নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষার পালা শেষ-----

http://vutoo.blogspot.com

ফিউজিটিভ

জাতিসংঘের কোন এক সংস্থায় কর্মরত। [email protected]

ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

BASEL এ একদিন...

০৪ ঠা মে, ২০১৬ রাত ১:৫৫

বাজ্জল (Basel, Switzerland) শহরে ঘুরাঘুরির শুরুতেই আমি আমার প্রিয় মাংকি ক্যাপ আর ছাতাটা হারিয়ে ফেলি। ব্যাপারটা ঘটে তাড়াহুড়া করে ট্রামে উঠতে গিয়ে...

সেদিন মাঝেমাঝে বেশ তুষারপাত হচ্ছিল।

অাজব এই শহর। এই রোদ, এই বৃষ্টি আবার হঠাৎই তুষারঝড়। বুদ্ধি করে ছাতাটা নিয়েছিলাম তাই রক্ষা। St-Louis Grenze স্টেশনে ট্রামের টিকিট কেটে তাড়াহুড়া করে উঠে দেখি ওগুলো আনা হয়নি। ওদুটো পাশে রেখে টিকিট কাটছিলাম।

যাই হোক Johanniterbrücke স্টেশনে নেমে ব্রীজ পার হয়ে উল্টো দিকে Feldbergstrasse এ এলাম। আবার ট্রামে উঠব - এবার গন্তব্য Kleinhüningen। এখান থেকে একটু হাটলেই Germany, French আর Switzerland এর বিখ্যাত Tripoint। রাস্তায় দাড়িয়ে আছি। বুঝতে পারছিলামটা স্টেশনটা কোথায়। এদিকে ট্রাম চলে এসেছে পেছনে। চট করে একটা সেলফি তুলে ফেললাম। তারপর দ্রুত সামনের দিকে হাটতে শুরু করলাম।

ট্রামটা আমাকে পেরিয়ে বেশ খানিকটা দুরে গিয়ে থেমে গেল।

আমি আরো দ্রুত হাটতে শুরু করলাম - যদি ধরতে পারি!

ট্রামের শেষ বগির পেছনের গেটটা দিয়ে একজন বৃদ্ধা নামলেন। মিনিমাম ৭০ বছর তো হবেই। আমার কাছাকাছি এসে হঠাৎ উল্টো ঘুরে আবার ট্রামের দিকে একরকম দৌড়ুতে শুরু করলেন। আমি ভাবলাম নিশ্চয়ই বুড়ি ট্রামের ভিতর কিছু ফেলে রেখে এসেছেন।

ট্রামের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি সুইচ টিপে আবার খুললেন। ইতোমধ্যে আমি দরজার প্রায় কাছে। অবাক কান্ড! তিনি ট্রামে না উঠে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন! আমার দিকে তাকিয়ে বিগলিত হাসি উপহার দিলেন। আমার জন্য দরজাটা খুলতে পেরে উনি ভীষন খুশি।

আমি অবাক! উনি ফিরে এসেছেন আমাকে ট্রামটা ধরিয়ে দেবার জন্য !!

বিষ্ময়ে হতবাক আমি। উনি কিভাবে বুঝলেন আমি ট্রামে উঠতে যাচ্ছিলাম? কি জানি... হয়তো খেয়াল করেছেন আমার হাতে ট্রামের টিকিটটা। তবে এত দ্রুত সিদ্ধান্ত নিলেন কিভাবে সেটাও বোধগম্য হল না। আমি তাড়াহুড়া করে ট্রামে উঠে ফিরে তাকিয়ে আর তার দেখা পেলাম না। ইতিমধ্যে ট্রাম ছেড়ে দিয়েছে...

আমার চোখ ভিজে উঠল... সত্যিই...

এই বিদেশ বিভূইয়ে একজন অপরিচিত মাতৃতুল্য মহিলার এই কান্ড আমার সারাজীবন মনে থাকবে...

মন্তব্য ১৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ২:৫৫

অর্ক বলেছেন: ভাল লাগল।

২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:৪৫

মহা সমন্বয় বলেছেন: তুষারপাত আমার ভাল লাগে। মাঝে মাঝে তুষারপাত নিয়ে পোষ্ট দিবেন আশা করি। :)

৩| ০৪ ঠা মে, ২০১৬ ভোর ৪:১৯

কোলড বলেছেন: Do you live in Basel? I might make a trip there in a month or two.

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:০১

ফিউজিটিভ বলেছেন: না.

৪| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:১১

অতৃপ্ত রবি বলেছেন: Really fantastic!!! :D

৫| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:২০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অভিজ্ঞতা ,কিছু ছবি যোগ করবেন আশা করি :)

৬| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪৮

ফয়সাল রকি বলেছেন: মহিলার প্রতি যে আপনি কৃতজ্ঞ তা বোঝাই যাচ্ছে সামুতে ৩ বছর পর পোষ্ট করাতে (যদি মাঝের পোষ্টগুলো ড্রাফট না করে থাকেন)!
ভাল লিখেছেন কিন্তু সেলফিটা আপলোড করলে আরো ভাল হতো। আর কঠিন কঠিন দাঁতভাঙ্গা নামগুলো (স্টেশনের নাম... জায়গার নাম...) বাংলায় লিখলে আমার মতো নাদানদের একটু সুবিধা হতো। +++

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:১৭

ফিউজিটিভ বলেছেন: ভাই, স্টেশনের নামের সঠিক উচ্চারন জানিনা বলেই কপি পেস্ট মেরেছি...
তিন দেশের মিলনস্থল বলে উচ্চারনগত অনেক পার্থক্য দেখা যায়... যেমন, Basel এর উচ্চারন বাজ্জল (জার্মান ভাষায়), আর ফ্রান্সের বাসিন্দারা বলে 'baal'

৭| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৪৮

পুলহ বলেছেন: আপনার লেখা চমৎকার, মনে হচ্ছিলো যেনো পশ্চিমের কোন গল্প-উপন্যাসের ভূমিকা পড়ছি...
ভালো লাগলো আপনার ট্রাম-কথন।

৮| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৪২

ফয়সাল রকি বলেছেন: Basel এর উচ্চারন বাজ্জল (জার্মান ভাষায়), আর ফ্রান্সের বাসিন্দারা বলে 'baal'... হে হে হে।
তবে Basel দেখে প্রথমে ভেবেছিলাম ব্যাংকিং সংক্রান্ত Basel ১,২,৩ কি না.... B-))

৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৩৬

সুমন কর বলেছেন: ছবি দিলেন না !!

১০| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:০৮

বাড়িতারবাংলা বলেছেন: ঘ্রাণেই যেমন অর্ধ ভোজন তেমনি ছবি দেখেই অর্ধ ভ্রমণ।পরেরবার ছবি দিতে ভুলবেন না।

১১| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেকদিন মনে থাকবে আপনার মত আমারও। +++

১২| ০৫ ই মে, ২০১৬ রাত ২:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: কিছু ছবি দিতেন তাহলে পড়ার সাথে ছবি দেখে আরো ভালো লাগতো।

১৩| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৪

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: এককথায় খুব ভাল লেগেছে, ছবি দিলে আরো সুন্দর উপস্থাপনা হতো আমরা পাঠকেরা ছবি দেখে ভ্রমণ হয়ে যেতো।

১৪| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:২৬

ফিউজিটিভ বলেছেন:



১৫| ০১ লা জুন, ২০১৬ ভোর ৪:৪৯

গেম চেঞ্জার বলেছেন: Basel এর উচ্চারন বাজ্জল (জার্মান ভাষায়), আর ফ্রান্সের বাসিন্দারা বলে 'baal'... হে হে হে।


হাঃ হাঃ হাঃ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.