![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
অশ্রুসিক্ত চোখের পাতা ,ভাষা যেথায় মূক ।
গদির খেলা খেলে ওরা , শূন্য মায়ের বুক ।
পোড়ে আমার বাবার স্বপ্ন ,মলিন বোনের মুখ ।
আম-জনতার কপাল পরে, বাড়েই শুধু দুঃখ ।
রাজায় রাজায় মল্ল যুদ্ধ ,প্রজার ভালে শোক ।
কোন সে নীতির ধোঁকায় পড়ে ,জিম্মি দেশের লোক ?
মানবতার দিচ্ছে দোহাই, রক্ত চোষা জোঁক !
মুক্তি মুক্তি চেঁচিয়ে মরে , কোথায় সে সব লোক ?
স্বাধীন হওয়ার স্বাদ পেয়ে ফের , ঝাপসা কেন চোখ ?
©somewhere in net ltd.