![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল
স্বপ্ন আমার তোমায় নিয়ে রঙে রঙে রঙ ছড়ালো
তুমি আমার কাছে আছ তাইতো এ রাত আলোয় আলো
বন্দী ওগো তোমার প্রেমে
জীবন আমার ধন্য হল ....
তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল ।
জলতরঙ্গ নুপূর বাজায়
তুমি পাশে আছ বলে
লক্ষ তারা বাসর সাজায়
তুমি ভালবাস বলে
রূপসাগরে ডুব দিয়ে মন
পরশমনি খুঁজে পেল
বন্ধু ওগো তোমার প্রেমে
জীবন আমার ধন্য হল ....
তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল ।
ঝিলমিল ঝিলমিল চাঁদের ছায়া
নদীর জলে দুলে ওঠে
ফুলের গন্ধে মাতাল হয়ে
দখিন হাওয়া এল ছুটে
মায়াবী রাত চোখে আমার
মায়ার কাজল পরিয়ে দিল
স্বপ্ন আমার তোমায় নিয়ে রঙে রঙে রঙ ছড়ালো ।
তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল
স্বপ্ন আমার তোমায় নিয়ে রঙে রঙে রঙ ছড়ালো
তুমি আমার কাছে আছ তাইতো এরাত আলোয় আলো
বন্দী ওগো তোমার প্রেমে জীবন আমার ধন্য হল
তুমি আমায় ভালবাস তাইতো জীবন মধুর হল
গানের লিঙ্ক :
Click This Link
গানের লিঙ্কের জন্য কৃতজ্ঞতা : সুনীল সমুদ্র
প্রথম এ গান গেয়েছিল মাহমুদুন্নবী এবং সাবিনা ইয়াসমিন ;
সে গানের লিঙ্ক : Click This Link)
২| ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৯
সহেলী বলেছেন: আমি লিংক দিতে পারি নাতো ! গানটা বাজঁছে কম্পিউটারে --শুনছি , শেয়ার করলাম ।
৩| ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৫
নম্রতা বলেছেন: গানটা সুন্দর ..আগে শোনা হয়নি !
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৩
সহেলী বলেছেন: এ গানটা শুনলে জানি ভাল না লেগে পারবে না ।
৪| ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৬
তুহিন২৭ বলেছেন: http://www.esnips.com এ লোড করেন। তার পর লিংক দেন।
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৬
সহেলী বলেছেন: করতে গিয়েছি , অনেক ঝামেলা !
৫| ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৭
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আপু, গানটার লিঙ্ক না পারলে প্লিজ মেইল করে [email protected] এই এড্রেসে দিয়ে দিন।
১৯ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
সহেলী বলেছেন: এবার তো লিঙ্ক পেয়েছো , শুনে জানি ভাল লাগবে , ভারী মিষ্টি এ গান ।
৬| ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৭
মুক্ত বয়ান বলেছেন: আপু, লিংক দিতেন।
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৬
সহেলী বলেছেন: পারলে কি আর না দিতাম !
৭| ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৭
মৃন্ময় আহমেদ বলেছেন: গানটা শুনিনি আগে। সংগ্রহে নেই। upload করে দিয়ে দিন। না হলে আমায় মেইল করতে পারেন। তা নাহলে আমি খুজে দেখতে পারি অনলাইনে। এখন ঘুমানো উচিত আমার। রাত দুটো বাজে। ভালো থাকবেন।
১৯ শে মে, ২০০৯ রাত ৮:৩২
সহেলী বলেছেন: সময় করে শুনে দেখ , লিঙ্ক দিয়েছি ।
৮| ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৭
চাঙ্কু বলেছেন: উপন্যাসটা চমৎকার হয়েছে
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৭
সহেলী বলেছেন: তোমার জন্যই তো এ উপন্যাস গেয়েছে সামিনা !
তুমি নাকি অনুরোধ করেছিলে
৯| ০৮ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ন্যাকা ন্যাকা।
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:০৯
সহেলী বলেছেন: আবার লেগেছো ? তোমার জন্য এমন একটা গান পোষ্ট দেব যে কলির সন্ধ্যা হয়ে যাবে !!!
১০| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: কোন কলি, পেঁয়াজের?
০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৯
সহেলী বলেছেন: ঘোর কলির ? আবার অর্থ জিজ্ঞেস করো না যেন ;
১১| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৪
সব্যসাচী প্রসূন বলেছেন: নতুন কোন কবিতা নেই কেন??
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৩
সহেলী বলেছেন: আর কত ? লিখবো সময় করে ।
১২| ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩১
হামোম প্রমোদ বলেছেন: বাংলাদেশের ভাষা বৈচিত্র এবং সাংস্কৃতিক বৈচিত্র রক্ষায় এগিয়ে আসুন.....
Click This Link
১৩| ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪২
আবু সালেহ বলেছেন:
শেয়ার করার জন্য ++++++++
কারন কথা গুলো অনেক সুন্দর........
লিংক না দেওয়ার জন্য মাইনাচ...(-)
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৪
সহেলী বলেছেন: ধন্যবাদ ,(++++++++---------- --== +++++++) ৭টা প্লাসের জন্য ।
২০ শে মে, ২০০৯ দুপুর ২:৩০
সহেলী বলেছেন: এখন যে লিঙ্ক দিলাম , মাইনাস উঠিয়ে নাও ।
ভারী মিষ্টি গান এটি সূরের ঢঙে ।
১৪| ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ঘোর কলি গান কবে আসপে?
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১০
সহেলী বলেছেন: যখন ঘনাবে ঘোর কলি ! তোমার না আমার ।
১৫| ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমি তো কৃষ্ঞকলি চিনি।
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১১
সহেলী বলেছেন: কৃষ্ণকলি অর্থ যদি রাধা হয় তাহলে চেনার কথা আয়নায় !
১৬| ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৯
আশরাফ মাহমুদ বলেছেন: গানের লিংক না দিলে পাপ হয়।
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২
সহেলী বলেছেন: গানের লিঙ্ক দেবার কতজন আছে , আমি কষ্ট করে লিখে দিলাম , আবার লিঙ্কও দেব ! !!!!!
১৭| ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৬
আশরাফ মাহমুদ বলেছেন: দাওয়াত দিলেন, ভাত খাওয়ালেন; পানি খাওয়াবেন না?
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৪
সহেলী বলেছেন: পানি দিতে শ্রাবনসন্ধ্যাকে বলে দেখেন , ও কেবল আমাকে জ্বালিয়ে মারে , কোন কাজ করে না
১৮| ১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২২
কালপুরুষ বলেছেন: আমার কেন যেন মনে হলো---
তুমি যে নেই সখী তোমার মাঝে
হারিয়েছো মন সেই বৈশাখী সাঁঝে
দমকা সে বাতাসে হয়ে এলোমেলো
হারানো মন নিয়ে আজো তুমি খেলো।
১০ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৫
সহেলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , এই না হলে কবি দাদা !
১৯| ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:০৩
মমমম১২ বলেছেন: শুনি নাই ,শুনতে চাই।এক্কেবারে তুমিময় গান।
১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৩
সহেলী বলেছেন: গানের সূরটা বেশ মন কাড়া । সূরকারের নামটা জানবার ইচ্ছা আছে , পারছি না ।
ভাল থেকো মম ।
২০| ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১২
অপ্সরা বলেছেন: আমিও শুনিনি আগে ।
কেমন আছো বন্ধু??
১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৮
সহেলী বলেছেন: শুনলে ভাল লাগবে , এমন সাধারন কথার গান সূরের জন্য অপূর্ব লাগে । সূরের কারুকাজ বেশ ভাল ।
ভাল আছি ।
তুমি কেমন আছো বলতো ?
২১| ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৮
এন এইচ আর বলেছেন: শুনতে মন চায়। তয় পড়ে ভালা পাইছি।
২২| ১২ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩১
প্রাকৃত বলেছেন: গানটা শূনিনি।লিরিকটা সুন্দর,কিন্তু দুর্বল।অবশ্য সুরের কারণে হয়তো সেইরকম কোন আবহ এনেছে!
২৩| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩
গিফার বলেছেন: কি অবস্থা ?
২৪| ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৫
আলী আরাফাত শান্ত বলেছেন: শুনছি মনে হয়!
২৫| ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৫
ভাস্কর চৌধুরী বলেছেন:
শোনা হয়নি এ গানটি!!!!!
শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
নতুন লিখা দিন।
ভালো থাকুন।
২৬| ১৯ শে মে, ২০০৯ রাত ৮:৩৩
সহেলী বলেছেন: এখন লিঙ্ক দিলাম সুনীল সমুদ্রের কল্যানে । যারা শুনতে চেয়ে পায় নি _- তাদের জন্য ।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৫৬
কঁাকন বলেছেন: শুনিনি আগে গানটা
লিংক দেন নাই কেন?