![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-------- কান্না ----------
---------------------------
বৃষ্টির মত করে
কাঁদতে আমি পারি না ,
অথচ জমে থাকা
হৃদয়ের অজস্র মেঘ ;
কখনো বৃষ্টি ;
আবার কখনো
ঝরে পরে ; বজ্র হয়ে ।
নিস্তব্দ নিরব রাতে
যখন কলম হাতে ;
একাকি আমি ,
হৃদের মেঘেরা তখন ;
শব্দ করে এলোমেলো ,
সূর তুলে তানপুরাতে ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭
ফুল বানু বলেছেন: ধন্যবাদ রাজু সাহেব
২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৮
গর্বিত মুসলিম বলেছেন: খুব সুন্দর।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
ফুল বানু বলেছেন: ধন্যবাদ গর্বিত ভাই
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
নব ভাস্কর বলেছেন: ভাল লাগলো।
কাঁদতে হবে
নইলে যে বুক বাঁধতে হবে।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
ফুল বানু বলেছেন: ফাগুন মাসেও আগুন উঠে
কান্নায় যেন লাভা ছুঠে
কাঁদব কেমন করে ?
কান্নার জল আগুন হয়ে
যায় যে উড়ে দূরে ।
--------------------
ধন্যবাদ ভাস্কর ভাই ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮
কবীর বলেছেন: ভাল লাগলো
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪
ফুল বানু বলেছেন: ধন্যবাদ কবীর ভাই ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬
নব ভাস্কর বলেছেন: লাভাই তো আগ্নেয়গিরির কান্না
তবে কি ভাই কেঁদে শান্তি পান না?
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩
ফুল বানু বলেছেন: চোখের জলকে উত্তপ্ত লাভার সাথেই তুলনা করা যায় ।
তবে এত লাভা ভেতরে জমে আছে যে , ছোট্ট চোখ জোড়া কি তার বের হওয়ার ভার বইতে পাড়বে ?
৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩২
নব ভাস্কর বলেছেন: সমবেদনা রইল।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৬
এম রাজু আহমেদ বলেছেন: ভাল লাগলো পড়ে