠি মানেই বিদায়!
২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৫১
ফ্রেটবোর্ড বলেছেন: ঐ বিদায়ের চিঠিটা ছাপালে পড়ে দেখতাম কতটা কষ্টের ছিল।
৭| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৮
শায়মা বলেছেন: কতবার ছাপালাম!! কত নিকে কত জনের শেষ চিঠি ভাইয়ু!!!!!!!!!!!!!
৩০ শে মার্চ, ২০২৪ রাত ১:৫৭
ফ্রেটবোর্ড বলেছেন: এতো চিঠি ছাপিয়েছেন তাহলে শেষ চিঠি বলে আপনার কিছুই নাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আমিও লেখেছিলাম বানান ভুল যত চিঠি
পরের দিন কি হাসাহাসি খানিকটা বকাও খাইলাম
আজ পেট ফুলে থাকে
আর চিঠি লেখা হয়নি তেমন করে;