নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কলম

যুতসই আত্মসমালোচনা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দয়া করে আমার পরীক্ষা নেবেন না।

ফু্যাড সারওয়ার

যুতসই আত্মসমালোচনা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দয়া করে আমার পরীক্ষা নেবেন না।

ফু্যাড সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বাগত বিদায়

২৬ শে মে, ২০১৫ দুপুর ২:৩০

প্রাচীর সমীরণ নিথর নীরব ললাটে
অগ্নিসমেত ধিক্কার জানাইয়া কহিছে,
বাছা! ইহাই কি দেখিবার ছিল!
“কি সে আক্ষেপ?” পুছে রবি।
সদাই নির্বাক, নির্বিকার, নিরস একখানা নির্বোধ আমি,
তোমাদিগের তো অজ্ঞাত হইবার হেতু নাই!
প্রাতরাশের পূর্বেই আমাদিগের মিলন হয়।
ভুলিয়া যাইওনা, কেননা আমি নিকৃষ্ট।
চাহিবা মাত্র বালাম ঘাঁটা কটু বচন
উপহার দিলে দায় আসমানেরই।
সুপ্রভাত বলিতে আর তৃপ্তি হয়না,
তথাপি হেরিবার প্রয়াশ অবশিষ্ট;
কিংবা ভুলিয়া যাও, কেননা আমি নিকৃষ্ট।
হাসি ধরিবার মত অলৌকিক আকুতি
খুঁজিবার সাধ্য থাকিয়াও নাই। প্রেমকথণ
রাত্রির কালোয় শুভ্র ধোঁয়াশায় বদলায়।
এবেলায় জন্মায়, ওবেলায় প্রাণ হারায়,
কাণনের স্বপ্ন যতনে থাক
গহীণ ঝরণাধারার অতলে,
আসমানের নীলে আর
কাঠফাটা রদ্দুরে।
আসি।
শুভবিদায়।

ফুয়াদ সারওয়ার
২৬/৫/২০১৫ ইং,
প্রথম প্রহর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.