নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" ভাবনার দেয়াল \"

ফয়াদ খান

আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।

ফয়াদ খান › বিস্তারিত পোস্টঃ

কলুষমুক্ত ধরার সন্ধানে

২৯ শে জুন, ২০২০ দুপুর ২:৪৫


কলুষমুক্ত ধরার সন্ধানে

অদৃশ্য এক শিকলে আজ পুরো পৃথিবী আবদ্ধ
ক্ষমতার ধ্বজাধারীরা যেখানে নিরব নিস্তব্ধ ।
অশুভ হুংকারে যারা দুনিয়াবাসিকে শাসাত
তারাই এখন এক অনুজীব ভয়ে ক্ষত-বিক্ষত ।
ক্ষমতার মোহে শোষতে ধরা করতো নানান ফন্দি
বিধাতার ক্ষুদে সৃষ্টির ভয়ে ওরা সেচ্ছায় গৃহ বন্দী ।
মোড়ল সেজে এ ধরার কায়েম করেছ সীমাহীন অন্যায় ,
অসহায় কত আহাজারি করে, নিভৃতে অশ্রু ঝড়ায় ।
বাস্তুহারা কতো মজলুম আজো দিশেহারা দুঃখ বন্যায়।
আপন হারা কত সহশ্র প্রান চুপিসারে ভাসে কান্নায় ।
সন্তান হারা জননীরা আজো কেঁদে কেঁদে বুক চাপড়ায় ,
ধরার নিকৃষ্ট নির্লজ্জ অসভ্যরা, সভ্যতার বুলি আওড়ায়।
হে বিশ্ববাসী! শুনছো কী, ঐ মুমূর্ষু শিশুর আর্তনাদ
বোমার আঘাতে ভয়ার্ত ক্ষত-বিক্ষত রক্তাক্ত দু'টি হাত।
একমাত্র সন্তান হারা ফিলিস্তিনি মায়ের নির্ঘুম শতরাত
অন্যায় রোধে সোচ্ছার কাশ্মীরী যুবার নির্ভিক রণ নাদ।
ইরাক ইয়েমেন সিরিয়া লিবিয়া ফিলিস্তিন ও আফগান
ক্ষুধার্ত বুভুক্ষু কোটি মানবের অশ্রুসজল আহবান !!
সমুদ্রের জলে নিস্প্রান ভাসে অগনিত শিশু আইলান ।
প্রাচুর্যের বিলাসিতায় মত্ত তুমি, আছো হয়ে অজ্ঞান ।
বিবেকের দ্বার খুলবে কি আর , জালিম কি হবে নাশ?
আসবে কি ফের ধরার বুকে কলুষ মুক্ত প্রান ???

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.