![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
মায়ের নেত্রকোনে ওরে
অশ্রু-ফোয়ারা নামে
এ মাটির শেকড় ছিড়ে
অলিক আশায় ভেসে,
মায়ের আঁচল থেকে
আধারে যাসনে খশে,
ভুল করে তোরা ওরে
হারায়ে যাসনে দূরে ,
দেশের গর্ব হয়ে
শিরদ্বারা উঁচু করে,
আবার আসবি ফিরে
স্বদেশ মাটির নীড়্
আদি-অন্ত ঘুরে
বিশ্বটা জয় করে ।
©somewhere in net ltd.