![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
তোর চাহনিতে দেখেছিলাম
নীলিমার অসীমতা ,
আর ছলছল নেত্রকুল যেন
মেঘ থেকে বারি বর্ষনে ব্যাকুল ।
চোখের তারাগুলো যেন সমুদ্রের
গভীরের কালো আধারে ঢাকা ।
ঐ নেত্র পল্লব যেন রেশমি সূতোয়
বোনা বাতায়নের শর্শি ।
তাই বুঝি আমার দৃষ্টি বাধাঁ পড়ে গেল
কোন এক মোহনীয় মুগ্ধতায় ।
আসবে কী তুমি আমার ভুবনে ,
কল্পিত বসুধায় ।