নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

furbo

posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas.

ফুরব

দেশকে ভাল বাসুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন ঘুষ,দুর্নীতির সাথে নিজেকে সম্প্রক্ত করবেন না,এটা আপনার আমার নৈতিক দায়িত্ব।

ফুরব › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন কমিশনের নষ্টামিঃ

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

নির্বাচন কমিশন ব্যারিস্টার নাজমুল হুদার প্রস্তাবিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে "গমের শীষ" প্রতীক বরাদ্দ দিতে যাচ্ছে। দলটির নিবন্ধন চূড়ান্ত হয়েছে এবং কমিশন তাদের প্রতীক ডাটাবেইজ পরিবর্তন করে সেখানে গমের শীষকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে।



১৯৭৫ সালে শেখ মুজিবর রহমানের এক স্বাক্ষরে বাংলাদেশে গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পর শহীদ President Ziaur Rahman-এর হাতেই সেই গণতন্ত্রের পুনরজ্জীবন ঘটেছিল। সেই শহীদ জিয়ার দল বিএনপি। অতএব গণতন্ত্রে ও সকল দল ও মতের স্বাধীন বিকাশে বিএনপির বিশ্বাস ও কমিটমেন্ট সন্দেহাতীত।



কিন্তু ধানের শীষের অত্যন্ত অনুরূপ এই গমের শীষ প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে ভোটারদের বিভ্রান্ত করার চক্রান্ত করছে। দীর্ঘ লাইন, প্রচন্ড ভীড় এবং তীব্র কর্মব্যস্ততার মাঝে যে ভোট গ্রহণ চলবে, সেখানে নানা কারণে ভোটাররা এই দুই প্রায় অনুরূপ প্রতীক দ্বারা বিভ্রান্ত হতেই পারে। নির্বাচন কমিশনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই নিবন্ধন ইচ্ছাকৃত ভাবেই বিএনপিকে সেই বিভ্রান্তির জালে জড়াতে চাচ্ছে।



আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি। এর আগে সিটি নির্বাচনে বিএনপির ফাইভ নীল বিজয়কে মূলধন করে তারা প্রচার চালিয়েছে যে তারা নিরপেক্ষ। কিন্তু সেই নির্বাচনগুলোয় ছাত্রলীগ আর যুবলীগ নেতাদের সমন্বয়ে রিটার্নিং অফিসারদের টিম গঠনের নগ্ন চিত্র মানুষ দেখেছে। নির্বাচন কমিশনের এই জালিয়াতি নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে না পারলেও ব্যবধান কমাতে সমর্থ হয়েছে।



নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দপ্তর নয়। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর হর্তাকর্তারা যদি পাতি রাজনৈতিক পরিচয় থেকে উপরে উঠে আসতে না পারেন, তাহলে নিজেদেরকে মানহীন অযোগ্য ঘোষণা দিয়ে সরে আসুন। পুরো জাতির সাথে বেঈমানি করার অধিকার আপনাদের কেউ দেয়নি।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

নেক্সাস বলেছেন: নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭

ফুরব বলেছেন: সরকারী কর্মচারী দের দলীয় করনের চরম নির্লজ্জতা এটা

২| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

সবখানে সবাই আছে বলেছেন: নাজমুল হুদা চাইছে বলেই গমের শীষ। নির্বাচন কমিশনার তো আর জোর করে গমের শীষ গছায় দেয় নাই। আর সাচ্চা বিএনপি সমর্থক যদি গমের শীষ আর ধানের শীষ এর মধ্যে পার্থক্য না জানে তাহলে কিভাবে হয়?

(২০০৬ এর বাতিল কৃত নির্বাচনে জামাতে ইসলামীর মত একটা সন্ত্রাসী দলকে নৌকার মত দেখতে কড়াই প্রতীক দেয়া হয়েছিল। যাই হোক ভাগ্যদোষে সেই নির্বাচন হয় নাই। দেখা যাক গমের শীষে কি রকম ভোট পড়ে।)

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

ফুরব বলেছেন: কোনটাই সমর্থন যোগ্য নয়।কমিশনের নিরপেক্ষ থেকে কাজ করা উচিত।দলিয় চামচামী নয়।

৩| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০

এন ইউ এমিল বলেছেন: B-))

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:২১

ফুরব বলেছেন: বলেছেন: B-))

৪| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

সর্বনাশা বলেছেন:

হায়রে দেশ !!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯

ফুরব বলেছেন: সংবিধানে একটা আর্টকেল সংযোজন করা দরকার যে-- কোণ সরকারী কর্মচারী বা কর্মকর্তা কোণ দলের লেজুর বৃত্তি করলে প্রমান সাপেক্ষে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা যাবে। তা হলেই সব দালালীর অবশান ঘটত।

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩

নয়ামুখ বলেছেন: 'গমের শীষ' এর সাথে সাথে 'ডিংগী নৌকা' প্রতিকও বরাদ্ধ দেয়া হোক

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:২১

ফুরব বলেছেন: আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা নৌকার তক্তা দিয়া ১০ টাকা দামের চাউলের ভাত রান্না করবে।

৬| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

ঢাকাবাসী বলেছেন: নির্বাচন কমিশন কতখানি স্বাধীন সেটা নিয়ে প্রশ্ন তো আছেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.