![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোস্টের বক্তব্য বেশি নয় তাই একটা গল্প দিয়ে শুরু করি।
শহরে চুরি ছিনতাই বেড়ে যাওয়ার কারণে একরাতে দুই মহিলা পুলিশের ডিউটি পড়লো। ডিউটিরত অবস্থায় দুজন একসাথে বিভিন্ন দিকে টহল দিচ্ছে। রাত যখন একটু বেশি তখন খেয়াল করে সামনে অন্ধকারাচ্ছন্ন গলির মাথায় চোরের মতো একজন উঁকিঝুকি দিচ্ছে। পুলিশ দুজন বুদ্ধি করলো গলির দুই মাথা দিয়ে দুজন ঢুকে চোরকে পাকড়াও করবে। যা ভাবা তাই কাজ, একজন চোরকে ধাওয়া দিয়ে গলির ভিতর অনেক দূর পর্যন্ত গেছে কিন্তু চোর বা কলিগ পুলিশের কোন পাত্তা নাই। একা একা অন্ধকারে ভয় পাচ্ছে তাই কলিগের উদ্দেশ্যে উচ্চস্বরে বলে ওকে ধরতে হবে না ছেড়ে দিয়ে চলে আয়। তখন অপর প্রান্ত থেকে উত্তর আসে আমি ছেড়েছি কিন্তু সে তো আমায় ছাড়ছে না।
বর্তমান সময়ে মোবাইল কোম্পানী থেকে বিভিন্ন ধরণের এস.এম.এস আসে। আপনি কাজে ব্যস্ত, টুং টুং, ভাবলেন প্রয়োজনীয় কিছু কিন্তু খুলে দেখলে অফার সংক্রান্ত এস.এম.এস। একটা সময় এস.এম.এস ব্লকার ব্যবহার করতাম, পরবর্তীতে স্থায়ী সমাধানের জন্য দিকনির্দেশনাসহ একটি এস.এম.এস আসে বিটিআরসি থেকে। দিকনির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়ার পর সমস্যা সমাধান হয়েছে কিন্তু বিটিআরসি’র এস.এম.এস আসা বন্ধ হচ্ছে না।
২| ১০ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২৫ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: ফালতু এবং অপ্রয়োজনীয় এসএমএস দেওয়া চিরতরে বন্ধ হওয়া উচিৎ।