নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ শেরপা

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ফিউশন ফাইভ

উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com

ফিউশন ফাইভ › বিস্তারিত পোস্টঃ

বিদায় গ্রামীণফোন!

১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৫





সম্প্রতি আমার পুরো একমাসের ইন্টারনেট বিল গ্রামীণফোন হাপিস করে দিয়েছে। হাপিস হওয়ার এটা তৃতীয় ঘটনা। এর আগে একই কাণ্ড ঘটেছে আরো দুবার। তৃতীয় দফা ডাকাতির শিকার হওয়ার পর অনিচ্ছাসত্ত্বেও যোগাযোগ করি কাস্টমার কেয়ারে। অনেকক্ষণ অর্থহীন বাৎচিতের পর কর্তব্যরত কর্মী স্বীকার করলেন, ১৮ তারিখ বিল দিয়ে লাইন অ্যাকটিভ হওয়ার চার দিনের মাথায় আবার টাকা দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। বিজনেস সলিউশনের ওই নাম্বার দিয়ে আমি শুধু ইন্টারনেটটাই ব্যবহার করি। ফোনকল-এসএমএস কিছুই করি না। করার কথাও নয়, কারণ সিমটি সবসময় মডেমের ভেতরেই ঢোকানো থাকে।



কাস্টমার কেয়ারের সুকন্ঠী ভদ্রমহিলা সেই গঁৎবাধা পরামর্শই দিলেন যথারীতি- আইটেমাইজড বিল বের করে নিকটস্থ কাস্টমার কেয়ার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন। আমি তাকে জানাই, টাকা মার গেছে। আপনি নিজেও বুঝতে পারছেন, গণ্ডগোল কিছু একটা হয়েছে। তাছাড়া আমার সময় নেই ম্যানেজারের কাছে ধর্না দেওয়ার। সবচেয়ে বড়ো কথা, এই মুহূর্তেই আমার ইন্টারনেট সংযোগ দরকার।

মেয়েটির কন্ঠে অপারগতা- তাহলে তো স্যার কিছুই করার নেই আমাদের।

আমার মেজাজ গেল চড়ে। আমি তাকে মুখের ওপর জানিয়ে দিলাম, গ্রামীণফোন হল ডাকাত। তারা গ্রাহকদের সঙ্গে ডাকাতিই করছে। মেয়েটি বলল, আপনি এতো বড়ো একটা কম্পানিকে ডাকাত বলছেন! আপনাকে এর প্রমাণ দিতে হবে। আমি বললাম, আমার নাম-ঠিকানা সবই আপনার চোখের সামনে। আমি দায়িত্ব নিয়ে গ্রামীণফোনকে ডাকাত বলছি। তাকে আবার জিজ্ঞেস করি, যে ফোন থেকে কোনো কল বা একটি এসএমএস পর্যন্ত করি না, ১৮ তারিখ সেই ফোনের বিল অগ্রিম পরিশোধ করার পরও ২২ তারিখে কেন আবার বিল দিতে হবে? মেয়েটি ম্যানেজারের সঙ্গে যোগাযোগের পুরনো গীত গেয়ে শোনায় পুনর্বার। আমি তাকে জানাই, যোগাযোগের সময় আমার নেই। ইচ্ছাও নেই।

মেয়েটি শেষমেশ আমাকে হুমকি দেয়, একটি নামকরা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, সে ব্যাপারে আপনাদের প্রতিষ্ঠানের অথরাইজড পার্সনকে কমপ্লেইন করবো।



শুনে ভয়ের বদলে বরং ভালোই লাগল এই ভেবে যে, ওই কর্মীকে একটু হলেও আঘাত দেওয়া সম্ভব হল। জানি, ওই কর্মী তার দায়িত্বই পালন করছেন। তবু নিরুপায় আমি। কর্মীকে আঘাত দেওয়া মানে স্বয়ং গ্রামীণফোনকেই আহত করা। হোক তা সামান্য। আমি শুধু বললাম, কমপ্লেইন করতে আপনার কতোক্ষণ লাগতে পারে? খুব ভালো হয়, যদি পাঁচ মিনিটের মধ্যে সেটা করেন।



লাইন কেটে দিলাম এবং দীর্ঘ তিন বছর পর গ্রামীণফোনের সিমটি মডেম থেকে খুলে হেলাফেলায় রাখলাম এককোণে। ওই সিম আর কখনো সচল হবে না। বিদায় গ্রামীণফোন!

মন্তব্য ৮৭ টি রেটিং +৪০/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৮

ভুডুল বলেছেন: +

২| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১০

সত্যের মত বদমাশ বলেছেন: গ্রামীনফোনের কুলখানি কবে দাওয়াত চাই।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: যতো তাড়াতাড়ি এদের কুলখানি করা যায়, ততোই ভালো।

৩| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১১

আহসান হাবিব শিমুল বলেছেন: তাইলে কি ব্যবহার করমু?

আমার একই ঘটনা ঘটছে।আমার কেসে অবশ্য ভরাট কন্ঠের পুরুষ ছিলো।কাউকে না পেয়ে কাস্টোমার কেয়ার ম্যানেজারকে ফোন করছিলাম।কাজ হয়েছে অবশ্য।

প্রতিবার প্রেপেইডে টাকা ভর্তে একই কিচ্ছা! দেখি এইমাস, তারপর লাথ্থি দিমু।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪০

ফিউশন ফাইভ বলেছেন: সরাসরি লাথ্থি দেন। গ্রামীণফোনকে না বলুন।

৪| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৪

মো মুজাহিদ আলম বলেছেন: খুবই ভাল করেছেন । গ্রামীণ ফোন আসলেও ডাকাত ।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪১

ফিউশন ফাইভ বলেছেন: ডাকাত তো বটেই। ওদের সরাসরি ডাকাত বলতে পেরে আমি আনন্দিত।

৫| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৭

ত্রিভুজ বলেছেন: "কমপ্লেইন করতে আপনার কতোক্ষণ লাগতে পারে? খুব ভালো হয়, যদি পাঁচ মিনিটের মধ্যে সেটা করেন।"

হা হা হা

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪২

ফিউশন ফাইভ বলেছেন: জিপি সিমটি আমাদের সমিতি থেকে সদস্যদের দেওয়া হয়েছিল। সমিতির সাধারণ সম্পাদক পদাধিকারবলে বিজনেস সলিউশন প্যাকেজের অথরাইজড পার্সন। আজ ১৫ দিন পার হতে চলল। প্রায় প্রতিদিনই দেখা হচ্ছে তার সঙ্গে। তিনি আমাকে কিছু জিজ্ঞেস করেননি।

৬| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৪

রনি৪৪৬ বলেছেন: ১। আমি বললাম, আপনি আমার নাম-ঠিকানা সবই আপনার চোখের সামনে। আমি দায়িত্ব নিয়ে গ্রামীণফোনকে ডাকাত বলছি।

২। আমি শুধু বললাম, কমপ্লেইন করতে আপনার কতোক্ষণ লাগতে পারে? খুব ভালো হয়, যদি পাঁচ মিনিটের মধ্যে সেটা করেন।

জাক্কাস কইছেন। কিন্তু কথা হইলো তারা এমন করতেছে এবং করবে। এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? কাস্টমার কেয়ারে ফোন করলে যদি বলে ম্যানেজারের সাথে কথা বলতে, তাহলে তাদের দরকার কি। ফাউল।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: জাক্কাস কওয়ার কারণও আছে। আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক অথরাইজড পার্সন। আর তিনি ভালোই জানেন, নির্বাচনে তার বিজয়ে আমার সামান্য অবদান ছিল। সেদিক থেকে আমি কিছুটা স্বেচ্ছাচার তো করতেই পারি। :)

৭| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩০

বুলবুল আহমেদ পান্না বলেছেন: সহমত@পিউশন পাইব ;)


লোগো টা ভালা হৈছে......;)

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: থ্যাংকু।

৮| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৪

এ.জে. মিন্টু বলেছেন: ভদ্রতা চুদানোর কাম নাই, ছাপার অেযাগ্য ভাষায় কইষ্যা গালি লাগাইবেন। বাপ বাপ কইরা ঠিক কইরা দিব।

লোগো ভাৈলসে ..............

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: পুরা একমত।

৯| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৯

মদন বলেছেন: আমিও সমানে ধরা খাইতেছি :(

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৫

ফিউশন ফাইভ বলেছেন: তারপরও কি গ্রামীণফোন ছাড়া উপায় নেই আপনার? এইটা বাদ দেন না রে ভাই!

১০| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪১

রিফাত হাসান বলেছেন: এখন কী ব্যবহার করছেন?

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: অফিসের দেওয়া সিমটা তো ব্যবহার করতেই হচ্ছে।

১১| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪১

সাহারা তুষার বলেছেন: গ্রামীণেফাণের স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়ে যাচ্ছে।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: এখন আবার ইন্টারনেটের নতুন একটা প্যাকেজ বাজারে ছেড়েছে তারা। মডেমসহ কতো যেন দাম। নতুন গ্রাহকরা বুঝতেই পারছেন না, তারা কী ফাঁদে পড়তে যাচ্ছেন। পরিচিত কেউ থাকলে মানা করবেন প্লিজ।

১২| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৬

অপরাজিতা ০০৭ বলেছেন: Say no to GP

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: ডাকাত গ্রামীণফোনকে না বলুন।

১৩| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৬

কায়েস মাহমুদ বলেছেন:


পোষ্টা প্রথম আলো ব্লগে দিলে মামো কি করবো আল্লায় জানে।

ডাইরেক্ট ব্যান।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫০

ফিউশন ফাইভ বলেছেন: নিচের এই পোস্ট ও লোগোর জন্য কলু আমাকে ব্যান কর্ছিল।
Click This Link

১৪| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৭

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: লোগোটা জটিল হয়েছে! +

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫১

ফিউশন ফাইভ বলেছেন: থ্যাংকু।

১৫| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৭

মইন বলেছেন: গ্রামীনফোন বাদ দিয়া বাংলা লিংক ধরসিলাম। কিন্তু এর যে নেটওয়ার্ক দিতাছে, মিজাজ খরাপ হইয়া যাইতাছে। তাই ভাবতাছি সেই আদি ওয়ান "সিটিসেল ওয়ান" এই ফিরে যাবো।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫২

ফিউশন ফাইভ বলেছেন: তারপরও কিছুতেই গ্রামীণফোনের গোলামি আর নয়।

১৬| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৯

এম্নিতেই বলেছেন: দু:খজনক সার্ভিস... :(

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫২

ফিউশন ফাইভ বলেছেন: জিপি সিম ফেলে দিন।

১৭| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৫৩

ডিজিটাল দুষ্ট ছেলে বলেছেন: সত্যের মত বদমাশ বলেছেন: গ্রামীনফোনের কুলখানি কবে দাওয়াত চাই।
আমারে সাথে নিয়া যায়েন

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৩

ফিউশন ফাইভ বলেছেন: বরং আমারেই সাথে নিয়া যায়েন মনে কৈরা।

১৮| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৫

নুভান বলেছেন: লোগো টা ভালা হৈছে...... :)

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: লোগোটা অনেক আগে কর্ছিলাম। Click This Link

১৯| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৮

নীলপাখি বলেছেন: আমিতো সিটিসেল ব্যবহার করি। কিন্তু ইদানিং কাল network problem দিচ্ছে খুব বেশি। বুঝতে পারছি না কি করবো?

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: দরকার হলে বাংলালিংক, টেলিটক, ওয়ারিদে যান- তবু গ্রামীণ নয়। শ্লারা রক্তচোষা।

২০| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:১৫

বলাক০৪ বলেছেন: সিটিসেল খারাপ না। গ্রামীণ একবার আমারে সাতাত্তর পাউন্ড চার্জ করেছিলো একটা ইনকামিং ইউজ করছিলাম, তাই। কোনো যুক্তি দেখাতে পারে নাই তাদের এফিসিয়েন্ট কাস্টোমার কেয়ার।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৭

ফিউশন ফাইভ বলেছেন: আমিও তাদের জিজ্ঞেস করেছিলাম, ১৮ তারিখ অগ্রিম বিল পরিশোধ করার পর চার দিনের মাথায় আবার বিল দেওয়ার যুক্তি কী? কাস্টমার কেয়ার জবাব দিতে পারেনি, আপনার মতোই।

২১| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:১৯

আই লাভ ব্লগিং বলেছেন: আমি শুধু বললাম, কমপ্লেইন করতে আপনার কতোক্ষণ লাগতে পারে? খুব ভালো হয়, যদি পাঁচ মিনিটের মধ্যে সেটা করেন।

ঝা
জা!!!

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক অথরাইজড পার্সন। তাকে কমপ্লেইন করলেও আমার মনে হয় না, তিনি কখনো আমাকে জিজ্ঞেস করবেন।

২২| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:২০

জটিল বলেছেন: যদি প্রিপেইড হয় তাদের একটা কনফার্মেশন এস এম এস আসে যে ইন্টারনেট এর পি ২ কন্টিনিউ করব কিনা , এইটা না জানার জন্যে প্রায় দুইবার গচ্চা দিয়েছিলাম , এখন আর এক্ষট্রা কিছুই রাখিনা ব্যালেন্সে , পি ১ এ যায়না ধুপধাপ । দুই দিন আগে এই মেসেজ পাঠায় । যাইহোক জিপির উপর মেজাজ খারাপ প্রথম থেকেই শুরু থেকেই শালারা ডাকাতি করতাছে ।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০১

ফিউশন ফাইভ বলেছেন: ইন্টারনেটের ধীরগতির সংযোগে ত্যক্তবিরক্ত হয়ে আমি তিন-চার মাস আগে একবার এসএমএস পাঠিয়ে লাইন বাদ দিতে চেয়েছিলাম। কিন্তু না, তারা জানালো এসএমএসে হবে না, অথরাইজড পার্সনের লিখিত কাগজ লাগবে। কে যায় এতো ঝামেলায়!

২৩| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৩

ডিজিটালভূত বলেছেন: এক খান ভালা কাম করছেন। সে জন্য ধন্যবাদ। আমি ম্যাসেজ দিলাম আমার আন লিমিট লাইনটি বন্ধ করার জন্য। এক মাস ব্যবহার করব না বলে। তারা ম্যাসেজের উত্তর জানাল। তারপর আবার সে মাসেরই বিল আমাকে দিতে হয়েছে। এ রকম কয়েকবার ঘটেছে।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০৩

ফিউশন ফাইভ বলেছেন: এর আগে একবার 'নো ইউজ নো পে' মনে করে দুমাস জিপির ইন্টারনেট সংযোগ ব্যবহার করিনি। পরে অ্যাকটিভ করতে গিয়ে ওই দুমাসের বিল পরিশোধ করতেই হয়েছে। আমার ধারণা, হাজার হাজার গ্রাহক অজ্ঞতার কারণে কিংবা গ্রামীণফোনের চালাকির মাশুল হিসেবে এরকম জরিমানা দিতে বাধ্য হয়েছে, হচ্ছে।

২৪| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৪

রিজভী বলেছেন: গুড ডিসিশন।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০৪

ফিউশন ফাইভ বলেছেন: থ্যাংকস।

২৫| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:১৯

জেড ইসলাম বলেছেন: আপনি এতদিন পরে বুঝলেন এইটা ?
ওগো মতো গ্রেট চিটিংবাজ এই দেশে আর আছে কিনা আমার জানা নাই।

এমন গলাকাটা কলচার্জের পরও, এমন চিটিংবাজির পরও মানুষ কেন যে গ্রামীনপোন-এর লাইন ইউজ করে, এটা আমার মাথায় আসে না।

গ্রামীনফোনের নাম শুনলেই আমি বুঝতে পারি, এ এযুগের এক ইষ্টইন্ডিয়া কোম্পানী, এযুগের নীলকর ব্যবসায়ী। এদেশের সহজ সরল মানুষের প্রয়োজনীয়তার সুযোগকে অত্যন্ত নোংরাভাবে কাজে লাগিয়ে, সেই ফুটপাতের চরম ধোকাবাজ ক্যানভাসারদের চেয়েও বেশী ধোকাবাজী করে কিভাবে মানুষের পকেট থেকে কষ্টার্জীত অর্থ ছিনতাইকারীর মত কেড়ে নিচ্ছে।

আসলে আমাদের দেশের মানুষগুলি যেমন হুজুগে টাইপের, তেমনি ওগো মতো বাটপাররাও এই মানুষগুলিরে আইক্কা লাগাইয়া টাকা বাইর কইরা নিতে পারে।

আমার মনডা চায়, এই অর্থপিচাশগুলারে লাথি মারতে মারতে এই দেশ থেকে বাইর কইরা দেই।


১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০৭

ফিউশন ফাইভ বলেছেন: ফ্রডব্যান্ডের জ্বালায় ইন্টারনেট ব্যবহার করাও তখন রীতিমতো যন্ত্রণা। তা থেকে মুক্তি পেতে তিন-চার বছর আগে কী মনে করে একটা এজ মডেম কিনে ফেলেছিলাম। তারপর পড়ে গেলাম গ্রামীণফোনের খপ্পরে। বুঝতে আসলেই অনেক দেরি হয়ে গেছে।

২৬| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৬

ওয়ার হিরো বলেছেন: বিদায়। আমারটারে বিদায় দিসি অনেক আগে। আইজকা দুপুরে বিদায় দিলাম ডিজুসটারে।
বালের গেরামিন।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০৭

ফিউশন ফাইভ বলেছেন: এইটা একটা দারুণ সুখবর। গুড জব!

২৭| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৮

জেড ইসলাম বলেছেন: @রনি৪৪৬, আপনি কি জিপি লাইন ব্যবহার করতে বাধ্য ? না হলে ওদের লাইন ব্যবহার করা ছেড়ে দিন। এভাবেই ওদের ঠিক করতে হবে।
ওগো মতো গ্রেট চিটিংবাজ এই দেশে আর আছে কিনা আমার জানা নাই।

২৮| ১৫ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:৪০

জেড ইসলাম বলেছেন: আবার কয় আপনার বিরুদ্বে কমপ্লেইন করবো। ওরে কইষ্যা চটকানা মারা উচিৎ ছিল। ওর বাবাদের চিটিংবাজির কথা কইছেন, তাতে ওর খুব লাগছে।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০৯

ফিউশন ফাইভ বলেছেন: লাগছে তো বটেই। টাকাপয়সা হারিয়ে এখন ওইটাই আনন্দ আমার।

২৯| ১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

ডিজুষ আঙক্ষেল বলেছেন: সাবাশ!!!

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০৯

ফিউশন ফাইভ বলেছেন: থ্যাংকু।

৩০| ১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

গাজী মো: সাইফুল ইসলাম বলেছেন:
আগে ডাকাইতগো প্রিপেইডে মাসে ১০০০ এর বেশী গুনতে হতো... তাই ছাইরা দিছি....

এখন কথা বাড়ছে কিন্তু ওয়ারিদ পোস্টপেইডে ৭৫০/= তে হয়ে যায় :)

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:১০

ফিউশন ফাইভ বলেছেন: ত্যক্তবিরক্ত জিপি ইউজারদের জন্য এটা একটা ভালো উদাহরণ।

৩১| ১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

নাহিদ বলেছেন: কবে যে, মোবাইল তো মোবাইল আনলিমিটেড সুবিধা পাব!

৩২| ১৫ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

বিপ্লব কান্তি বলেছেন: এখন গ্রামিন ছাইড়া কই যান ?

হেতারা ও যদি এমুন করে তাহলে কই যাইবেন ?

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:১০

ফিউশন ফাইভ বলেছেন: গ্রামীণ তো আসলে গ্রাহকের এই দোদুল্যমান মনোভাবেরই সদ্ব্যবহার করে।

৩৩| ১৫ ই মার্চ, ২০০৯ রাত ৮:০৮

শাহাবুিদ্দন শুভ বলেছেন:
আসলে ওরা আমাদের অনেকটা জিম্মি করে রেখেছে। তাদের ইচ্ছে মত বিল্ আর ট্যারেফি আমাদের দিয়ে দিচ্ছে অথচ আমরা কিছু করছি না। তারা একক ভাবে যা ইচ্ছে তাই করছে। এর জন্য সবাইকে সচেতন হওয়া উচতি । প্রয়োজনে বর্জন করাও উচিত।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:১২

ফিউশন ফাইভ বলেছেন: বিশেষ করে ইন্টারনেট সেবার নামে গ্রামীণ মডেমসহ যে নতুন প্যাকেজটা ছেড়েছে সম্প্রতি, শত্রুকেও সেটা নিতে নিষেধ করবেন। খুবই বাজে হাল।

৩৪| ১৫ ই মার্চ, ২০০৯ রাত ৮:২২

রাহিদুল সামান্না রকি বলেছেন: গ্রামীণ দূর হহহহহহহহহহহহহহহহহ

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:১২

ফিউশন ফাইভ বলেছেন: হ।

৩৫| ১৫ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৪

অমাবশ্যার চাঁদ বলেছেন: ভাঙ্গন বলেছেন: গ্রামীনফোনের ফাঁসি চাই।

৩৬| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪২

রন্টি চৌধুরী বলেছেন: ওই মেয়েকে তৎক্ষনাত সাসপেন্ড করা উচিত। কাস্টমার সার্ভিসের কোন ট্রেনিং সে পেয়েছে বলে মনে হয় না। যে কেউ তাকে এই ঘটনার জন্য শাস্তি দেবে।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:১৮

ফিউশন ফাইভ বলেছেন: মেয়েটি কোনো ইনফোই দিতে পারছিল না। আমি তাকে বললাম, আমার গতমাসের বিলের সামারিটা দেখুন- কোনো এসএমএস বা ফোনকল করেছি কিনা। কিছুই বলতে পারে না। বারবার একই কথা- ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন।

আসলে হেল্পলাইন থেকে সাহায্য তেমন একটা পাওয়া যায় না, ওটাও তাদের বিজ্ঞাপনে ভর্তি।

৩৭| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৫

অ্যামাটার বলেছেন: অভিনন্দন।
এই গ্রামীর ফোন ২০০১সালে একটা মামুলি রেগুলার সংযোগ উইথ মানধাতা আমলের ইটের সমান সিমেন্স এ সিরিজের একটা সেট;-এর জন্য ৭৫হাজার টাকা আদায় করেছিল। যথার্থই 'হারামীর ফোন' :X(

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:২০

ফিউশন ফাইভ বলেছেন: তখনও আমি তাদের শিকার ছিলাম। এখনো মনে আছে, বহুমূল্য সিমের সঙ্গে প্রমাণ সাইজের একটি ফিলিপস ডিগা (ওরফে ডাগ্গা) সেট কিনতে বাধ্য করেছিল ওরা। নইলে সিম দেবে না। হারামি!

৩৮| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৬

অ্যামাটার বলেছেন: তার উপর ছিল অস্বাভাবিক রকমের কলরেট, ৫৭৫টাকা লাইনরেন্ট; জোনাল-ইন্টারজোনাল কল চার্জের গোলক ধাঁধা...

একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, শুধু হারামীর ফোন না, সবগুলো ফোন কোম্পানীই একটা সময় পর্যন্ত ছিল এই রকম ভ্যাম্পায়ার; যখনই বাজারে টেলিটক আসল, তখন থেকেই ভ্যাম্পায়ারদের রক্ত চোষা ধীরে ধীরে কমে আসে। ওদের প্রতিযোগিতায় আসতে বাধ্য করে। ধন্যবাদ টেলিটক(তবে সার্ভিসের জন্য না!)।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:২২

ফিউশন ফাইভ বলেছেন: টেলিটককেও তারা পঙ্গু করে দিয়েছে অথবা টেলিটক নিজেই পঙ্গু হয়ে বসে আছে। এই টেলিটকের সিমের জন্য মানুষ পুলিশের লাঠির বাড়ি খেয়ে ঘরে ফিরেছে। আর এখন পয়সা দিয়ে মানুষ কি টেলিটকের সিম কেনে? আমার মনে হয় না!

৩৯| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:১১

আই লাভ ব্লগিং বলেছেন: ২৩ নাম্বার কমেন্টের জবাবে বললেন বিল দিয়েছেন। কিন্তু কত টাকা? মানে আপনাকে কি ইন্টারনেটের পুরো বিল দিতে হয়েছে?

১৬ ই মার্চ, ২০০৯ রাত ২:২২

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, পুরো বিলই- প্রায় দুহাজার টাকা পরিশোধ করে লাইন অ্যাকটিভ করতে হয়েছিল।

৪০| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৩:১০

মার্ক জুবাবের বলেছেন: পি১ প ২ এর চক্করে ফেইলা আমার ২২০০/ টাকা হালারা খাইছে, আগের মাসে। তাই গ্রামীনকে আমিও আর পুছি না, এখন। গত মাস থেকে মহল্লার ব্রডব্যান্ড ধরছি।

তবে হেরা ফ্রডব্যান্ড কিনা, কইতে পারি না। তয় আমি খারাপ নাই।

১৬ ই মার্চ, ২০০৯ রাত ৩:২২

ফিউশন ফাইভ বলেছেন: উচিত কাজ করেছেন। আমি জিপির ইন্টারনেট ব্যবহারের জন্য এজ মডেম কিনেছিলাম আট হাজার টাকা দিয়ে, তাও চায়না দুই নম্বরি জিনিস। এখন সেটারও আর কোনো কার্যকারিতা নেই।

আর ফ্রডব্যান্ড ছিল আগে, এখন মোটামুটি ব্রডব্যান্ডের গন্ধ লাগছে একটু একটু করে, তাও জীবন্মৃত সাবমেরিন ক্যাবলের কল্যাণে। দেখা যাক, আমিও শেষমেশ ব্রডব্যান্ড নেওয়ার চিন্তা করছি।

৪১| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৩:১৬

মানুষ পাখি বলেছেন: আমার আস্হা zahi! আমি zahi. আপনি?
ও হ্যাঁ, আপনি এখন কোন 'আই এস পি' ইউজ করছেন??? :-B

১৬ ই মার্চ, ২০০৯ রাত ৩:২৪

ফিউশন ফাইভ বলেছেন: এখন কিছুর ঠিক নাই। ঠিক এই মুহূর্তে বিটিসিএলের প্রিমিয়াম ডায়ালআপ ব্যবহার করছি। তবে দু একদিনের মধ্যে ব্রডব্যান্ডের দিকে ধাবিত হওয়ার আশা রাখি।

ওয়ারিদের ইন্টারনেটের কী অবস্থা?

৪২| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪২

রন্টি চৌধুরী বলেছেন: আমার সারাদিনের নেটের দরকার নাই। তাই জিপির পি৩ ব্যবহার করি।
৮০০ টাকা দিয়ে সিম কিনেছি। ৩ মাস ফ্রি নেট ১২ থেকে ৬ টা নাকি ৮ টা পর্যন্ত। আমি দেশে আছি ২ মাস..। মডেম নেই নি...নকিয়া ই ৬১আই দিয়ে ব্যবহার করি ল্যাপটপে..২৮ থেকে ৩০ কেবি ডাউনলোড স্পীড পাচ্ছি। বেশ ভালই লাগছে। মোবাইল সেট গরম হয়ে যায় অনেক বলেন..সেই সমস্যা ও নেই।

৪৩| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৩

শিবলী রহমান বলেছেন: আগে প্লাস দিলাম, পরে পোস্ট পড়লাম

কারন যেখানেই গ্রামীনফোন সেখানেই আমার জিহাদদদদদদদদদ

৪৪| ১৬ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৩

ডিজিটালভূত বলেছেন: শেষ পর্যন্ত আমিও ছেড়ে দিলাম। ধরলাম ছি ছেল জুম। ঠিক করেছি কি না পরে বলতে পারব

৪৫| ২১ শে মার্চ, ২০০৯ সকাল ৮:২০

জামান বলেছেন: আমারও জিপি নিয়ে ঘটনা আছে

৪৬| ২১ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৩

পরশমনি বলেছেন: কে এম তানভীর আহম্মেদ বলেছেন: লোগোটা জটিল হয়েছে! +

৪৭| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ৮:২২

রাহিদুল সামান্না রকি বলেছেন: গ্রামীণ খেদাও । আলু মোবাইল

৪৮| ১০ ই মে, ২০০৯ দুপুর ১:০৭

আহমেদ ফারুক বলেছেন: গ্রামীন ফোন হলো আধুনিক উস্ট উন্ডিয়া কম্পানী। ইদানিং আবার বিল বেড়েছে।

৪৯| ১০ ই মে, ২০০৯ দুপুর ১:০৮

আহমেদ ফারুক বলেছেন: গ্রামীন ফোন হলো আধুনিক ইস্ট ইন্ডিয়া কম্পানী। ইদানিং আবার বিল বেড়েছে।

৫০| ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১

নির্ভয় নির্ঝর বলেছেন: এবার খালি দেখেন...... Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.