![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
" জাগো মুসলিম "
মুসলিমেরা সুষুপ্ত কেন
জেগে জেগে ধরা মাঝ ?
ঘুমিয়ে ঘুমিয়ে হারায়েছে সবি
গগনে যে কালো সাঁঝ !!
দিকে দিকে তারা নিপিড়িত
বুনো কাফেরেরা করে রাজ !
আর কতকাল অপমান সয়ে
বয়ে যাবে হীন লাজ ।
দেয়ালে ঠেকেছে পিঠ
ভেংগে ফেল জড়া তাজ !
এসেছে সময় ঘুরে দাঁড়াবার
সময় হয়েছে আজ !
রক্ত চক্ষুর কর নাকো ভয়
ললাটে রেখো না ভাঁজ !!
সুপ্তি ভেংগে হও আগুয়ান
পড়ে নাও রণ সাজ ।
বাজুক আবার বদর দামামা
মুছে যাক কালো সাঁঝ !
ঈমানের নুরে আলোকিত হয়ে
সাজুক ধরনী রাজ !!!
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।