![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
শান্তিপ্রিয় বাঙাল মোরা
মনটা অতি সরল ,
তবে প্রাপ্য মোদের বুঝে নিতে
বুকে রাখি বল ।
জীবন দিয়ে আনতে পারি ,
স্বাধীন স্বর্গ-ফল ।
আমার প্রাপ্য জল নিয়ে,
করছে যারা ছল।
বন্ধু বেশে আমার মূখে ,
কে তুলে দেয় গড়ল ।
হোক না সে দাদার দাদা
হোক না সে মোড়ল ,
প্রয়োজনে জীবন দিতে
চলব দলে দল ।
আবার না হয় আসবে নেমে
লাল লোহিতের ঢল ।
তবু মোরা ছাড় দেব না ,
একটি ফোটা জল ।
©somewhere in net ltd.