নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

আমরা যেইসব সফটওয়্যার ব্যাবহার করি,তার অরজিনাল দাম শুনলে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারেনB-)B-) তাই,এই পোস্ট দুর্বল চিত্তের ব্যক্তিদের জন্য নহে;);););)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২



প্রথমেই আমাদের সবার প্রিয় উইন্ডোজ ৭ Ultimate (64 বিট) :)



শুধু মাত্র ১৮৫০০/= টেকা;);)

আমরা এইসব দামি পন্য ডিভিডি আকারে বাজারে ঘাট হতে ৫০/৬০ টাকায় ক্রয় করে থাকি। B-)B-)B-)

যারা কিনছেন তারা একটু দূরে গিয়া বসেন।আর, যারা কিনেন নাই তারা সাথে থাকেন।



এবার উইন্ডোজ ৭ প্রফেসনাল ৩২ বিট এবং ৬৪ বিট





দাম মাত্র ১১৫০০/= থেকে ১১২০০/= টাকা ;)। দাম দেখছেন:|:| ...মনে হয় বিল গেটসরে ****

যাই হোক এবার আসেন...... উইন্ডোজ ৮ এ... নয়া জিনিস...। সবারই ইউজ করতে মন চায় ।তবে অবশ্যই ফ্রীতে।





বেশি না:Dমাত্র ১১০০০/= থেকে ১৩০০০/= টাকা দাম।

ইহাও আমরা ৫০/৬০ টাকায় ক্রয় করিয়া থাকি।দোকানদার আমার বন্ধু মানুষ ,তাই ২৫/= টাকায় দিছে। উনি আমারে এই বলে আশ্বস্ত করেছিলেন যে "আমার কোনই লস হয়নাই";) । মজাটা বুঝেন!! এরা, , পার ডিভিডি থেকে ৫০% এর উপর লাভ করে। যদি এরা উইন্ডোজ এর মালিক হইতো তাইলে যে কি হইতো।আল্লাহই জানে!!:P!



এইবার আসি মাইক্রোসফট অফিস এ>> মাইক্রোসফট অফিস 2010। প্রায় আমরা সবাই ইউজ করছি। এক্ষন অবশ্য মাইক্রোসফট অফিস 2013 ইউজ করি ।

প্রথমেই দামটা দেখেন!!!



মাত্র ৩০০০০/= টাকা।

হয়তো ,আর বলে দিতে হবে না . যে..... এটা আমরা কতো টাকা খরচ করে কিনি?ভাইডি , , ,আমার কম্পুর দামই তো এইডার কাছাকাছি.........এইডা কিনমু ক্যামনে!!!!!আর বুঝতে হবে """সব সম্ভবের দেশ বাংলাদেশ" তাই,এখানে এইডা ৩টা শুন্য কইমা দাম ৩০/=টাকা হইছে। আর যাদের হাইস্পিড ইন্টারনেট কানেকশন আছে তারা গুগল মামার সহায়তায় ৫ মিনিটে লিঙ্ক পাইয়া যায়।। আর্‌ টরেন্ট হইলে তো কোন কথাই নাই!!!!!





আচ্ছা, এইবার আসি অ্যান্টিভাইরাসের কথায়>>>>>>>>> ভাইরাস নিয়া কিছু কথা বলি>

-ভাইরাস কি?

ঊত্তরঃএকটি ক্ষতিকর প্রোগ্রাম?

-তাইলে এইসব প্রোগ্রামের নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয় কিছু হয়নাই কেন?এটার নাম বায়োলজির সহায়তায় নেয়া হল কেনো?

-এই ধরনের কিছুই না...এটার নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয়ই রাখা হয়েছে। ভাইরাস মানে হল> (Vital Information’s & Resources are Under Seize) সংক্ষেপে VIRUS ।মানে (প্রয়োজনীয় তথ্য ও সম্পদ বাজেয়াপ্ত)

এখন যৌক্তিক মনে হচ্ছে তো।

অ্যান্টিভাইরাসের

আচ্ছা,প্রথমেই ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস এ.........







এই অ্যান্টিভাইরাসের দাম ৬৭০/= আর ইন্টারনেট সিকিউরিটি ৯০০/= ।দাম খুব বেশি না। তয় ,এই বান্দা এত টাকা লস করার বান্দা না!(আসলে, এতো টাকা খরচ করতে মন চায় না)

আমি ট্রায়াল ভার্সন ডাউনলোড কইরা... keygen ডাউনলোডে বিশ্বাসী । এছাড়া , টরেন্ট আছে কি করতে?

এইবার নরটন>>



দাম কিঞ্চিত কম।ইহা,আমার সবচেয়ে প্রিয় অ্যান্টিভাইরাসগ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অসাধারন।আর , ক্যাসপারস্কির চেয়ে ক্র্যাক করা অনেক সহজ। কামে কাজেও অনেক ভালা পাই । তবে আমার মতে সিরিয়াস ভাইরাস এর ক্ষেত্রে "বিট ডিফেন্ডার " আর "ক্যাসপারস্কি" ই সেরা ।তবে সাধারন ইউজেস এর জন্য নরটনই সেরা ।

আর থাকে এ.ভি.জি ।আমার কাছে এইডারে একটা জলজ্যান্ত কৌতুক বলে মনে হয়। পুরাই আকাইম্মা একটা অ্যান্টিভাইরাস।








এইগুলা সবগুলোই ।বিডিস্টল থেকে নেয়া। স্ক্রীনশট গুলো কয়েকদিন আগে থেকেই নিয়ে রাখছিলাম।







--------------------------------------------------------------------

যাই হোক , আমরা এইগুলা প্রায় বিনাপয়সায় ইউজ করি। কিন্তু এটা কি করা উচিৎ? হয়ত্‌ আমার চেয়ে আপনারাই বেশি জানেন।;);)

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

ভিটামিন সি বলেছেন: আম্মে লোক ভালা না। হেগোর গুয়া মারতাছেন। পরে সুযোগ পাইলে হেরাও আপনার গুয়া মারব। তয় সুযোগ এই জীবনে পাইব কিনা সন্দেহ আছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: না...না্‌, ... বাঙ্গালী অত্যন্ত ধুরন্ধর...।। বিল মামু অই সুযোগ জীবনেও পাইব না>>>>>>

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

গধযনঁন বলেছেন: এই ব্লগটি(Good4nothingfellowblog ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,

কেন জানতে পারি???

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই......কি বললেন কিছুইতো বুঝলাম না!!!!!!


একটু ...ভাইঙ্গা বলেন তো......।।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

পাকাচুল বলেছেন: বিদেশী একটা কোম্পানী থেকে আমার অফিসকে একটা অরিজিনাল লাইসেন্সড সফটওয়্যার ডোনেট করেছে।

সেই সফটওয়্যার এর দাম ৮ কোটি টাকা। আমাদের গ্রান্ট হিসাবে দিয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই্‌...।সফটওয়্যারের নামটা জানাইয়া আমার জনম সার্থক করতে অনুরোধ করছি?????

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আসির মোসাদ্দেক সাকিব বলেছেন: =p~ =p~ =p~ =p~
একটা ব্লান্ক ডিভিডির দাম সর্বোচ্চ ১৫ টাকা (দোকানিরা যে মানের দেয়)। রাইট করে বেটারা ৫০ টাকায় বিক্রি করলে কতো লাভ করে ?? ;) ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: চোরের উপর বাটপারি......... বুঝেন না!!
একদিন...এক দোকানদার আমার কাছে স্বীকার করছিল যে হালায় ২০ টাকায় এইগুলা কিনে ;)

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

পাকাচুল বলেছেন: গোপনীয়তার কারনে নাম বলা যাবে না, এইগুলো কমার্শিয়াল সফটওয়ার। বড় বড় কোম্পানীগুলো এইসব ব্যবহার করে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: খাইছে আমারে............

আচ্ছা......হোটেল ম্যানেজমেন্ট এর সফটওয়্যার না হইলে আপনাদের সফটওয়্যার নিশ্চয় কোন রিসার্চ সেন্টার এ ইউজ করা হয়......। only prediction

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

সুস্ময় পাল বলেছেন: অ্যাণ্টিভাইরাস ত আমাদের ফ্যামিলিতে টাকা দিয়ে কেনা হয় ... তাই ওটার দাম জানা আছে। :D :D

উইণ্ডোজের দামটাও জানতাম। কিন্তু অফিসের দাম দেখে সত্যিই খুব অবাক হয়েছি। :| :|

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: দেশের ম্যাক্সিমাম মানুষই এইডা জানে না।


তবে,দেশে এখন অ্যাণ্টিভাইরাস এর ব্যবহার মারাত্মক ।

সবাই, ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করে।তাই,অ্যাণ্টিভাইরাস অতন্ত্য জরুরী

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: মাইক্রোসফটের পলিসিটা আমার কিছুতেই মাথায় ঢুকে না। উন্নয়নশীল দেশগুলোতে কয়জন এ দামে কিনবে? অথচ তারা যদি একে সহনশীল দামে রাখত তাহলে কিন্তু অরিজিনাল ক্রেতার সংখ্যা অনেক বাড়ত।

ক্যাস্পারিস্কি দেখেন। তাদের সাইটের দাম আর বাংলাদেশের ডিস্ট্রিবিউটরের দাম দেখেন। অনেক পার্থক্য।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমার মাথায়ও একি চিন্তা। ওদের কি আজব পলিসি? দামটা ২০০০/= এর মধ্যে থাকলে সবচেয়ে ভাল হয়।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

একাকি একজন বলেছেন: Post a +

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ,আমার ব্লগে কমেন্ট করার জন্য।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

এক্সপেরিয়া বলেছেন: দূর মিয়া আপনে ত বেশি দাম কইলেন । উইন্ডোজ ৭ মাত্র ৩০টাকা আর অফিসতো ২৫টাকা ।হে হে হে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমি তো সবচেয়ে কতো বেশি হতে পারে সেইটা লিখলাম।

দোকানদার বন্ধু হইলে ২০/= টাকায় দিবে। হে হে হে

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

মাক্স বলেছেন: আমিতো সবগুলা অরজিনাল ইউজ করি ;) ;) ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কি কইলেন!!!!





এই কে আছিস আমারে ধর্‌, বাংলা,বিহার আর উড়িষ্যার নবাব মাক্স সাহেব এসেছেন।তিনি লক্ষ টাকার জেনুইন সফটওয়্যার ইউজ করেন। জোক অফ দি ইয়ার!!!

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

মিনহাজুল হক শাওন বলেছেন: এজন্য আমি উইন্ডোজ, অফিস সহ কোন প্রোপ্রাইটরি সফটওয়্যার ব্যবহার করিনা। শুধু MP3 ডিকোডার, আর এএমডি ফায়ারজিএল গ্রাফিক্স ড্রাইভার ব্যবহার করি যেটা লিনাক্সের জন্য অফিশিয়ালি দেওয়া হয়। সচেতনতার জন্য ধন্যবাদ। এরকম আমার একটি পোস্ট আছে। দেখতে পারেন এখানে ক্লিক করে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনার চিন্তাটা দেখে ভাল লাগলো। আমরা সহজেই ফ্রীওয়্যার সফট ইউজ করতে পারি। কিন্তু ,এটাও মানতে হবে,ফ্রীওয়্যার ইউজ করতে ভাল গতির নেট লাগে। আর এদেশের মানুষের এইটার বড় অভাব।


৭০০ এমবির উবুন্টু কি আমরা ডাউনলোড করতে পারি(এই সেন্স এ বলছি যে বেশির ভাগ লোকেরই ব্রডব্যান্ড কানেকশন নেই)।
কিন্তু ,৫০ টাকা দিয়ে ডিভিডি কিনতে কোন সমস্যা নেই।

আর,যারা নতুন তারা ভুলেও উবুন্টু ইউজ করে না।কারন, যারা শিখায় তারাই তো কোনদিন এইটা ইউজ করে নাই।



যাই হোক,আপনার সচেতনতা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,এই প্রত্যাশা রাখি।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

হ য ব র ল ৩২৭ বলেছেন: ভালো লিখেচেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ,আমার ব্লগে কমেন্ট করার জন্য।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বটতলার টারজান বলেছেন: পারলে ল্যাপ্পিটাই বিনা পয়সায় কিনতাম, আবার সফটওয়্যার ! :-0 :-0

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই,কি লিখলেন।


আপনার লেখা পইড়া, আমিতো খালি হাসতেই আছি।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

রুদ্র মানব বলেছেন: বটতলার টারজানের সাথে শতভাগ সহমত :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাইজান দেখতাছি,আমারে হাসাইতে হাসাইতে মাইরাই ফালাইবেন।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

মিনহাজুল হক শাওন বলেছেন: ৫০ টাকা আমারে পাঠায়া দেন, আপনার বাসায় উবুন্টুর ডিভিডি সফটওয়্যার সহ ডিস্ক পাঠানোর ব্যবস্থা করছি। :) কমিউনিটির অংশ হিসেবে আমি আগ্রহীদের ডিস্ক পাঠাই। অন্তত ৫০ জন আমার কাছে এভাবে ডিস্ক নিয়েছে। ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে আমাদের সচেতন হওয়া দরকার।

আরেকটা ব্যপার দেখেন, কেউই কিন্তু আগে থেকে শিখে সব ইউজ করেনা। আমিও পিসি চালানো জানতাম না, শুরু করেছি উইন্ডোজ এক্সপি দিয়ে। তেমনি কাউকে শিখিয়ে দিলে অবশ্যই পারবে। উবুন্টু এমন আহামরি জিনিস না যে শিখানো লাগবে। উইন্ডোজের মত ফাইল ম্যানেজার, অফিস সুট, নেট ব্রাউজার সবই আছে।

এখন তো ১৬% ওইএম পিসি উবুন্টু দিয়ে প্রিলোডেড আসতেছে। ইনশাল্লাহ এটা ৫০% ছাড়াবে। কয়েকশো ডলার দিয়ে ওএস কেনার সামর্থ্য অনেকেরই নাই।

ধন্যবাদ আপনাকেও।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাদের উদ্যোগের কথা শুনে ভাল লাগলো।উবুন্টু আমিও ইউজ করছি। তবে বেশিদিন না।উবুন্টুর ডিস্কও আমার কাছে আছে। উবুন্টু ব্যবহার করাও খুব কষ্টের কিছু নয়। উল্টা, কিছু কিছু ক্ষেত্রে উবুন্টু আমার কাছে ভাল লেগেছে।

কিন্তু,উবুন্টুতে exe. ফরম্যাটের ফাইল গুলো খুব সম্ভবত চলে না।আমরা, উইন্ডোজ এর সফটওয়্যার ব্যবহার করে অভ্যস্ত । কিন্তু , আচমকা উবুন্টু ব্যবহার করতে গেলে ,পুরাতন সফটওয়্যার গুলো আর কাজে আসে না। তখন ডাউনলোডমুখী হতে হয়। কিন্তু,আবার ঐ ইন্টারনেট সমস্যা।আর নানা সমস্যা দেখে ১ মাসেই উবুন্টু আনইন্সটল করছি। ঐদিন, জব্বার সাহেব টিভি তে এক সাক্ষাতকারে বলছিলো্‌, , , দোয়েল অজনপ্রিয় হয়ার পিছনে একটা মূল কারণ হলো অজনপ্রিয় অপারেটিং সিস্টেম ব্যবহার করা।


তবে, এটা বিশ্বাস করি যে, সামনের সময়টাতে উবুন্টু একটা শক্তিশালী পজিশনে যাবে। রীতিমতো , উইন্ডোজ এর পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে এই ওপেন সোর্স ।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: টাকা পয়সার কথা কৈয়া সম্পর্ক নষ্ট করতে চাইনা।আমরা দোস্ত বন্ধু মানুষ তাই ফিরি ইউজাই :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিল মামুও আমাগো দোস্তো :-0 :-0 । নইলে ৫০ টাকায় ইউজ করতে দিত নাকি। ;) ;) ;) ;)

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

মিনহাজুল হক শাওন বলেছেন: হুম উবুন্টুতে exe চলবেনা, চলবেই বা কেন। প্রতিটা অপারেটিং সিস্টেমের এক্সিকিউটেবল ফাইল আলাদা আলাদা ফরম্যাটের হয়। ম্যাক ওএসে চলে dmg, এন্ড্রয়েডে চলছে apk. কাজেই উবুন্টুতেও আলাদাই হবে। আর খচ্চর জব্বার কাগুর কথা নাই বা বলি। উনি নিজেও লিনাক্সের iBus সফটওয়্যার চুরি করে উবুন্টুর জন্য বিজয় বের করেছিলেন।

খুব দ্রুতই ওপেনসোর্স এবং সিকিউর ওপারেটিং সিস্টেম মার্কেট দখল করে নিবে ইনশাআল্লাহ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
জব্বার আঙ্কেল এই কাম করছে এইটা তো জানতাম না।


তবে যাই বলেন, উইন্ডোজ ৮ কিন্তু উবুন্টুরে বড় ধাক্কা দিছে। তবে, উবুন্টুর জনপ্রিয়তাই এর শক্তি ।গুগল এর সার্চ দেখলেই বোঝা যায় >


আর উইন্ডোজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.