![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
বাহুদ্বয় উঁচু করে ভাবে দুর্মুল ,
আমি বীর বাহাদুর দলি শত রুল ।
আইনটা কে দলে যাওয়া খুবই সিম্পল,
কৌশলে বেঁচে যাই রেখে দুইকুল ।
নীতিটাকে দূরে রেখে দুর্নীতি মুল ,
ঝোপ বোঝে দেই কোপ,সবি নির্ভুল ।
এভাবেই আছি বেশ ,নেই যার তুল ।
ধরাটা কে সরা জ্ঞানে পাল্টাই ভোল ।
সহসাই ফোটে যদি সু-নীতির ফুল ,
সততার হাতে পড়ে ক্ষমতার মুল !
দুর্জন উড়ে যাবে ,হবে নির্মূল ।
এই আশা নিয়ে কবি সদাই ব্যাকুল !!
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।