![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগেও মানুষ বাংলা সিনেমার নাম শুনলে নাক শিটকাত, কিন্তু এখন মানুষ হলে গিয়ে সিনেমা দেখে। আর যখন বাংলা সিনেমা তার হারিয়ে যাওয়া ঐতিহ্য আস্তে আস্তে ফিরে পেতে শুরু করেছে তখনি আমরা হাতে পেলাম “টেলিভিশন” এর মত লোক ঠকান একটি নিম্নমানের ছবি। যেটা মানুষকে ডেকে এনে প্রতারিত করল। আমি সিনেমা বিশারধ নই তবে বাংলা সিনেমার প্রতি আমার যে শ্রদ্ধা ও ভালবাসা আছে সেই দায়বদ্ধতা থেকেই “টেলিভিশন” সিনেমাটি নিয়ে কিছু লেখা দরকার মনে করছি। “টেলিভিশন” সিনেমাটি প্রথম যে বাজে কাজটি করেছে সেটা হল ইসলামকে রীতিমত ছোট করা হয়েছে। সম্পূর্ণ ছিনেমাটিতে আঞ্চলিচ ভাষা ব্যাবহারের কারণে এর অধিকাংশ কথাই বোধগম্য নয়। সিনেমাটিতে কাহিনীতেও লজিক ছাড়া অনেক ঘটনা দেখানো হয়েছে। সিনেমাটিতে একজন ধর্মান্ধ চেয়ারম্যানের দ্বারা তার গ্রামে টেলিভিশন নিষিদ্ধ। মজার ব্যাপার হল যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে। চেয়ারম্যান হজ্জে যেতে গিয়ে আদম ব্যবসাইদের প্রতারনার শিকার হন অথচ বর্তমানে হজ্জের জন্য বিদেশ গমন বিষয়ে মানুষকে প্রতারনার থেকে বাঁচিয়ে সঠিক পদ্ধতি জানানোর দায়িত্ব চেয়ারম্যানের উপরেই থাকে। সব থেকে বড় অসঙ্গতি হল ধর্মান্ধতার জন্য চেয়ারম্যান কোনও দিন ছবি তুলেননি অথচ ছবি না তুলে কিভাবে ২০১৩ সালে চেয়ারম্যান হওয়া যায় সেটা ছিনেমার পরিচালক, লেখকরাই ভাল বলতে পারবেন। আমাদের জন্য সব থেকে দুঃখের হল আমরা যতই কথা বলি না কেন এত নিম্নমানের ছিনেমা হলেও এটি হয়ত অনেক বাহবা পাবে কারণ বর্তমানে ধর্মকে পিষ্ট করে কিছু একটা করলেই সেটা দেশের ছিনেমাপ্রেমি সাধারন মানুষের কাছে কদর না পেলেও সমালোচকদের মন ঠিকই ভরে দেয় আর দেশের বাইরের পুরষ্কারতো একটাও হাতছাড়া হয়না।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: তাই নাকি !
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
স্বপ্নকুটির বলেছেন: যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
তামিম ইবনে আমান বলেছেন: ভালো বলেছেন তো
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
হ্যারিয়ার টু বলেছেন: আগে বলেন ছবি হারাম কি না?
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
আদিম পুরুষ বলেছেন: ইহা অতি উচ্চমার্গীয় চুশীল ছিনেমা। ফারুকীর কোয়ালিটি উন্নত মানের ডিজিটাল নাটক পর্যন্ত সীমাবদ্ধ। ইউনূসরা দেশের দারিদ্র বিক্রির সূচনা করে, ফারুকীরে দোষ দিয়ে লাভ কি?
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
হাবিবউল্যাহ বলেছেন: হালাল হারামের শিক্ষা যদি সিনে পরিচালকদের কাছ থেকে নিতে হয় তাইলে তো ঝামেলা।
আপনের পয়েন্ট ভাল হইছে লেখক।
পরিচালক তার উদ্দেশ্য আগেই সফল কৈরা ফেলছিল।এখন দেশের মানুষের পকেট থেকে কিছু টাকাও কামাইয়া নিব।এই আর কি!
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
ছবিটার এমন নাম দেয়ার মাজেজা কি সেটাই আমার প্রথম প্রশ্ন।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
মুহাই বলেছেন: হাচা নি?ব্যাচারা ফারুকী!
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৫
ঢাকাবাসী বলেছেন: আপনার পর্যবেক্ষন চমৎকার।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
দিশার বলেছেন: ই চেয়ারম্যান তো দেখা যায় রাজার্বাগির ফ্যান ! আইচ্ছা রাজার্বাগী রা তো ছবি তুলে না, তাইলে তাদের ড্রাইভিং লাইসেন্স যে কি থাকে? বা id কার্ড য়ে
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
রাফসান রাফী বলেছেন: ফারুকি একটা চতুর্থ শ্রেণীর নির্মাতা! বিতর্কিত বিসয়কে তুলে ধরেই সে খ্যাতি পেয়েছে! তার সাথে বাংলা সিনেমার ময়ুরিদের কোন তফাৎ নাই!
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
তাসজিদ বলেছেন: যে তরুণ প্রজন্মকে লিটনের ফ্লাটে যেতে উদ্ভুদ্দ করে তার কাছ থেকে কি আর আশা করা যায়।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
কলমবাঁশ বলেছেন: সমালোচনাটা অবশ্যই যৌক্তিক।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার কিছু পয়েন্ট বের করেছেন! মজা পেলাম।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
রাফা বলেছেন: এত সিলি মিস্টেক যদি করে থাকে ফারুকী, তাহোলে তো তাকে পরিচালকের কোন ক্যাটাগরিতেই ফালানো যায়না।
এরকম ভুল সিনেমা আবার পুরস্কৃত হয় কিভাবে?
ধন্যবাদ,নজরে আনার জন্য।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
ফজলে রাব্বি জেমস বলেছেন: এই সব মিস্টেক গুলো এই যুগে অন্তত মেনে নেওয়া যায় না।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
নিষ্পাপ কয়েদি বলেছেন: ফারুকির দৌড় ৩০ মিনিটের ছবিয়ালের নাটক পর্যন্ত। আনিসুল হক একটা খবিস।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
বিডি আমিনুর বলেছেন: যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
পথহারা সৈকত বলেছেন: ধর্মের টুটি চেপে ধরে নগ্নতাকে বাজিয়ে নাও,
সভ্যতার এই নিয়মেই সাফল্যের পসরা সাজাও।
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: ছবিটা দেখি নাই। তবে পয়েন্ট গুলো দেইখা ছবিটা দেখুম কিনা চিন্তায় আছি। বহুত টেনশান "যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে" কেমতে ফারুকি ভাই.............।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
digitalpagla বলেছেন: এইসব অর্ধ শিক্ষিত বাল-সালের জন্যই আমরা আগাতে পারছি..
বাংলা ছিনেমার গায়ে থু!
কয় দিন ক্যামেরা ধইরাই পরিচালক হওয়া যায়না।
খুব ভালো মুভি ক্রিটিক দরকার আমাদের দেশে।
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
digitalpagla বলেছেন: এইসব অর্ধ শিক্ষিত বাল-সালের জন্যই আমরা আগাতে পারছি..
বাংলা ছিনেমার গায়ে থু!
কয় দিন ক্যামেরা ধইরাই পরিচালক হওয়া যায়না।
খুব ভালো মুভি ক্রিটিক দরকার আমাদের দেশে।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
digitalpagla বলেছেন: জাদুর আয়না দিয়া চ্যাট করে
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
খাইয়া কামনাই বলেছেন: বুঝেন না এইসব বাংলাদেশী গরু সাগল সহজে আরও কি ভাবে জনপ্রিয় হওয়া যায় সেই ফন্দি ফিকির করে।
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
লেখাজোকা শামীম বলেছেন: আগে সিনেমাটা দেখি। এই রকম ভুল তো হওয়ার কথা না। আপনি মিথ্যে বলছেন কি না সেটাও তো যাচাই করা দরকার।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
ফজলে রাব্বি জেমস বলেছেন: ্হ্যাঁ তা ঠিক, আপনার বিশ্বাস আছে আপনি অবশই দেখবেন। সবার পছন্দ তো আর একরকম না। একটা জিনিস কারো কাছে ভাল আবার কারো কাছে খারাপ লাগে।
২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
হেডস্যার বলেছেন:
নিজেরা বেকুব বইলা সবাইরেই বেকুব মনে করছে। হা হা হা .....
২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
হাবিবউল্যাহ বলেছেন: শামিম ভাই,চেয়ারম্যান নাকি কম্পিউটারকে টাইপরাইটার মনে করে।
তাই এই ঘটনা।
এইটাও কি মাইন্যা নেওয়া যায়?
২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
নাছির84 বলেছেন: এই অসঙ্গতি গুলো দেখার জন্য তো সিনেমাটা দেখা দরকার
২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
সামুরাই হান বলেছেন: বিশ্লেষন ভাল হয়েছে ।
৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
মাসুদ মারুফ বলেছেন: ভাই বিশারদ না হয়ে বিশ্লেষন করাটা কি ঠিক? আপনি যে নজরে দেখছেন সবাই সেভাবে দেখবে না। চিত্রশিল্পকে আপনি ফালতু রংয়ের কারখানা বলতে পারে, ভাবতে পারেন, তবে সেটা আপনার ব্যর্থতা, চিত্রটির নয়।
টেলিভিশন, আর্ট টাইপের ছবি, আপনি কি কারনে এতে স্কাইপে নিয়ে মাথা ঘামালেন বুঝলাম না। আপনি প্রথমেই বুঝে নেয় উটিত ছিল, যে গ্রামটি আধুনিক সময়ের গ্রাম, যেখানে একটু গোড়া ধরনের চেয়ারম্যান থাকে। কিন্তু প্রয়োজনের তাগিদেই সে টিভি দেখে। এইই। আপনি স্থান, কাল, ব্যক্তি এগুলো হয়ত বিচার করেন নাই। হয়তবা দাবাং টাইপ কিছু আশা করেছিলেন, তবে এটি সেরকম কিচু নয়।
৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
একটা পয়েন্ট ছাড়া সব গুলো পয়েন্ট মনে থাকলো !!
ধর্মীয় গোড়ামী মোটেই ভালো না - তাদের ভুল গুলো ধরিয়ে দেওয়াই কাম্য !!
------------------------------------------------------------------
হ্যারিয়ার টু বলেছেন: আগে বলেন ছবি হারাম কি না?
হ্যারিয়ার ভাই আপনি আগে উত্তর দেন তো আপনার প্রশ্নের --
৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
আতাউররহমান১২০০৭ বলেছেন: লেখকের পর্যবেক্ষণ সঠিক। আমি সিনেমাটির প্রমো তে স্কাইপ সংলাপ এর ব্যাপার টা দেখেছি। এই ভাবে ধর্মপ্রাণ মুসলিম দের বিশ্বাস এর উপর আঘাত তিনি করতে পারেন না। মোল্লা -মৌলভীরা প্রযুক্তি বিরোধী এটা তার '' টেলিভিশন '' সিনেমার উপজীব্য ।
৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
দেখি তো পারি কিনা..... বলেছেন: আমাদের জন্য সব থেকে দুঃখের হল আমরা যতই কথা বলি না কেন এত নিম্নমানের ছিনেমা হলেও এটি হয়ত অনেক বাহবা পাবে কারণ বর্তমানে ধর্মকে পিষ্ট করে কিছু একটা করলেই সেটা দেশের ছিনেমাপ্রেমি সাধারন মানুষের কাছে কদর না পেলেও সমালোচকদের মন ঠিকই ভরে দেয় আর দেশের বাইরের পুরষ্কারতো একটাও হাতছাড়া হয়না। ...,....সহমত
এই খবিশ পরিচালক গুলো ধর্ম কে কটাক্ষ করে ছবি বানায়, আর পার্শ্চাত মিড়িয়া আর আমাদের প্রথম আলোর বাহবা পায়।
৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
স্পেলবাইন্ডার বলেছেন: হুমায়ূন আহমেদের কাজের মান নেমে গেছিল এক শাওনের পাল্লায় পড়ে- আর ফারুকীর মত লোক সারাদিন চ্যালাচামুন্ডা বেষ্টিত হয়ে কি বালছাল তৈরি করবে সেটা কিন্তু আগেই বোঝা যায়....
৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮
লাল সবুেজ বলেছেন: লেখককে অভিনন্দন।
সমালোচনাটা অবশ্যই যৌক্তিক।
ধর্মের টুটি চেপে ধরে নগ্নতাকে বাজিয়ে নাও,
সভ্যতার এই নিয়মেই সাফল্যের পসরা সাজাও।
সহমত>খেয়াঘাট,গ্রাম্যবালিকা।
৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
মাসুম আহমদ ১৪ বলেছেন: যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে।
যদি এটা সত্য হয় তাহলে এটা আসলেই একটা মজার ব্যাপার হবে
৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
সেখঃজাকিরহোসেন বলেছেন: dekbho na dekbhona chinta korteci
৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ছবিটি দেখার ইচ্ছে ছিল। এখন মনে হচ্ছে এইসব ছবি দেখার চেয়ে ঐটাকা দিয়ে বাদাম খেলে আরো ভাল হবে।
ভাল পয়েন্ট তুলে ধরেছেন। ফারুকী অশুদ্ধ কথা বলে নিজেকে স্মাট ভাবছে। আসলে যাদের ভাষা জ্ঞান নেই তারা ক্ষ্যাদ
৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
ভুং ভাং বলেছেন: যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে। B:-)B:-)B:-)B:-)B:-)B:-)B:-)B:-)
৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
শার্লক বলেছেন: ফরুকীর নাটক তো দেখি না আর মুভি তো বহুত দূর কি বাত হ্যায়। ব্যাটা কোন পরিচালক হইলো। মাথা উপরে যেমন টাক, তেমনি মাথার ভিতরেও মগজ শূণ্য।
৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
ফজলে রাব্বি জেমস বলেছেন: আমি মনে করেছিলাম বাংলা সিনেমার একটা নতুন দিগন্তর সূচনা হয়েছে । অনেক আশা নিয়ে রাত ৯ টা ৩০ এর শো তে ঢুকলাম ১৬ জন বন্ধু ৮ জন ছোটভাই আর অনেক বড়ভাইদের নিয়ে ( প্রচণ্ড
ঠাণ্ডা উপেক্ষা করে) কিন্তু ফারুখি সাহেব আমাদের যা দিলেন। একটি বস্তাপচা সিনেমা উপভোগ করলাম আর ফিরলাম শীতে কাপতে কাপতে।
৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
মাসুদ মারুফ বলেছেন: আমার কাছে এখানে ইসলাম নিয়ে আপত্তিকর কিছুই দেখী না। যদি একজন পীরকে ফুটিয়ে তুলে ধরা হয়, তখন সবাই কি বলবেন? হায় হায় ইসলামকে বাজে ভাবে দেখান হয়েছে?
চেয়ারম্যান এখানে গোড়া টাইপের মানুষ, তার ঘটনাগুলোই এখানে বলা হয়েছে, এতে সমস্ত মুরুব্বীকেই গোড়া যেমন বলা হয়নি তেমনী সবাই যে এসন তাও বলা হয়নি।
যদি তাই হত, তাহলে "লালসালু"কে কি বলবেন? বইটি ইসলামকে ছোট করবার জন্যে লেখা হয়েছে?
মজিদকেই কি প্রকৃত ইসলামী আদর্শ ধরে নিয়েছেন সবাই?
আসল সত্য বাস্তবেই আমাদের দেশে অগাছা পীরের সংখ্যা বেশী, শিক্শার চাইতে অজ্ঞতাই বেশী্ । চেয়ারম্যান সেরকমই একজন ব্যক্তি, যিনি মসজিদের ইমামের চাইতেও বেশী বুঝতেন, একপর্য়ায়ে বলেন , "দুইডা কিতাব পইড়া কি সব বুঝে ফেলাইছ?" এজাতীয় কথা।
হাসি লাগে "এই খবিশ পরিচালক গুলো ধর্ম কে কটাক্ষ করে ছবি বানায়" জাতীয় কথা শুনে।
যখন মোবাইল কোম্পানীগুলো অসভ্যতাকে প্যাশন বানিয়ে প্রতিটি দিন প্রচার করে চলে তখন আমাদের মুখ বন্ধ থাকে। যখন দাবাং আর মুন্নি যুবকদের শেষ করে তখন কিছুই জানেনা সবাই, এগুলো অসভ্যতা নয়।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
ফজলে রাব্বি জেমস বলেছেন: কোথায় লালসালু আর কোথায় এইটা। একটু পরে তো দেখতেসি হাজার বছর ধরে, বোবা কাহিনী এসব এর সাথে মিল বের করবেন।
৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
আঠারো বছর বয়স বলেছেন: ওভাররেটেড ফারুকী আরেকটা নাটক বানালো মনে হচ্ছে।
৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
একজন ঘূণপোকা বলেছেন: মজার ব্যাপার হল যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে।
তাহারাতো নাটক বানিয়ে বলে আমরা সিনেমা বানিয়েছি।
চ্যানেল আই, মতি কাকু রাই সব ঠিক করে দেয়, কোনটা সিনেমা আর কোনটা না,
বাংলা সিনেমার াজকের এই দষার জন্য তারা ওনেক টা দায়ি
আর মাইর খায় একজন জলিল।
৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
মারুফ মুকতাদীর বলেছেন: কিছু অসঙ্গতি আছে, তবে যেভাবে বলছেন, ততটা কখনোই না।
আমি হয়তো কম বুঝি আপনার চেয়ে কিন্তু এই মুভি ইতিমধ্যেই এমন সব মানুষের প্রসংসা পাইছে, তারা আপনার চেয়ে একটু হলেও ভাল বোঝে বলেই আমার ধারণা।
দাবাং টাইপ মুভি আশা করে অথবা দাদাবাবুদের লিপস্টিকমার্কা মুভি দেখার রুচি নিয়ে হলে গেলে হতাশ হবেন, এটাই স্বাভাবিক!
৪৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
হুমায়ুন তোরাব বলেছেন: ami hindi english movie dakha bad diye disSi oslilotar jnne kin2 ekhno purapuri sarte parinai..12 bsr ovvas ki r etw sohoje sara jai.jai hok ek2 age cenema ta dakhlam..
khrap blbo na cenema ta.tobe tv te hajj dakhe chairman kivabe ALLAHr kase gelen ami bujhlam na. tasara sohomot apnar ste..
৪৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
২০১৩ বলেছেন: ফারুকিরে আমি বলদের ও নিচের মানে দেখি, কোন মান নাই সিমপ্লি নতুন কিছু করার নামে কাটা চামচ দিয়ে গু খাওয়া।
৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
শামীম ইসলাম বলেছেন: কিছু অসঙ্গতি আছে, তবে যেভাবে বলছেন, ততটা কখনোই না।
আমি হয়তো কম বুঝি আপনার চেয়ে কিন্তু এই মুভি ইতিমধ্যেই এমন সব মানুষের প্রসংসা পাইছে, তারা আপনার চেয়ে একটু হলেও ভাল বোঝে বলেই আমার ধারণা।
দাবাং টাইপ মুভি আশা করে অথবা দাদাবাবুদের লিপস্টিকমার্কা মুভি দেখার রুচি নিয়ে হলে গেলে হতাশ হবেন, এটাই স্বাভাবিক!
৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
এ্যাংগরী বার্ড বলেছেন: হুম্, ভেবে দেখার বিষয়। আপনার কথায় যুক্তি আছে।
৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
ছাই তানিম বলেছেন: ভাই, আপনি কি ছবিটা দেখতে ১০ মিনিট পরে হলে ঢুকেছিলেন নাকি ? ছবিটা তো শুরুই হয় ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে বসে প্রবাসী বাবার সাথে তিশার চ্যাটরত অবস্থায় !! তো, পরে চ্যাট করলে সমস্যা কি ? আর, আরেকটা কথা, পুরো ছবিটার কোথাইয় বলা হয়েছে, এই গ্রামের কেউ কখনো টেলিভিশন দেখেনি ? হয়তো আগে সবাই দেখতো, কোন ঘটনাপ্রবাহে সেটা নিষিদ্ধ হয়েছে । পুরো জীবন তো আর সিনেমা পরিচালকের দেখানোর দায়িত্বে পরে না ! আর, আঞ্চলিক ভাষা ব্যাবহার করায় বোধগম্য হয় নি, বাহ্, আপনি তাহলে আশা করেন, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের লোকেরাও আজ-কাল শান্তিনিকেতনী ভাষায় কথা বলবে ? আর, ধর্মকে পিষ্ট কোথায় করলো, কিছুই তো বুঝলাম না। যাই হোক, হলেও হতে পারে, একটা কথা বলি, একবার শাকিব খানের এক ছবিতে দেখি, ওরে গুণ্ডারা গুলি করে আর ওর গলায় 'আল্লাহু' লেখা তাবিযে গুলিটা লেগে ও বেঁচে যায় ! আর, এরপরই, পাতায়াতে নায়িকার সাথে সে কি নাচ !! সেটা নিশ্চয়ই ধর্মকে খুব সাপোর্ট দেয়া, না ??
আর মানুষ কি সিনেমা হলে যায় সিনেমার ভুল দেখতে ? হলিউডে বেশ কিছু সাইট আছে মুভি মিসটেক নিয়ে । ওরা হাস্যকর সব ভুল তুলে ধরে বিভিন্ন ছবির, কিন্তু তাতে কি, ছবির ইনকাম তাতে কমে না অস্কার হাতছাড়া হয় ? বিনোদন/আনন্দ পেতে হলে সিক্সথ সেন্সের বাড়াবাড়িটার রাশ টেনে ধরাই ভালো !! জানেন তো বোধহয়, homer sometimes nods. আর, পুসানের চলচ্চিত্র সমালোচকরা নিশ্চয়ই গাধা-টাইপ কেউ নন । এটলিস্ট কিম কি দুক নিশ্চয়ই নন, কারণ, আমি তার ছবি দেখেছি । এই ব্যাক্তি যেটাকে 'গুড ফিলিম' বলে, সেটা অবশ্যি 'একটা কিছু' !!!
যাই হোক, ছবিটা কেমন, সেটা আপেক্ষিক ব্যাপার । ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে । তবে অযথা সমালোচনা করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিরই একটা প্রোডাকশনকে বাম্প করাটা কতটা ভালো ব্যাপার, কে জানে ?
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
খেয়া ঘাট বলেছেন: ভালো পয়েন্টঃ
যে গ্রামে আজ পর্যন্ত কোনও মানুষ টিভিই দেখেনি সেখানে চেয়ারম্যানের ছেলে তার গ্রামেরই প্রেমিকার সাথে স্ক্যাইপ চ্যাট করে ।
সব থেকে বড় অসঙ্গতি হল ধর্মান্ধতার জন্য চেয়ারম্যান কোনও দিন ছবি তুলেননি অথচ ছবি না তুলে কিভাবে ২০১৩ সালে চেয়ারম্যান হওয়া যায় সেটা ছিনেমার পরিচালক, লেখকরাই ভাল বলতে পারবেন ।
ধর্মের টুটি চেপে ধরে নগ্নতাকে বাজিয়ে নাও,
সভ্যতার এই নিয়মেই সাফল্যের পসরা সাজাও।