নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফুল পরীর রাজ্যে স্বাগতম

ফুল পরী

আমি ফুল পরী, মেঘের রাজ্যে ফুলের দেশে আমার বাস। ফুল কুড়াই, মালা গাঁথি, সবাইকে বিলাই।

ফুল পরী › বিস্তারিত পোস্টঃ

পরীর দেশের যাদুমন্ত্র

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

মানুষের দেশে সারাক্ষণ ঝগড়া-বিবাদ লেগেই থাকে। একটু কিছু হলেই সবাই শুধু রেগে যায়, বকাবাজি করে, ঝগড়া করে আর মারামারি শুরু করে দেয়। সবাই শুধু অস্থির। কোন শান্তি নাই।



পরীর দেশে কিন্তু ঝগড়া মারামারি নাই। সবাই মিলে মিশে সুখে-শান্তিতে বাস করে। তাই বলে সবসময় যে এমন ছিল তা কিন্তু না। আগে পরীর দেশেও ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। তারপরে আমাদের রাজা একটা মন্ত্র আবিস্কার করল। যখনই কেউ ঝগড়া করবে তখনই তার সামনে গিয়ে মন্ত্রটা পড়ে তিন তিনবার ফু দিয়ে দিতে হবে। তাহলেই সব ঠান্ডা।



আর কোন ঝগড়া-বিবাদ, মারামারি নাই। শুধু শান্তি আর শান্তি।



তোমাদের চুপ চুপ করে আমি মন্ত্রটা শিখিয়ে দিয়ে গেলাম। সবসময় সাথে সাথে রেখো। আর ঝগড়া, মারামারি করো না, বুঝলে?



কাটি কুটি মাটি ঠেলি

চেপে গেলি বসে গেলি



কিংকিরি মিংকিরি হচ্ছেন হও

অলংগে ফলংগে যাচ্ছেন যাও



কুংখু ফুংখু খুড়েরই ঘাও

অনুমানে বুঝি তুমি মারিবারে চাও



ফুউউউউউউ

ফুউউউউউউউ

ফুউউউউউউউউ

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৫

রাজসোহান বলেছেন:
ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ


ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ


ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ


ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ


ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ


ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ


ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ

:-& :-& :-&

০১ লা মে, ২০১০ সকাল ১০:৩০

ফুল পরী বলেছেন: ধুর বোকাটা, বলছি যে তিনবার ফু দিতে হবে। এতবার ফু দিলেতো উড়েই যাবে। তখন আর ঝগড়া করার জন্যও মানুষ পাবে না।

২| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৮

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
গুড ট্রিক। ক্যারি অন।

০১ লা মে, ২০১০ সকাল ১০:৩২

ফুল পরী বলেছেন: আমি কোন ট্রিক করি না, বুঝছো মামদো ভূত?
আমি লক্ষ্মী পরী।:)

৩| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ১১:২৭

অদ্ভুত বলেছেন: পুত্তুম পিলাচ™ :D B-) ;)

০১ লা মে, ২০১০ সকাল ১০:৩৪

ফুল পরী বলেছেন: পুত্তুম পুত্তুম..........................

অদ্ভুত কিম্ভুত তোমার আগেই আরেকজন পুত্তুম হয়ে গেছে কিন্তু।

৪| ০১ লা মে, ২০১০ সকাল ১০:৩৯

হাসান মাহবুব বলেছেন: এত পরী দিয়ে কি হবে? ফুল পরী না হৈয়া ফল পরী হৈতেন। গরমে আমগো তরমুজ কাইটা খাওয়াইতেন।

০১ লা মে, ২০১০ সকাল ১০:৪৭

ফুল পরী বলেছেন: এত পরী কোথায় দেখলে বলতো? পরীর দেশ থেকে পথ ভুলে উড়ে উড়ে একটা পরী চলে আসছে, আর তুমি এইভাবে বলছো?:(

গরমে পেট ঠান্ডা রাখতে তরমুজ চাই, আর মন ঠান্ডা রাখতে রঙ-বেরঙের ফুল। ফুল পরী ছাড়া কে দিতে পারবে সেগুলো, হ্যাঁ?

৫| ০১ লা মে, ২০১০ রাত ৯:২০

সকাল রয় বলেছেন:

সুন্দর মাম্মা

০১ লা মে, ২০১০ রাত ৯:৩৬

ফুল পরী বলেছেন: মাম্মা? মাম্মাটা আবার কে?

৬| ০১ লা মে, ২০১০ রাত ৯:৩৯

সকাল রয় বলেছেন:
কেন আপনি তো মামাই তাই না

০১ লা মে, ২০১০ রাত ১১:৩৬

ফুল পরী বলেছেন: ধুর বোকাটা, আমি কেন মামা হবো?
আমিতো ফুল পরী।

৭| ০১ লা মে, ২০১০ রাত ৯:৫৩

চতুষ্কোণ বলেছেন:
ফুউউউউউউ
ফুউউউউউউউ
ফুউউউউউউউউ

দেখি কি হয় 8-|

০১ লা মে, ২০১০ রাত ১১:৪০

ফুল পরী বলেছেন: দেখো...দেখো...ঠিক কাজ হবে:)

৮| ০১ লা মে, ২০১০ রাত ১১:৫৬

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
পরীকে খুঁজে পাওয়া যায় না কেন?

০১ লা মে, ২০১০ রাত ১১:৫৮

ফুল পরী বলেছেন: এই যে পরী.......এখানে:)

৯| ০২ রা মে, ২০১০ রাত ১২:১৩

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আশে পাশে তো কাউরেই দেখি না, শব্দও শোনা যায় না। পরীটারে কিন্তু আমি মারুম........ X(( X(( X((

০২ রা মে, ২০১০ সকাল ৯:৩৭

ফুল পরী বলেছেন: তুমিতো বোকা তাই দেখতেও পাও না, শুনতেও পাও না। আর পরীর ওপর এত রাগ কেন তোমার? মারতে পারবা আমাকে, হ্যাঁ?

খারাপ লাগবে না? একটুও না?

১০| ০২ রা মে, ২০১০ রাত ৩:৩৯

রাহা বলেছেন: ব্লগে স্বাগতম

০২ রা মে, ২০১০ সকাল ৯:৪১

ফুল পরী বলেছেন: তোমাকেও পরীর দেশে স্বাগতম রাহা।

১১| ২২ শে মে, ২০১০ দুপুর ১২:৩৯

প্রতীক্ষা বলেছেন: চমৎকার লেখা তো! আমার একটি ছোট্ট গোপন স্মৃতি তোমাকে বলি!

একদম ছোট্ট বাবু থাকতে যে রাত গুলোতে আমার ঘুম আসতেই চাইত না আমি আমার ছোট্ট বালিশ টা নিয়ে বাবার কাছে চলে যেতাম!
বাবা আমাকে অনেক গান শুনাতো, গল্প শুনাতো, যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ি!
গান গুলো যে কী মিষ্টি ছিল না জানো! সব পরীর গান! আর পরীর গল্প! শুনতে শুনতে আমি কখন যে ঘুমিয়ে পড়তাম না! আর তারপর স্বপ্ন দেখতাম! ভয়াবহ সুন্দর সব স্বপ্ন! পরীর সেই গান আর গল্প গুলোই আমার স্বপ্নের ভেতরে আসত! দেখতাম আমি হাঁটতে হাঁটতে এক পরীর রাজ্যে চলে গিয়েছি, পৃথিবী থেকে দূরে, বহুদূরে ! আর পরীরা আমাকে পেয়ে খুশিতে আত্মহারা! আমাকে ঠিক ওদের মত করে সাজিয়ে দিচ্ছে, সুন্দর সুন্দর জামা, হীরা, মতি, চুণি, পান্নায় সাজিয়ে দিচ্ছে, মুকুট পড়িয়ে আমাকে একদম পরীর রাণী বানিয়ে দিয়েছে! আমাকে কত কিছুই না মুখে তুলে খাইয়ে দিচ্ছে! আর আমার সাথে খেলা করছে! দোলনায় বসিয়ে দোলাচ্ছে! ফুল বাগান জুড়ে আমি ছুটছি,ছুটছি আর ছুটছি!

আর তারপর এক সময় আমার ফেরার পালা! দু'জগতই যে প্রিয় আমার! আমি কাকে ছাড়ব!পরীর জগতে একবার আসলে আর ফেরত যাওয়ার নিয়ম নাই! তাই সেখানেই আটকে থাকতে হত আমাকে! স্বপ্নের মধ্যেই আমি কেঁদে কেঁদে বালিশ ভেজাতাম! এরপর ঘুম ভাঙত! আমি দেখতাম আমি বাবার পাশেই ঘুমিয়ে রয়েছি! কি যে ভালো লাগত আমার!

২২ শে মে, ২০১০ বিকাল ৩:০৪

ফুল পরী বলেছেন: পরীর জগৎটা অনেক সুন্দর! অনেক অনেক.............কিন্তু নিজের জগতের মত সুন্দর আর কিছু নাই।

তোমার স্বপ্নটা শুনে ভাল লাগছে প্রতীক্ষা। আমিও এমন কত্ত স্বপ্ন দেখতাম। এখনও দেখি:)

১২| ২৬ শে মে, ২০১০ সকাল ১১:২৫

শ।মসীর বলেছেন: ইস যদি এভাবে ভাল থাকা যেত :(:(

২৬ শে মে, ২০১০ রাত ১১:২০

ফুল পরী বলেছেন: আবার এইভাবে মুখ বাঁকা করেছে দেখ। খুব যায় ভাল থাকা, চেষ্টা করেই দেখ:)

১৩| ৩০ শে মে, ২০১০ রাত ১২:৫১

শ।মসীর বলেছেন: ভাল থাকতেই হবে :):)

০২ রা জুন, ২০১০ দুপুর ২:৫১

ফুল পরী বলেছেন: হুমম হবেইতো:):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.