| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবাধ্য ভ্রূকুঞ্চন
উষার দুয়ারে হানি' আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।
অবৈধ্য বন্ধুর শুক্র থেকে তোদের জন্ম হয়েছে মায়ের গর্ভে? যদি তা না হয় তাহলে কী ভাবে বাবাকে (বৃদ্ধ বাবার বয়সী) দাড়ি ধরে, পাঞ্জাবীর কলার ধরে কিল থাপ্পর মারতে পারিস? নিশ্চয় তোদের জন্মের ত্রুটি আছে? আছে তোদের নৈতিক শিক্ষার অভাব?
বাবা আজ তুমি নেই তবে তোমার স্মৃতি, তোমার ভালবাসা, তোমার উপদেশ, তোমার নির্দেশনা সর্বোপরি তোমার স্নেহের হাতের পরশ আজও আমাকে কাঁদায় নিভৃতে নীরবে। বাবা যদি আজ এমন নৈতিক অবক্ষয় তুমি দেখতে তাহলে কী বলতে? জানিনে বাবা। তবে এতটুকু বিশ্বাস তুমি লজ্জিত হতে, ভাষাহীন হতে ... .. .
তথ্যসূত্র : এখানে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আজ আমাদের বরই নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষা ছাড়া নৈতিকতা তৈরী হবে কী করে?
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯
লেখাজোকা শামীম বলেছেন: ঘটনা পুরাটা খুইল্যা কন দেহি ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: লিঙ্ক দেয়া আছে। দয়া করে দেখে নেবেন।
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: এই হলো আর এক নমুনা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাই এগুলো কী?
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: [img|http://media.somewhereinblog.net/images/thumbs/Stream_1360736137_1-palo.jpg
উপরের ছবিটি ভুল চলে গেছে মুছে দেবেন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভুল তো ভুলই।
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
ধৈঞ্চা বলেছেন: @ মিষ্টেরিয়াস বয়, আপনি রেফারেণ্স হিসাবে দৈনিক দিনকাল উল্লেখ করেছেন। আমরা জানি এই দৈনিকগুলো ফেক নিউজ দিয়ে সবাইকে বিভ্রান্ত করে।
তবে ছবিটা সম্ভবত ইডিট করা নয়। আমি জানিনা এই মরুব্বী নামাজ থেকে বের হয়েছিল কি না বা জামাত শিবির কি না বা আক্রমনকারী ছেলেটি ছাত্রলীগ কিনা।
তবে মরুব্বী যদি জাশিও হয় তবুও এরকম একজনকে এভাবে রাস্তায় অপদস্ত করার কোন অধিকার ছাত্রলীগের নাই।
আমি তীব্রভাবে ঘৃণা প্রকাশ করছি এবং প্রত্যাশা করছি বুড়ো বয়সে এই ছেলেকেও যেন এরকম অপমানের মুখোমুখি হতে হয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাই আমি কোন দলীয় কথা বার্ত বলতে চাই না।
আমার মূল কথা হলো এবজন বাবাকে কি করে এমন মারধর করা যায়? আসলে আমাদের বরই নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষা ছাড়া নৈতিকতা তৈরী হবে কী করে?
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
দেশপ্রেমিক পোলা বলেছেন: মুরুব্বী লোকটি যত বড় অপরাধীই হোক না কেন, কোন ভাবেই সমর্থন করতে পারছি না। একজন মানুষ যখন অসহায়ের মত আত্নসমর্পণ করে তখন তার উপর আক্রমন করে কাপুরুষ নপুংসকরা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ধরে নিলাম অপরাধী। কিন্তু দাড়ি পাকা বাবার বয়সী এমন বৃদ্ধের গায়ে হাত উঠে কী করে। একবারও কী হাত কাঁপেনা?
৭|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
দেশপ্রেমিক পোলা বলেছেন: যুবক হয়ে বৃদ্ধদের মারে কুত্তারা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: হুম ... .. .
৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
প্রবাস কন্ঠ বলেছেন: আমাদের দেশে ৩০টির মত টিভি চ্যানেল ও ১০০টির অধিক দৈনিক পত্রিকা আছে। কোথাও আমরা আওয়ামী লীগের তান্ডবের চিত্র দেখতে পাই না , হয়ত সবাই ভয় পাচ্ছে। আপনার সৎ সাহসের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আমি তো ভাই কোন দলীয় লেজুর বৃত্তি করছিনা। আমি শুধু নৈতিকতার কথা বলেছি।
৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
মিষ্টেরিয়াস বয় বলেছেন: ধৈঞ্চা,আমি পোষ্টে বলেছি তিনটা পত্রিকাকে আমার চরম দলবাজ মনে হয়।কিন্তু এই দলবাজ পত্রিকাগুলোর একটা পজেটিভ দিক আপনি কখনই অস্বীকার করতে পারবেন না।সে দিকটা হচ্ছে,প্রতিপক্ষের সন্ত্রাসী কাজকারবার এরা ভালভাবে তুলে ধরে ।
ইত্তেফাকের সাংবাদিক বন্ধুর কাছ থেকে শোনার পরও আমি ছবিটা নিয়ে গুগুল ইমেজ সার্চে দিয়ে দেখেছি কাছাকাছি টাইপের কোন ছবি আছে কিনা।নাই।
ছবিটার পেছনে আরো দুইজন ফটো সাংবাদিককে দেখা যাচ্ছে ।ফটো সাংবাদিকের ছবি জুড়ে দিয়ে আরেক সাংবাদিক ফেইক ছবি বানানোর সাহস মিডিয়ায় শূন্যের কোটায় বললেই চলে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আমারও মনে হয় ফটো সাংবাদিকের ছবি জুড়ে দিয়ে আরেক সাংবাদিক ফেইক ছবি বানানোর সাহস মিডিয়ায় শূন্যের কোটায় বললেই চলে ।
১০|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
ধৈঞ্চা বলেছেন: @ মিষ্টেরিয়াস বয়, আমি আপনার সাথে একমত......
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: যুক্তিতে একমত হওয়া খুবই ভাল এবং প্রাসংগিক বলে আমি মনে করি। ধন্যবাদ
১১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
শিক কাবাব বলেছেন:
অবাধ্য ভ্রূকুঞ্চন @
একচুয়্যালী আমাদের পুরা জাতিটাই এরকম হুজুগে। কাউয়া কান নিয়ে গেছে বললে সকলেই কাউয়ার পিছনে দৌড়াই।
এই বৃদ্ধ লোকটা যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে ছাত্রলীগ/কুত্তালীগ, অথবা ছাত্রদল/কুত্তাদল, ছাত্রশিবির/কুত্তাশিবির - এরা মারবে কেনো? যেহেতু পত্রিকায় দেখছি মারতেছে, কিন্তু এর পেছনে ব্যাকগ্রাউন্ডে ঘটনা কি তা কি আমরা জানি?
ছাত্রলীগ/কুত্তালীগ, অথবা ছাত্রদল/কুত্তাদল, ছাত্রশিবির/কুত্তাশিবির - এরা সকলে সাপের মত চরিত্র। মানে এরা খারাপ হলেও এদেরও একটা নীতিবোধ আছে। মানে, সাপ বা কুত্তা মানুষ দেখলেই কামড়ায় না, যদি না মানুষ ওদেরকে খোচা মারে। তেমনি ছাত্রলীগ/কুত্তালীগ, অথবা ছাত্রদল/কুত্তাদল, ছাত্রশিবির/কুত্তাশিবির - এরাও পথে ঘাটে যাকে দেখে তাকেই মারা শুরু করে না। আর যখন প্রতিপক্ষ দলের কেউ হয় তাহলে বুড়া না যোয়ান না শিশু না নারী, দেখার সময় থাকে না। চামড়া তুলে ফেলো আগে।
এই লোকটা কি আমাদের বাবার বয়সী না?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাই আমি বিনীত ভাবে বলছি, আমি রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আপনি যে ছবি দিয়েছে তার পেক্ষাপট আলোচ্য বিষয়ে সংগে সম্পূর্ন আলাদা বলেই আমার মনে হয়। সে যাই হোক আমার এই লেখাটায় যদি রাজনৈতিক কোন দৃষ্টি ভঙ্গী ফুটে উঠে তাহলে আমি সবার কাছে করজোরে ক্ষমা চেয়ে নেব। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
১২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
মিষ্টেরিয়াস বয় বলেছেন: শিক কাবাব,
এই লোকটা কি দোষ করেছে ? কেন ছাত্রলীগ এই লোকটাকে মারছে ? এই প্রশ্নের কোন জবাব কি আপনার কাছে আছে ? আপনি কি এটাকেও বলবেন চিলে কান নিয়ে গিয়েছে ?
আপনি যদি কমেন্টের ছবিটি ছাত্রলীগের বলে বিশ্বাস করতে পারেন তাহলে পোষ্টের ছবিটি কেন পারবেন না?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আসলে আমরা আসল বিষয় বাদদিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। এ বিষয়ে সতর্ক হওয়া আমাদের একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ।
১৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
শিক কাবাব বলেছেন: সুযোগ পেয়েছি বলে এই প্রসঙ্গে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। (যেহেতু আপনি নীতিবান)।
আমরা ইদানীং ব্লগে দেখতেছি, বর্তমান সরকারের পোষ্যপ্রাণী ছাত্রলীগকে ব্লগাররা বলতেছে কুত্তালীগ। ছাত্রলীগের এত্ব এত্ব কুকর্ম যে, তাদেরকে কুত্তার সাথে তুলনা করা চলে।
যদি আপনি বিবেকবান মানুষ হোন, তাহলে বলুন দেখি, ছাত্রদল কতটা ফেরেস্তা?
অনেকে বলবে, ছাত্রদলও কম না, তবে ছাত্রলীগের মত এত বেশী না।
হা হা হা ....। যারা এই কথা বলবে তাদের জন্মের ঠিক নাই।
কারণ, ছাত্রলীগ যদি ২০ হয় তাহলে ছাত্রদল যদি ১৮ হয়, অথবা ১৪ও হয়, পার্থক্য আর কতটুকু?
সুতরাং, আমাদের দেশটার সব মানুষই এক প্রকার বিকারগ্রস্থ পাগল টাইপের মানুষ। সুস্থ চিন্তা করার ব্রেন নাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাই আমি বিনীত ভাবে বলছি, আমি রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আপনি হয়তো আমার উপর কোন কারনে রেগে গেছেন। ভাই সংক্ষেপে বলি সবই মূদ্রার এপিঠ আর ওপিঠ। সে যাই হোক আমার এই লেখাটায় যদি রাজনৈতিক কোন দৃষ্টি ভঙ্গী ফুটে উঠে তাহলে আমি সবার কাছে করজোরে ক্ষমা চেয়ে নেব। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
১৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
মিষ্টেরিয়াস বয় বলেছেন: শিক কাবার , ১৩ নাম্বার কমেন্ট যদি আমাকে করেন তাহলে আপনাকে বলব , ছাত্র রাজনীতিতে লীগ দল শিবির কেউই ধোয়া তুলসী পাতা না । ছাত্রলীগ এখন ২০ ছাত্রদল ১৪ এখন হলেও ক্ষমতায় আসলে ২০এ যেতে না পারুক ১৯ এ যে যাবে তাতে কোনো সন্দেহ নাই।
আপনি বলেছেন,
অনেকে বলবে, ছাত্রদলও কম না, তবে ছাত্রলীগের মত এত বেশী না।
হা হা হা ....। যারা এই কথা বলবে তাদের জন্মের ঠিক নাই।
এটা একধরনের সান্তনা খোঁজামূলক যুক্তি ।পাশাপাশি এটাও ঠিক যে একটা জায়গায় সংগঠিত অপরাধের সবার দোষের শাস্তি কিন্তু সমান হয় না। তাই তুলনামূলক চিত্রটা আসে যে অমুক তমুকের চাইতে কম অপরাধ করেছে ।কিংবা অমুক তমুকের তুলনায় কিছুটা হলেও ভাল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: যুক্তিপূর্ণ আলাপ আলোচনা, কথাবার্তা ও আচরনই সংঘাত বন্ধের একমাত্র পথ।
১৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
মিষ্টেরিয়াস বয় বলেছেন: @লেখক,দুঃখিত আলোচনা অন্যদিকে চলে যাবার জন্য।তবে আপনাকে এতটা নিশ্চয়তা দিচ্ছি আলোচনা অন্যদিকে গেলেও সেটা যুক্তির মধ্যেই থাকবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৬|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
মিষ্টেরিয়াস বয় বলেছেন: এই সম্পর্কিত আরেকটি ছবি পেয়েছি ।![]()
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: নৈতিক শিক্ষা ছাড়া নৈতিকতা তৈরী হবে কী করে?
১৭|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: আফসোস! আজ আমাদের বরই নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষা ছাড়া নৈতিকতা তৈরী হবে কী করে?
১৮|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
মেহেরুন বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
মিষ্টেরিয়াস বয় বলেছেন: এই নিয়ে পোস্ট লোকটা যদি আপনার বাবা হত আপনি কি করতেন? দিয়ে আমি ব্যাকুব হয়ে গিয়েছি ।বেশ অবাক করার ব্যাপার এটাকে গোয়েবলসীয় প্রচারনা বলে একজন ভাব নিয়ে নিজেকে জাতে উঠাতে চাইল।একজন বলল ছাত্রলীগ এ সময়ে এমন করতেই পারেনা।