নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ মানুষ

ফুল বানু

ফুল বানু আমার ছদ্ধ নাম

ফুল বানু › বিস্তারিত পোস্টঃ

দন্ডিত কবি

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

চোখে কালো কাপড়
মুখে প্লাস্টিক ট্যাপ
হাতে হ্যান্ডকাপ
পিছমোড়া করে বাঁধা ।
আনা হলো দন্ডিত কবিকে ,
সম্মুখে ফাঁসির মঞ্চ ।
কি করেছে কবি ?
অজানা আতঙ্ক চোখে বিস্ময় !
মুক্ত কথন আর সত্য বচন
স্রোতের প্রতিকুলে কলমের হাটাহাটি ।
এসবি কবির দণ্ডিত অভিযোগ ।
ও আচ্ছা
তাহলে তো সবার চোখে
আর মুখে সেঁটে দাও কালো কাপড় ।
বেধেঁ দাও হাত শক্ত দড়ির বাঁধনে ।
আমরা সবাই বৃক্ষ নতুবা পাখি হবো ,
তবুও মানুষ নয় ?
মানুষ হলে তো ;
দেখবো চোখ দিয়ে ;
বলব মুখ দিয়ে ;
আর ফেটে পড়ব প্রতিবাদে
কলম দিয়ে ।
দন্ডিত কবি কেউই হতে চায় না ,
সবাই হবে অন্ধ , বধির আর পংগু ।
ওতেই সুখের সাগরে ভাসবে
মুক্ত লেখন আর মুক্ত বচন বিরোধী
চেতনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.