![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com
নশ্বর এই পৃথিবীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে কোনো রচনাই শুরু হয় ধরাবাঁধা ১৯০০ সাল থেকে, ঐতিহাসিক চিউয়িংগাম টেনে টেনে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর মাহাত্ম্য ঘুরে সেই রচনা খানিকটা দম নেয় কংগ্রেসী আন্দোলনে এসে। তারপর নানান ইতিহাসের চিপাগলি বেয়ে একাত্তর সালটাকে একটু পাশ কাটিয়ে সোজা জনসংহতি সমিতির অন্দরমহলে! রচনার শেষের লাইনটি প্রায়ই এইরকম হতাশা দিয়ে শেষ হয়- "অতঃপর উহারা কি আত্মনিয়ন্ত্রণাধিকারের সুযোগ হইতে বঞ্চিত হইবে?" যতো ভারি ভারি নিরর্থক শব্দ, কারণে-অকারণে যতো বেশি কান্নাকাটি - পার্বত্য রচনাও ততো হিট। মোট কথা, রচনা বা ইতিহাস এমনভাবে লিখতে হয়, পাঠক যেন কোনোমতেই কিছু বুঝে উঠতে না পারে। সেনা প্রত্যাহার থেকে ভূমি বন্টনসহ যাবতীয় সমস্যার সমাধান দিতে হবে একলাইনে!
আমরা মূর্খ মানুষ, অতো শতো বুঝি না, ভাষার মারপ্যাঁচ অতো জানি না। তবে আর্মি ক্যাম্পের সামনে বাস থামিয়ে ট্রাইবাল মহিলার গালে সেনাসদস্যের অকারণ চড় দেখেছি, উর্দিপরা মানুষের নৃশংসতা দেখেছি। আবার সাধারণ মানুষের ওপর শান্তিবাহিনীর নারকীয়তাও দেখেছি। আমি অনেক কাছ থেকে মিশে দেখেছি, বেশিরভাগ পাহাড়িই মূলত সরল। এখনো দিনেদুপুরে মানুষ খুন হয়, এমন জায়গায় গিয়ে পাহাড়ি পরিবারের অকাতর ভালোবাসা পেয়েছি। পাহাড়ের বাঙালিদেরও কাছ থেকে দেখেছি - হারামির হারামি! তাদের নিঃশ্বাসে কেবলই বিদ্বেষের বিষবাষ্প দেখেছি- বহুবার, বহুভাবে। লংগদুতে গর্ভবতী মহিলার পেট চিরে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল- হাসিমুখে সেই গল্প শুনেছিয়েছিলেন পরিচিত এক বাঙালি।
পাহাড়িদের নেতা সন্তু লারমা সংগ্রামী মানুষ, হুমকিপ্রিয়ও, কথায় কথায় সশস্ত্র সংগ্রামের ভয় দেখাতে ভালোবাসেন। আজ বুধবার রাঙামাটির সমাবেশে সন্তু লারমা হুঁশিয়ারি দিলেন, ইউপিডিএফকে নিষিদ্ধ করা না হলে আবারো তারা পার্বত্য অঞ্চলে নতুন করে সশস্ত্র আন্দোলন শুরু করবেন। এজন্য পার্বত্য চট্টগ্রামে কোন সমস্যা সৃষ্টি হলে তার জন্য সরকারকে দায় নিতে হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।
ইউপিডিএফের যারা সমর্থক, তাদের সকলেই পাহাড়ি। তারাও একসময় জনসংহতির সমিতির অংশ ছিল। কে না জানে, শূন্য থেকে ইউপিডিএফ আজ রীতিমতো জনপ্রিয় সংগঠনে রূপান্তরিত হয়েছে। তাও মূলত সন্তু লারমাদেরই অবদান। এই এখনো সন্তু লারমা কিংবা রূপায়ন দেওয়ানদের চাঁদা না দিয়ে খুব কম ভাগ্যবানেরই সুযোগ আছে পার্বত্য চট্টগ্রামে (বিশেষ করে রাঙামাটিতে) কিছু করা - হোক সে সাহায্য সংস্থার কাজ কিংবা ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য। সেই খবরও আমাদের অজানা নয়। ঠিকাছে, চাঁদাবাজি নেই কোথায়! একআধটু চলছে, চলুক না ভেবে পাশ কাটিয়ে যাই। কিন্তু সন্তু লারমার আজকের হুঁশিয়ারি, তার ভাষা, তার হুমকিটা ভালো লাগল না মোটেই। এটা অগ্রহণযোগ্য ও অবমাননাকর। সশস্ত্র আন্দোলনের হুমকি তো রাষ্ট্রদোহিতার পর্যায়েই পড়ে বলে শুনেছি!
ছবি : বাংলার চোখ
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৩
ফিউশন ফাইভ বলেছেন: সত্যিই, এছাড়া আর কী!
২| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮
লাল সাগর বলেছেন:
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
ফিউশন ফাইভ বলেছেন: এই লেখা তো হাই-থটপূর্ণ লেখার স্বীকৃতি পেয়ে গেল বোধহয়!
৩| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১
মোতাব্বির কাগু বলেছেন: ক্ষমতা হারাইলে এমনই হয়রে পাগল। সন্তুর কি দাম আচিল আগে!!!!!
বাই দা বাই সন্তুর সাথের লোক্টা কে?? মুজিবের মত দেখতে??
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১
ফিউশন ফাইভ বলেছেন: নিচের ছবির কথা বলছেন তো? ওইটা হল বরিশালের কিং এবং শেখ হাসিনার কাজিন আবুল হাসানাত আবদুল্লাহ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৬
মোতাব্বির কাগু বলেছেন: ক্ষমতা হারাইলে এমনই হয়রে পাগল। সন্তুর কি দাম আচিল আগে!!!!!
বাই দা বাই সন্তুর সাথের লোক্টা কে?? মুজিবের মত দেখতে??
৫| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০
মোতাব্বির কাগু বলেছেন:
৬| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭
সুধাসদন বলেছেন: সন্তু লারমাকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা উচিত।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২
ফিউশন ফাইভ বলেছেন: উনাকে সতর্ক করা উচিত।
৭| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭
আহসান হাবিব শিমুল বলেছেন: ঠিক বুঝলাম না।
আপনার এই আবেদন কি সরকারের কাছে নাকি পাবলিকের কাছে!
ইউ,পি,ডি,এফ- এর বিপক্ষে কথা বললেই সেটা অবমাননকর মনে হবে কেন? ইউ,পি,ডি,এফ কি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে!
যদি তা না হয়, তাহলে ইউ,পি,ডি,এফ একটি রাজনৈতিক দল।আর বাংলাদেশে এক রাজনৈতিক দলের বিপক্ষে অন্য রাজনৈতিক দলের বিষেদাগার কিংবা হুমকি তো বাংলাদেশে নতুন না।সেটাকে কি আমরা অবমাননা কর হিসেবে দেখি!
এইগুলো ঠিক মতামত নয় আপনার কাছে জানতে চাইছি।
একটা জিনিসই নিশ্চিতভাবে জানি, সার্বিকভাবে পাহাড়ীরা বাংগালীদের চেয়ে অনেক অনেক ভালো সততা, ব্যবহার, আচরণে সবদিক দিয়েই।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৮
ফিউশন ফাইভ বলেছেন: আপনি এই সরল জিনিসটা বুঝলেন না। ইউপিডিএফ এখানে কোনো বিষয় না। জনসংহতি সমিতির সঙ্গে তাদের বিরোধ পুরনো এবং সেটা সামনেও অব্যাহত থাকবে। কথা সেটা না। কথা হল, সন্তু লারমার এই হুমকি- "ইউপিডিএফকে নিষিদ্ধ করা না হলে আবারো আমরা পার্বত্য অঞ্চলে নতুন করে সশস্ত্র আন্দোলন শুরু করতে বাধ্য হবো।" রাজনৈতিক দলের সঙ্গে মোকাবেলা হবে রাজনৈতিকভাবে। সেটাই সঙ্গত। আমার আপত্তির জায়গাটা হল, কোনো একটা দলের সঙ্গে বিরোধের জের ধরে সন্তু লারমা পার্বত্য অঞ্চলে নতুন করে সশস্ত্র আন্দোলন শুরুর হুমকি দিতে পারেন কিনা। এবং এই ধরনের সশস্ত্র আন্দোলনের হুমকি দেওয়াটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে কিনা।
৮| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮
নিম গাছ বলেছেন: সন্তু একটা পাহাড়ী ডাকাত, দস্যু তাকে কখনোই আমার ভাল লোক মনে হয়নি। অথচ বর্তমান সরকার এদের নিয়েই শান্তিচুক্তি নামের মুলো ঝুলিয়েছে জাতির সামনে। দেশদ্রোহী এই সন্তুকে আইনের সম্মুখে আনা উচিত। কিন্তু সরকার তা করবে না। নতজানু সরকার বাইরের ইন্ধনে একে জামাই আদর করছে।
শান্তিবাহিনী এদেশের শত শত সমতলের বাঙ্গালীকে হত্যা করেছে। প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র কেড়ে নিয়েছে। কিন্তু তারপরেও আমরা তার বিচার করিনি। কেন?
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১১
ফিউশন ফাইভ বলেছেন: সন্তু লারমার অনেক ভালো গুণও আছে। আবার খারাপ দিকও আছে। শান্তিবাহিনী যেমন সমতলের বাঙালিদের হত্যা করেছে। আবার সেনাবাহিনী ও বাঙালিরা মিলে প্রচুর পাহাড়িকেও হত্যা করেছে তখনকার সময়ে।
৯| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২
অরণ্য আশরাফ বলেছেন: আহসান হাবিব শিমুল আপনাকে ধন্যবাদ
১০| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১
ভাবের অভাব বলেছেন: ঐ ব্যাটার মতিগতি ভালো না।সশস্ত্র আন্দোলনের হুমকি রাষ্ট্রদোহিতার পর্যায়েই পড়ে বলে আমিও জানি।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২
ফিউশন ফাইভ বলেছেন: আমারও মনে হয়, প্রকাশ্যে তার এই ধরনের সশস্ত্র আন্দোলনের হুমকি রাষ্ট্রদোহিতার পর্যায়েই পড়ে।
১১| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১
তর্ষ বলেছেন: খুবই চিন্তার বিষয়।কবে যেন বলে উঠে তাদের স্বাধীনতা দিতে হবে।লোকটাকে আমারও কখনও ভাল মনে হয়নি।তার নেতৃত্বে নাকি অনেক বাঙ্গালী মারা হয়েছে।কই সে হত্যাকান্ডের বিচার এর পরিবর্তে তার সাথে চুক্তি মেনে নিতে পারি না।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫২
ফিউশন ফাইভ বলেছেন: সন্তু লারমা সংগ্রামী লোক। তার অনেক ভালো গুণও আছে। তবে সরকারের উচিত তাকে সতর্ক করে দেওয়া।
১২| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০
লালসালু বলেছেন: সন্তু লারমার এ ধরনের বক্তব্যের তীব্র দাঁতাভাঙ্গা প্রতিবাদ জানাই
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ।
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২
এ.জে. মিন্টু বলেছেন: দাবী পুরণ না হলে দেশে রক্তগঙ্গা বইয়ে দেবার হুমকি বা একটা লাশের বদলে দশটা লাশ ফেলে দেবার হুমকি আমাদের নেতানেত্রীরা প্রায় প্রতিদিনই দিয়ে থাকেন। কই তখন তো আপনার মতো কাউরে হৈ হৈ করতে দেখা যায় না?
সন্তুমিয়ারে ভালা পাই না কিন্তু তার কথাবার্তার এইরকম সুর আমাদের সহ্য হচ্ছে না তার কারণ কি সে বাঙালি নয় এজন্য?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৫
ফিউশন ফাইভ বলেছেন: পাহাড়িদের প্রতি সহানুভূতিশীল বাঙালির সংখ্যা কম নয়। তবে এটাও মনে রাখতে হবে, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির সমিতিই একমাত্র উদাহরণ, যাদের দীর্ঘস্থায়ী ও সশস্ত্র গৃহযুদ্ধের অভিজ্ঞতা রয়েছে।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪
অ্যামাটার বলেছেন: একটু ডিটেইল জানান, যতটুকু মনেহচ্ছে, আপনি বহুবার গিয়েছেন, মোটামুটি ওয়াকিবহল।
হিলট্রাক্সে পোষ্টিং ছিল, এমন অনেকেরমুখেই শুনেছি, ইউপিডিএফ নাকি বেশি ফেরোসাস খুন-খারাবিতে। সন্তুলারমা নাকি সরকার ঘেঁসা হওয়ায় তাদেরকাছে অনেকটা 'রাজাকার' পর্যায়ের। আপনার পোষ্টটা হালকা কনফিউজিং!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৯
ফিউশন ফাইভ বলেছেন: ঠিকই শুনেছেন। পার্বত্য অঞ্চলে সহিংসতার পেছনে ইউপিডিএফের অবদান অনেক। আবার সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ঘোর বিরোধী তারা। ইউপিডিএফের স্বপ্নদ্রষ্টারাই সন্তু লারমার ভাই জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এমএন লারমাকে হত্যা করেছিল। একসময় তারা ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪
আমি রোদের ছেলে বলেছেন:
আহসান হাবিব শিমুল বলেছেন:
একটা জিনিসই নিশ্চিতভাবে জানি, সার্বিকভাবে পাহাড়ীরা বাংগালীদের চেয়ে অনেক অনেক ভালো সততা, ব্যবহার, আচরণে সবদিক দিয়েই।
আপনি নিশ্চয় পাহাড়িদের নিয়ে ভালো কোন গবেষনা করেছেন। আমাদের সুবিধার্থে আরো ঝেড়ে কাশেন...
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১
ফিউশন ফাইভ বলেছেন: উনার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করবে।
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩১
ইসানুর বলেছেন: ++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০২
ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ভারত ক্ষমতা দিছে আলীগরে, এখন সন্ত লারমা যদি আলীগরে ভাল কইরা পাছাও মারে মনে হয় না আলীগ কিছু কইবো| বিরোধি দলের এক বড় নেতারে রাষ্ট্র দ্রোহিতার মামলায় জেলে রাখছিলো কয়েক মাস| বোরকা পড়া তিন মাইয়ারে ধইরা ক্যান্টনমেন্টে নির্যাতন করলো কয়দিন|
সন্তুর এই হুমকির পরও ভারতীর দাস দাসীগুলার মুখে রা' নাই....!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১
ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনসংহতি সমিতিকে অনেকটা তোয়াজ করে চলে বলে আমার মনে হয়েছে।
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @আহসান হাবিব শিমুল:
সন্তু লারমার যখন বলে "ইউপিডিএফকে নিষিদ্ধ করা না হলে আবারো আমরা পার্বত্য অঞ্চলে নতুন করে সশস্ত্র আন্দোলন শুরু করতে বাধ্য হবো।"
তার পরও আপনি বলছেন, ব্যাপার না......?? আপনাদেরকে দিয়েই হবে, দিতে থাকেন....!!!!
বা;লাদেশের কোন রাজনৈতিক দল সশস্ত্র আন্দোলন শুরু করতে বাধ্য হবো বলেছে একটু উদাহরন দিলে ভাল হয়......।
১৯| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৫
স্পেলবাইন্ডার বলেছেন: পাহাড়ী নেতাদের কথা শুনলে মনে হয় তারা দেশের ভেতর স্বায়ত্তশাসন চাইছে।
এদের এইসব বক্তব্যের পিছনে প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন আছে বলে মনে করি।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৫
ফিউশন ফাইভ বলেছেন: নিয়মতান্ত্রিক পথে তারা কিছু চাইলে চাইতে পারে, কিন্তু 'সশস্ত্র' হওয়ার হুমকি তো গ্রহণযোগ্য নয়।
২০| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৯
নাজিম উদদীন বলেছেন: সন্তু লারমা বিনপি-আ'মলীগ খেলতেছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪
ফিউশন ফাইভ বলেছেন: খেলা আর কি!
২১| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২
সুবিদ্ বলেছেন: এইসব আখাস্তা হুমকি-ধামকির কোন ভবিষ্যত নাই.......আবার যদি এনারা মনে করে যে সশস্ত্র পথে যাবে, তার চাইতে বোকামি আর কিছু হবেনা......
তবে এই টাইপ ফালতু কথা বলার জন্য অবশ্যই তাকে সতর্ক করা উচিত.....ঐ প্রোগ্রামে তো প্রতিমন্ত্রী ছিলেন, তাই না??? উনার ঐখানেই প্রতিবাদ করা উচিত ছিল.......
কাছাকাছি বিষয়ে আমার একটা লেখা ছিল......
Click This Link
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৬
ফিউশন ফাইভ বলেছেন: আমারও একই মত। জনসংহতির এখন আর সেই অবস্থা নেই যে, তারা সশস্ত্র সংগ্রাম করবে। আপনি ঠিকই বলেছেন, সরকারের উচিত হবে, তাকে অবিলম্বে সতর্ক করে দেওয়া।
আপনার লেখা ভালো লেগেছে।
২২| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১২
আহসান হাবিব শিমুল বলেছেন: @বিদ্রোহী রণ ক্লান্ত,
"একটা লাশ পড়লে দশটা লাশ পড়বে"। এইটা প্রধান দুইটা রাজনৈতিক দলের যে কোন একটার শীর্ষস্থানীয় একজনের বক্তব্য।
"বা;লাদেশের কোন রাজনৈতিক দল সশস্ত্র আন্দোলন শুরু করতে বাধ্য হবো বলেছে একটু উদাহরন দিলে ভাল হয়......"। না সরাসরি "সশস্ত্র আন্দোলন" এর হুমকি দিছে এমন বক্তব্য দেখাতে পারবো না।কারন পাহাড়ী রাজনৈতিক দল আর মুল রাজনৈতিকদলের কন্টেক্স আলাদা।মূল রাজনৈতিক দল এমন কাজ করলেও এমন বক্তব্য দিবেনা কখনোই।দেখেন না, জামায়াতপন্থী টেলিভিশন, পত্রিকা এখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপায়, অনুষ্ঠানের আয়োজন করে।
আপনি সাকাচৌ, হাজারি, ভারতের রাষ্ট্রদুত পিনাক, পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদুতের কথা একটু মনোযোগ দিয়ে শুনেন রাষ্ট্রদ্রোহীতার মামলা করার জন্য অনেক অনেক মওকা পাবেন।
আপনি বলেছেন "ভারত ক্ষমতা দিছে আলীগরে" এইটা কি ভেবেচিন্তে কইছেন!
"ভারত ক্ষমতা দিছে আলীগরে"-মানে ভারত যেদলকে চাইবে সেই দলই ক্ষমতায় আসবে; বাংলাদেশ একটা ব্যানানা রিপাবলিক।-এইটা কিন্তু রাষ্ট্রীয় অবমাননার পর্যায়েই পড়ে।
যাক, এরপরে আপনি আমাকে "আম্লীগের দালাল" কইবেন।
@আমি রোদের ছেলে, ভাই পাহাড়ে যান, সপ্তাহখানেক থাকেন, পাহাড়ীদের সাথে টুকটাক কথাবার্তা বলেন, নিজেই জানবেন।
সবকিছু অন্যের কাছ থেকে জেনে নিলে নিজে থেকে শিখবেন আর কি!
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: @আহসান হাবিব শিমুল:
আপনি বলেছেন "ভারত ক্ষমতা দিছে আলীগরে" এইটা কি ভেবেচিন্তে কইছেন!
================
খুব ভেবে চিন্তেই বলেছি| আপনি নিশ্চয়ই ভারতীয় দূতাবাস, দূত পিনাকের তৎপতরা দেখেছেন, ১/১১ মুল হোতা পিনাক-আনোয়ার-বিউটেনিস|
মঈনের ভারতে হিজরত, রেহানা-জয়ের সাথে প্রনবের মিটি; এব; নির্বাচনের আলীগের প্রায় ওয়াক ওভার দেখার পরও বুজতে বাকী, আলীগরে ক্ষমতা দিছে কে...???
পোর্ট, ট্রানজিট,করিডোর,আসামের স্বাধীনতাকামিদের ধরে ধরে ভারতীয় কমান্ডোদের হাতে তুলে দেওয়ার যে ধূম পড়েছে তা দেখেও বুজতে পারছেন না আলীগ ভারতকে ক্ষমতায় আনার দেনা পরিশোধ করছে......।???
"ভারত ক্ষমতা দিছে আলীগরে"-মানে ভারত যেদলকে চাইবে সেই দলই ক্ষমতায় আসবে; বাংলাদেশ একটা ব্যানানা রিপাবলিক।-এইটা কিন্তু রাষ্ট্রীয় অবমাননার পর্যায়েই পড়ে।
================
বর্ডারে স্বামীকে বেধে স্ত্রীকে বিএসএফ কতৃক গণধর্ষন, হররোজ নিরীহ মানুষ গুলি করে মারা, কয়দিন আগে ৯ বছর বয়েসি এক শিশুকে গুলি করে মারলো, চাকমাদেরকে অস্র ও ট্রেনি; দিয়ে আলাদা রাষ্ট্র বানানোর চেষ্টা, বন্দি বিনিময় চুক্তি না থাকা সত্বেও আসামের স্বাধীনতাকামী নেতাদের ঢাকার উত্তরা থেকে ধরে নিয়ে যাওয়ার পরও কি এটা বানান রিপাবলিক হয়ে যায়নি মনে করেন আপনি......??
যাক, এরপরে আপনি আমাকে "আম্লীগের দালাল" কইবেন।
========
নাহ, আমি সেই লেভেলের লোক না, যাকে তাকে দালাল বলবো|
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২
আহসান হাবিব শিমুল বলেছেন: @ভাই রণক্লান্ত ,আপনি বিদ্রোহী মানুষএকটু ঠান্ডা হউন।আমি কিন্তু কোথাও বলি নাই সন্তু লারমার বক্তব্য রাষ্ট্রদ্রোহীতার পর্যায়ে পড়েনা।এমন ধারা রাষ্ট্রীয় অবমাননা কিংবা রাষ্ট্রদ্রোহীতা মূলক বক্তব্য পলিটিক্যাল লিডার, দেশি-বিদেশি কূটনৈতিকরা হরহামেশাই দিয়ে চলেছে।সেখানে শুধু সন্তুলারমারকে পয়েন্ট আউট করাটা কি কম ক্ষমতাধারী(বর্তমান পরিপ্রেক্ষিতে পাহাড়ী) প্রতি অধিকক্ষমতারধারীর(বাংগালী) মনোভাবের প্রকাশ কিনা, ক্ষমতাধরদের অভিযুক্তকরার সহজাত কিন্তু অচেতন প্রকাশ কিনা, ভেবে দেখুন।
আপনি তো বাংলাদেশরে ব্যানানা রিপাবলিক মেনেই নিয়েছেন; ব্যানানা রিপাবলিককে কে কি কটুক্তি করলো তা নিয়ে কেউ মাথায় ঘামায় না।
"গ্যাস সংকট সত্বেও টাটাকে ২০ বছরের জন্য বিশেষ সুবিধায় গ্যাসপ্রধান, তেল-গ্যাস পাচারের পরিকল্পনা, এশিয়া এনার্জির মাধ্যমে ফুলবাড়ি থেকে কয়লা উত্তোলন এবং ভারতে পাচার এবং সেইটার প্রতিরোধ মিছিলে গুলিবর্ষন, বন্দর ইজারাদেওয়া" এসবকিছুই কিন্তু বি,এন,পি সরকারেরর আমলেও ঘটেছিল। বি,এস,এফ-র সন্ত্রাস সেই সময়ে কম কিছু ছিলোনা, নিরীহ কৃষককে গুলি করে মারার ঘটনা সেই সময়েও আকছার ঘটেছে।সেই সময়ের সরকার ক'টা ঘটনার প্রতিবাদ করেছিলো, বা সেই হিম্মত দেখিয়েছিলো।
আপনি কি এখন বলবেন ভারত "বি,এন,পি" সরকারকেও ক্ষমতা বসিয়েছিলো!
প্রিকনসিভড মনোভাব নিয়ে কোন কিছুর সমালোচনা কিংবা পর্যালোচনা যথার্থ বিশ্লষণের অন্তরায়।
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
পি মুন্সী বলেছেন: ফিফা,
কয়েকদিন কাজে আর ব্লগ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ঠিকমত খবর রাখতে পারিনি। শুনেছিলাম তাঁর ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি, আন্দোলনের হুমকিও শুনেছিলাম। কিন্তু এই হুমকি যে "সশস্ত্র" এটা খেয়াল করিনি।
খুবই জরুরি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি নিজে ভিডিও ফুটেজে শুনেছেন তো? না কি পরে আবার তিনি বলবেন, আমি এটা বলি নাই। এটা কোন দলীয় সাংবাদিকদের ষড়যন্ত্র।
আপনি আমার এই পুনর্বার কৌতুহল বা ঝাকিয়ে জিজ্ঞাসা করাটাকে আবার আপনাকে চ্যালেজ্ঞ করছি বলে ভেবেন না।
একটু নিশ্চিত করবেন।
মুনশিয়ানার ব্লগে যে সহানুভুতির ভাবটা রেখে কথা বলেছি ওটা সম্পর্ক সিদ্ধান্ত নিতে হবে। ফলে খুবই জরুরি বুঝতেই পারছেন।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৯
ফিউশন ফাইভ বলেছেন: টেলিভিশন সংবাদ আমি শুনিনি। শব্দটি এসেছিল নিউজ ও ফটো এজেন্সি ফোকাস বাংলার খবরে। আমি রাঙামাটির একজন সাংবাদিকও ফোনালাপে সন্তু লারমার বক্তব্যে এই ধরনের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। বিডিনিউজের আর্কাইভ দেখার সুযোগ এই মুহূর্তে পাচ্ছি না। অফিসে গেলে দেখার সুযোগ হবে। সেদিনের ইত্তেফাক ঘেঁটে দেখলাম, সন্তু লারমা বলেছেন, "অবিলম্বে সকল অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা না হলে পাহাড়ে পাহাড়ে নতুন করে আন্দোলনের দাবানল সৃষ্টি হবে। নতুন করে আন্দোলনে নামবে পাহাড়ি জনগণ।" লক্ষ্য করবেন, তারা কি নিয়মতান্ত্রিক আন্দোলনে ছিল কোনোকালে? তাহলে নতুন করে আন্দোলন মানে তিনি কী বোঝাতে চাইলেন?
আপনাকে সঙ্গে এটাও জানাতে চাই, পাহাড়ের ঈর্ষাকাতর বাঙালিদের মতো সন্তু লারমাকে অন্যায্য অভিযোগে অভিযুক্ত করার কোনোই ইচ্ছা আমার নেই।
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:৪৭
পি মুন্সী বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক সময় দিয়েছেন।
আপনাকে আমি অত অবিশ্বস্ত ভাবলে প্রশ্ন করতাম না।
যাই হোক, আমার জানার দরকার ছিল, কোন ভিডিও বা অডিও টেপে কেউ দেখেছে কী না এটাই। এরপর উনি অস্বীকার করলেও কিছু যায় আসে না। ভাবনাটা বুঝা জরুরি। ফোকাস বাংলা কী তাদের নিউজে ষ্টিক করছে কি না জানলে আমাকে একটু জানাবেন দয়া করে। আমার নিজের ব্লগের উপর মেল এ্যাড্রেস আছে।
আবারও ধন্যবাদ।
২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৬
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম...
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
সৌম্য বলেছেন: সহমত। সবাই ইস্যুর ফায়দা নিতে ব্যাস্ত।