![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
উন্নয়নের জোয়ার এসেছে
কর্মীরা সব সোচচার ,
ককটেল বোমা গ্রেনেড ফাটছে ,
কর্তা বলেন দরকার ।
গদির পায়ে ঘুন ধরেছে ,
বোঝে না কেবল সরকার।
হূংকার ছেড়ে কর্তা এসেছে ,
বসেছে বিশাল দরবার ।
কে বা কারা এসব করছে
ঝড়ো তল্লাশী দরকার ।
কর্মীরা সব গর্তে ঢুকেছে
জনদূর্ভোগ বারবার ,
অপরাধ করে সটকে গেছে
কর্মীরা ,সীমানার ঐ পার
কর্তা বলেন বেশ করেছে
কর্মী ,এমন ই দরকার।
উন্নয়নের বিশাল ফর্দে ,
জনতার হাহাকার ।
কর্মী রক্ষার কর্মযগ্মে ,
মানবতা ছারকার ।
অপরাধের মিছিল বসেছে
মাঠে বন্দরে দূর্বার ,
কর্তা বলেন ভয়টা কিসের ?
আছে না তোদের সরকার !
©somewhere in net ltd.