![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মহাপরাক্রমশালী একক স্রষ্টার গোলাম ।সত্য ও সুন্দরের পক্ষে আমার সুদৃঢ় অবস্থান ।
রুপ যৌবন দিচ্ছ ঢেলে
দুই টাকার ঐ গিফট পেয়ে ।
ভাবছো ভীষণ ভালবাসে তোমায়,
আসলে সে ফাঁদ আঁটে !!
সুযোগ পেলেই ধোকা দিয়ে
নিয়ে নিবে সব লুটে
ভেগে যাবে প্রেমিক তোমার
আগা -গোড়া সব খেয়ে ?
থাকতে সময় হও হুশিয়ার
নইলে শেষে সব যাবে !!
পরিতাপে পুড়বে তখন
দূর্বিষহ দিন হবে !!
বোনটি আমার করিস নে ভুল
জাত- কুল তোর সব যাবে !!
ক্ষনিক মজায় সব হারিয়ে
কেঁদে -কুটে আর কী হবে?
২| ৩০ শে জুন, ২০২১ দুপুর ২:৫২
খেলাঘর০২ বলেছেন: নতুন টপিক নাই?
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০২১ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এক সংগে দুইটা পোস্ট দেয়া নীতি বিরুদ্ধ