নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফজলে রাব্বি জেমস

ফজলে রাব্বি জেমস › বিস্তারিত পোস্টঃ

বরাবর কর্তৃপক্ষ, কোটা’র বিনিময়ে চাকরি দান না করে অন্য কোনভাবে প্রতিদান দিন।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

মেধাতালিকা তৈরিতে অপেক্ষাকৃত কম মেধাবীকে তার চেয়ে বেশি মেধাবী থেকে অগ্রাধিকার দিয়ে ন্যায়সঙ্গত ভাবে জনসম্মুখে যে অন্যায় করা হয় তাকেই আমরা “কোটা” নামে জানি। তবে আমদের এই উন্নয়নশীল দেশে বিভিন্ন মেধা যাচাইয়ের ক্ষেত্রে কোটা’র প্রয়োগ কিন্তু বেশ সমাদৃত। বিশেষকরে বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই কোটা’র দোহাই দিয়ে প্রকৃত মেধাবীদেরকে যথেষ্টভাবে অবমূল্যায়নই করা হচ্ছে। এখন কথা হচ্ছে যাদের (নারী, মুক্তিযোদ্ধা, উপজাতি ইত্যাদি) কোটা ভিত্তিতে সুবিধা দেওয়া হচ্ছে তারা তো অবশ্যই বিশেষ সুবিধার দাবিদার। হ্যাঁ, সেজন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ইত্যাদি বিভিন্নভাবে সহযোগিতা ও সম্মানিত করা যেতে পারে তবে তাদের সুবিধা প্রদানের নামে প্রকৃত মেধাকে অবমূল্যায়ন করার অধিকার প্রশাসনের নেই। তবুও যারা সবসময় “কোটা চাই”, “কোটা বাড়ানো হোক”, “ক্ষমতায় এলে কোটা বাড়ানো হবে”, “আমরা এত গুন কোটা বাড়িয়েছি” ইত্যাদি ইত্যাদি বলে চেচামেচি করেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করব ক্ষমতা থাকলে যেন তারা উত্তর দেয়।

“১৯৭১ সাল। ৭ বছরের একটা শিশু, ঘরে ৫৫ বছর বয়সের চলাচলে অক্ষম অসুস্থ বাবা। ২০১৩ সালে ঐ শিশুটিই ৪৯ বছরের এক পিতা এবং তার ২৬ বছর বয়স্ক সন্তান এবারের বিসিএস পরীক্ষায় যা নম্বর পেয়েছে তাতে শূন্য আসনের হিসেবে মেধাতালিকায় তার শেষ অবস্থানটি পাওয়ার কথা। কিন্তু তার থেকে অনেক নাম্বার কম পাওয়া এক প্রার্থীর কাছে মুক্তিযোদ্ধা কোটার জন্য ছেলেটিকে সেই অবস্থানটি হারাতে হল। এখন ২০১৩ সালের এই ছেলেটি ১৯৭১ সালে যার জন্মই হয়নি, যার পিতা ১৯৭১ সালে ছিল মাত্র ৭ বছরের শিশু, দাদা ছিল চলাচলে অক্ষম, সেই ছেলেটি উপযুক্ত মেধা থাকা সত্তেও শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার জন্য কেন ক্ষতিগ্রস্ত হবে? কেন?? কেন??

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: মুক্তিযোদ্ধার সন্তানরা কেন কোটা পাবে না ? X(( X(( X((

যারা যুদ্ধে না গেলে এ দেশে কোন কর্মক্ষেত্র সৃষ্ঠি হত না, তাদের সন্তানদের নিয়া এত মাথাব্যাথা ক্যান ?



বাল পুস্ট X( X( X( X((

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

ফজলে রাব্বি জেমস বলেছেন: আগে পুরো লেখাটা ভালোভাবে পড়েন তবে লেখাটার মর্ম বুঝতে পারবেন। না বুঝে আজেবাজে কমেন্ট করা বাদ দিন।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

রাকীব হাসান বলেছেন: লেখক বলেছেন: আগে পুরো লেখাটা ভালোভাবে পড়েন তবে লেখাটার মর্ম বুঝতে পারবেন। না বুঝে আজেবাজে কমেন্ট করা বাদ দিন।

শিরোনামটা বাদ দেবেন না !!!!

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আমি না পইড়া মন্তব্য করি নাই....
বুইঝা হুইন্যা তার পর করছি...

অন্য কিভাবে প্রতিদান দেবে শুনি....

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ফজলে রাব্বি জেমস বলেছেন: যদি বলেন

ভাই আমি না পইড়া মন্তব্য করি নাই....
বুইঝা হুইন্যা তার পর করছি...
তাহলে আবার জিজ্ঞেস করেন কেন

অন্য কিভাবে প্রতিদান দেবে শুনি....

এখন কথা হচ্ছে যাদের (নারী, মুক্তিযোদ্ধা, উপজাতি ইত্যাদি) কোটা ভিত্তিতে সুবিধা দেওয়া হচ্ছে তারা তো অবশ্যই বিশেষ সুবিধার দাবিদার। হ্যাঁ, সেজন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ইত্যাদি বিভিন্নভাবে সহযোগিতা ও সম্মানিত করা যেতে পারে তবে তাদের সুবিধা প্রদানের নামে প্রকৃত মেধাকে অবমূল্যায়ন করার অধিকার প্রশাসনের নেই

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

ফজলে রাব্বি জেমস বলেছেন: আর একটা কথা ভাই, মুক্তিযোদ্ধার সন্তানেরা এত প্রতিদান প্রতিদান করে কিন্তু যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু এইরকম প্রতিদানের আশায় যুদ্ধ করেনাই। প্রবাদটা আবার সত্যি হল "সুজনের ঘরে কুজন"।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

নুসরাত আহসান বলেছেন: আচ্ছা ভাই বলেনতো বিসিএস বা অন্য যেকোনো চাকুরীর পরীক্ষায় প্রিলিমীনারী বা লিখিত পরীক্ষাতে যাদের কোটা আছে তাদেরকে কি কোটা ভিত্তিতে পাশ করায়;নাকি প্রিলিমীনারী বা লিখিত পরীক্ষায় সবার সাথে সমানভাবে প্রতিযোগীতা করে পাশ করে তারপর ভাইভাতে যেয়ে তার কোটা থাকার কারণে সে অন্যদের থেকে একটু বেশি সুযোগ পায়।
কোটা থাকলেই একজন কম মেধাবী আর না থাকলেই সে দেশের সেরা ছাত্র বা ছাত্রী এই ধারনা পান কোথা থেকে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতেও কি কোটার ভিত্তিতে পাশ করিয়ে ডিগ্রী দেয়।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ফজলে রাব্বি জেমস বলেছেন: নিজেই তো বললেন
ভাইভাতে যেয়ে তার কোটা থাকার কারণে সে অন্যদের থেকে একটু বেশি সুযোগ পায়।
আমি আর কি জবাব দিব?

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

ফজলে রাব্বি জেমস বলেছেন: আর কোটা পদ্ধতিতে কিভাবে মেধা তালিকা বানানো হয় আপনার হয়ত জানায় ঘাটতি আছে। ভাইভা-লিখিত বলে কোনও কথা নাই, সম্পূর্ণ পরীক্ষা শেষে আগে মোট নম্বর হিসেবে উচ্চক্রম অনুসারে লিস্ট বানানো হয়। তারপর যদি ৫০ টা সীট থাকে এবং সেখানে যদি ১০ টা কোটা থাকে তবে ৪০ টা সীট প্রথম ৪০ জন পাবে, এবং বাকি ১০ টা সীট কোটা থেকে দেওয়া হবে। উল্লেখ্য যে এই ১০ জনের মধ্যে যদি কেউ প্রথম ৪০ জনের কারো থেকে বেশি নম্বর পায় তবে সেই ব্যক্তি কোটার পরিবর্তে সরাসরি ৪০ জনের লিস্ট এ চলে যাবে এবং ১০ টা কোটার যে আসনটি খালি হয়ে গেল ঐ আসনটি কোটা থেকেই পুরণ করা হবে। বুঝলেন।

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

ফজলে রাব্বি জেমস বলেছেন: তবুও যারা সবসময় “কোটা চাই”, “কোটা বাড়ানো হোক”, “ক্ষমতায় এলে কোটা বাড়ানো হবে”, “আমরা এত গুন কোটা বাড়িয়েছি” ইত্যাদি ইত্যাদি বলে চেচামেচি করেন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করব ক্ষমতা থাকলে যেন তারা উত্তর দেয়।
“১৯৭১ সাল। ৭ বছরের একটা শিশু, ঘরে ৫৫ বছর বয়সের চলাচলে অক্ষম অসুস্থ বাবা। ২০১৩ সালে ঐ শিশুটিই ৪৯ বছরের এক পিতা এবং তার ২৬ বছর বয়স্ক সন্তান এবারের বিসিএস পরীক্ষায় যা নম্বর পেয়েছে তাতে শূন্য আসনের হিসেবে মেধাতালিকায় তার শেষ অবস্থানটি পাওয়ার কথা। কিন্তু তার থেকে অনেক নাম্বার কম পাওয়া এক প্রার্থীর কাছে মুক্তিযোদ্ধা কোটার জন্য ছেলেটিকে সেই অবস্থানটি হারাতে হল। এখন ২০১৩ সালের এই ছেলেটি ১৯৭১ সালে যার জন্মই হয়নি, যার পিতা ১৯৭১ সালে ছিল মাত্র ৭ বছরের শিশু, দাদা ছিল চলাচলে অক্ষম, সেই ছেলেটি উপযুক্ত মেধা থাকা সত্তেও শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার জন্য কেন ক্ষতিগ্রস্ত হবে? কেন?? কেন??

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ফজলে রাব্বি জেমস বলেছেন: উত্তর চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.