![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
" বিজয় নিশান "
হে অবোধ যুবক নাড়াও টনক
উঁচু কর আজ তোমার শির
দেখ না তোমার চারপাশে কতো
শত্রু সেনারা করেছে ভীর ।
হও হুশিয়ার, হাতে লও হাতিয়ার
হয়ে যাও আজি যোদ্ধা বীর,
নইলে তোমার বুক ভেদে যাবে
শত্রু সেনার তীক্ষ্ণ তীর।
বান ডেকেছে ফের নীল দরিয়ায়
বদরে আবার যুদ্ধ জোয়ার !
কে আছো জোয়ান, লও হাতিয়ার
আজকে বিজয় হবেই তোমার ।
সমরে রেখে জীবন বাজি
থাক যদি রণে দৃড়পদ,
রণাঙ্গনে তুমি হবেই জয়ী
শত্রুরা হবেই ভীরুপদ।
তাই যুবা ওরে হও আগুয়ান
আঁকড়ে ধরে সত্য সোপান
ছেড়ে জড়তা, ধর বিজয়ের গান
উচু কর শির, বাঁচাও ঈমান
দিকে দিকে দেখা যাবে ফের
ইসলামেরি বিজয় নিশান !!!
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।