![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রফেশনাল কোন কাজে ব্যাবহারের জন্য না জাস্ট শখ হিসেবে চিন্তা করলাম একটা ডিএসএলএর নিলে ভালই হয়। বাজেট আল্প তাই একেবারে সস্তা মডেল টাই নিব।
ইউটিউব থেকে দুই আড়াই গিগার ভিড নামাইলাম ডিএসএলআর ক্যামেরা সম্পর্কিত । যাইহোক এখন যারা এই মডেলটা ইউজ করছেন বা নিকন এর অন্য যেকোন ডিএসএলআর ইউজার তারা কি রেকমেন্ড করেন ? নাকি ক্যানন এর ১১০০ডি নিব
? আর সাথে যে ১৮-৫৫ মিলিমিটার এর লেন্স দিবে এটা দিয়ে কত দূরের পিকচার ক্যাপচার যাবে বুঝতেছিনা । প্লিজ কমেন্ট
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: আমিও নেটে ঘেটে যা বুঝলাম নিকন ডি৩১০০ টাই বেশী প্রেফার করে যারা রিভিউ দিয়েছে। আচ্ছা ১৮-৫৫ থেকে কি ৫০ মিমি এর প্রাইম লেন্স যেটার কথা বলছেন সেটা কেনা কি ভাল হবে? তবে কি শুধু বডি কিনে ৫০মিমি লেন্স কিনব আলাদা
২| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
আকাশ_পাগলা বলেছেন: sony cybershot dsc hx 300 এইটা খুব পছন্দ হইসিলো আমার।
Click This Link
শেষমেষ শুধু শখেই থাকলে আমি হাইব্রিড প্রিফার করবো। উপরের লিংকটা দেখেন। কারণ ৩১০০ কিনলে শেষমেষ আপনাকে চেঞ্জ করতেই হবে।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ওহ । কিন্ত কেন চ্যাঞ্জ করতে হবে সেটা তো বললেন না ?
নিকন ডি৩১০০ থেকে sony cybershot dsc hx 300 এটা ভালো হবে?
৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ল্যাটিচুড বলেছেন: ১৮-৫৫ মিলিমিটার এর লেন্স দিবে এটা দিয়ে কত দূরের পিকচার ক্যাপচার যাবে বুঝতেছিনা
ভাইজান ডরাইয়েন না, ১৮-৫৫ দিয়া অনায়াসেই চাঁদের সুন্দর ছবি তুলতে পারবেন।
তয় একখান কথা আছে - চান্দে ছাইদি সাহেবকে দেখতে চাইলে অন্য লেন্স লাগবো কইলাম
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: বলেন কি ১৮-৫৫ দিয়া চাদের ছবি!!
৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
জাহাঁপনা। বলেছেন: ভাল সিদ্ধান্ত , তবে টাকা পয়শা থাকে নিকন D3200 নেন।
কেনন নিছেন না ভাল করেছেন , হাই এন্ড ফুল ফ্রেম DSLR ছাড়া মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল এর ক্যানন খুব চিপ লাগে হেন্ডলিং করতে , আর ইমেজ ও তেমন ভাল না
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: নাহ ডি৩১০০ এর টাকাই হয়না ।। শুধু বডি কিনে লেন্স আলাদা কিনব নাকি একসাথে বুঝতেছিনা
৫| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
রাজীব নুর বলেছেন: কিনে ফেলুন ।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: এত দাম কেন ক্যামেরার !!
৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪২
চুক্কা বাঙ্গী বলেছেন: ক্যামেরার খরচ তিন ধরনের হয়-
এক, বডিত
দুই, লেন্স
তিন, ফ্ল্যাশ
আপনি একটা বডি নিচ্ছেন। ক্রপ বডি। এটার সাথে একটা কিট লেন্স পাবেন। সম্ভবত ১৮-৫৫ মি. যেটা সবচেয়ে ফালতু লেন্সগুলার মধ্যে একটা। এজন্যই ফ্রি দিচ্ছে। এই লেন্সে আপনি কখনই ছবি তুলে শান্তি পাবেন না কারন ছবির কোয়ালিটি খুব একটা ভাল না। আপনার কিছুদিনের মধ্যে আরও একটা লেন্স খুজতে হবে যেটা শস্তার মধ্যে মোটামুটি ভাল কাজে দিবে। তেমন একটা হচ্ছে ৫০মি. যেটার দাম পড়বে আনুমানিক ১০৫০০ টাকা।
এখন সমস্যা হচ্ছে ৫০মি. লেন্সে আপনি খুব বেশি কারিশমা দেখাতে পারবেন না। কারন ক্রপ বডিতে (যেটা আপনি নিচ্ছেন) এই লেন্স দিয়ে পোর্ট্রেট এর বাইরে বেশি কিছু তুলতে পারবেন না। তখন আপনাকে একটা ওয়াইড এ্যাংগেল লেন্স কিনতে হবে। যেটা অনেক শার্প ছবি দিবে। আমি ক্যানন ইউজ করি। উপরের যেই প্রবলেমটা বললাম আমি একই রকম সমস্যার মধে পড়েছিলাম। এবং শেষ পর্যন্ত আমি ওয়াইড এ্যাংগেলের জন্য ক্যানন এল সিরিজের ১৭-৪০মি. এ্যাপারচার (আল থ্রু ৪) কিনি। দাম পড়ে ৬৫০০০ হাজার টাকা।
এইতো গেলো ওয়াইড এ্যাংগেল, তারপর সমস্যা লাগবে টেলি নিয়ে। আকাশে বিশাল থালার মত চাঁদ উঠলো অথবা অনেক দুর থেকে হিমালয়ের চূঁড়া দেখা যাচ্ছে তুলতে চান কিন্তু ৫০মি. কিংবা ওয়াইড এ্যাংগেলে তো সেটা তুলতে পারবেন না। তখন লাগবে টেলি লেন্স। আমার জন্য তখন খুজতে হবে ৭০-২০০ এল এ্যাপারচার (অল থ্রু ৪) সস্তার মধ্যে টেলি যেটা। দাম পড়বে আনুমানিক ৬০০০০ হাজার টাকা।
আর রাত্রে ছবি তুলতে চান ক্যামেরার বিলটিন ফ্ল্যাশ যেটা আছে ওটা দিয়েই যদি ছবি তুলেন তাহলে আর ডিএসএলআর কেন? ভাল দেখে একটা এক্সটারনাল ফ্ল্যাশ একটা কেনা লাগবে। আনুমানিক বাজেট ৩০০০০ হাজার টাকা।
এরপর আবার ফেরত আসি বডিতে। ক্রপ বডিতে ছবি তুলতে তুলতে একসময় বিরক্তি ধরে যাবে। তখন লাগবে ফুল ফ্রেম যেনম, ক্যানন ৫ডি মার্ক টু লেভেলের কিছু। দাম ১৬০০০০ (আনুমানিক) বেশিও হতে পারে।
সারকথা এই যে, যারা ডিএসএলআর কিনতে চায় তারা বেশিরভাগই মনে করে যে, খালি একটা ক্যামেরা কিনলেই খরচ শেষ। কিন্তু আসলে খরচ তখনই শুরু। তাই সবকিছু চিন্তা করে ক্রয় করেন। কিনে ধরা খায়েন না।
লেখাটা অতিরিক্ত বড় হয়ে যাওয়ার দু:খিত। আশা করি তথ্য দিয়ে কিছুটা হলেও সহায়তা করতে পেরেছি।
অবশ্য একটা কথা বাকি রয়েই যায়, শখের দাম অর্থ দিয়ে পরিমাপযগ্য নয়। আপনার প্রতি শুভকামনা।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: সেটা তো জানিই ভাই ভালোর কোন শেষ নেই। আমি জাস্ট শখের বশে কিনব আর এইটার ক্যাপাবিলিটি কতটুকু সেটা জেনেশুনেই কিনতেছি।
৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯
ইফতেখার5555 বলেছেন: আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্যেই অনেক দিন পর লগ ইন করলাম
১। ভালো হবে, সম্ভবত আপনার বাজেট ৪০ হাজারের নিচে, ৩১০০ এর কাছাকাছি ক্যাননের ক্যামেরা গুলো ভালো না তেমন।
নিকন ডি ৩১০০ এর এডভান্টেজ হল এর সেন্সর সাইজ বেশ বড়.... যদিও ক্রপ বডি, অ্যামেচার ফটোগ্রাফি এমন কি প্রোদের ও ফুলফ্রেম খুব আহামরি কাজে লাগে এমন না।
২। ৩১০০ তে ফোকাস মটর নাই, তাই আপনাকে ফোকাস মটর ওয়ালা লেন্স কিনতে হবে, লেন্সের দাম পড়বে তুলনা মূলক ভাবে বেশি...
যেমন ৫০ এম এম প্রাইম ১৮-২২ হাজার বা আরেকটু কম।
ক্যাননে সেটা পাবেন, কিন্তু পিকচার কোয়ালিটির দিক দিয়ে এই বাজেটের ক্যাননের গুলা ভালো না।
৩। মনে রাখবেন ভালো লেন্স কিন্তু থেকে যাবে.... বডি চাইলেই চেন্জ করতে পারবেন
৪। ১৮-৫৫ এম এম লেন্স কে অনেকেই পাত্তা দেন না, কিন্তু আমার পরিচিত অনেক বাঘা বাঘা ফটোগ্রাফার দিনের পর দিন এই লেন্স ব্যব হার করে চলেছেন...... ফ্লিকারে ১৮-৫৫ এম এম নামে একটা গ্রুপ আছে ..... সেখেনে গেলে বুঝবেন এইটা শস্তা হলেও একেবারে ফেলনা না
৫। সব সময় এডভান্সড আপডেটেড জিনিষ কেনা ভালো, ৩২০০ কিনতে পারেন.... আর যা ই কেনেন না কেন .... পরে আস্তে ধিরে বিোভিন্ন লেন্স কিনবেন
.......... ভুলেও কারো বুদ্ধিতে সেমি এস এল আর টাইপ কিছু কিনবেন না.....
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:০১
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: ওহ ..।। ধন্যবাদ আপনাকে ভাই অনেক কিছু ক্লিয়ার কনসেপ্ট পেলাম। বাজেট কম এর জন্য ডি৩১০০ চুজ করলাম। ফোকাস মটর নেই এইটা তো আবার সমস্যা! তবে ম্যানুয়ালী করতে হবে আরকি।। অনেকেই বলতেছে ক্যাননের এই বাজেটে ভাল ডিএসএলআর পাবনা । তাই ক্যাননের দিকে আর যাচ্ছি না .।
আচ্ছা এখন ৫০ মিমি এর লেন্স কি আলাদা কেনা বেটার হবে নাকি ১৮-৫৫ এর লেন্স যেটা সাথে দেয় সেটাই ভাল হবে।
আর ব্যাটারীর ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দর্কার । চার্জ কেমন থাকে কয়টা পিক তুলা যায় ফুল চার্জে ইত্যাদি।।
৮| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬
ইফতেখার5555 বলেছেন: না ম্যানুয়ালি ফোকাস করতে হবে না, আপনাকে ফোকাস মোটর ওয়ালা লেন্স ইউস করতে হবে, আপনার ১৮-৫৫ কিট লেন্সেই ফোকাস মোটর থাকবে.........
২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: মানে ম্যানুয়ালী ফোকাস ই করা যাবেনা নাকি মোটর ছাড়া লেন্স ইউজ করতে পারবনা ? ১৮-৫৫ কিট লেন্সেই যেহেতু মোটর থাকবে তাহলে তো আপাতত বাচা গেল।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মিত্রাক্ষর বলেছেন: ক্যানন ১১০০ডি থেকে নিকন ডি৩১০০ আমার মনে হয় ভালো হবে।
সাথে যদি ৫০মিমি একটা প্রাইম লেন্স নিয়ে নেন তাহলে আপনার কেল্লা ফতে। 50mm f1.8 এর দাম ৮৫০০ (+/-) হবে।