![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
আমলা- নেতা মন্ত্রিরা আজ ,ছাড়ছে জোরে হাক ।
নতুন করে দিচ্ছে তারা , দিন বদলের ডাক ।
উন্নয়নের ফসল কাটে ,এমন ইঁদুর দল ,
ফাঁদে ফেলে মারতে তাদের ,আনবে কিনে কল !
তবেই জাতি দেখতে পাবে, দিন বদলের ফল ।
এই না বলে জন নেতা ,করছে নানা ছল ।
খাল কেটে ঐ আনছে ডেকে,কুম্ভ-সাপের দল ।
হচ্ছে যে লুট পরের ধনের , হচ্ছে জবর-দখল ।
এমন করে দেশ চালালে, সব হবে রে নকল ।
উন্নয়নের পন্থা গুলোর , শেষটা হবে বিকল ।
যদি আসলটা কে পায়ে ঠেলে, আঁকড়ে ধরে থেলে।
ভিতরটা কে না পালটিয়ে ,পাল্টে কেবল শকল ,
এভাবে কি যাবে আনা , কথিত "দিন বদল " ?
©somewhere in net ltd.