নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
_____ একটি অসমাপ্ত পোট্রেট ______
"আমি একটা অন্ধকার ঘরে বসে আছি।ক্লান্ত হয়ে আছি।সারাক্ষণ মনে একটা অস্থিরতা। ঘরটা ধোঁয়াটে।উৎকট একটা গন্ধ।সিগারেটের অ্যাশট্রেটা ভরে আছে। চারিদিকে একটা নিশ্চুপ হতাশা।
আমি শহরের রাস্তায় রাস্তায় হাটি।এই গলি, ঐ গলি।অনেকদিন অনেক কানাগলিতে এসে থামি। প্যান্টের পকেট থেকে সিগারেট বের করি।এক কোণায় দাড়িয়ে সিগারেটটা ধরাই।শেষ না হওয়া পর্যন্ত দাড়িয়ে থাকি। এটাই আমার জীবন।
অনেক স্বপ্নকেই বিদায় জানিয়েছি। জীবনটা নিয়ে আর অত-শত ভাবি না।যেভাবে যাচ্ছে,চলুক না।তবে, কখনো ভাবি নি, এতোটা খারাপ হয়ে যাবে আমার জীবন।ঐতো মনে আছে, সেদিন দুটো কবিতার বই কিনেছিলাম।রাতভর কবিতা গুলো পড়তাম।আর,নিজে ছন্দহীন,মাধুর্যহীন,আর অসমাপ্ত কবিতা লিখার চেষ্টা করতাম।সেদিনও অনেক রঙিন স্বপ্ন দেখেছিলাম।কিন্তু,আজ তার কিছুই হয় নি।আমার কল্পনাতেও এমনটা হবে আমি ভাবিনি।
শহরের মায়াহীন ল্যাম্পপোস্টের নিচে আমি মোহগ্রস্তের মতো দাড়িয়ে থাকি।সোডিয়াম লাইটের ভুতুড়ে হলদে আলোতে আমাকে কেমন যেন অতিপ্রাকৃত দেখায়।পাশ দিয়ে মানুষেরা যাবার সময়্ আড়চোখে তাকিয়ে দেখবার চেষ্টা করে।আমি তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকি। চোখে চোখ পড়ে।ওরা, চোখ নামিয়ে নেয়।এইতো, বর্তমান জীবনে আমি এই খেলাটি খেলা ছাড়া অন্য কোনো খেলা খেলি না।
গাঢ় অন্ধকার, রাতগুলোর মধ্যে হঠাৎ কোনো একদিন পূর্ণিমার চাঁদ উঠে।আমি সেদিন বের হই না।আমার অন্ধকার ঘরটিকে সিগারেটের ধোঁয়ায় আরো ধোঁয়াটে করে তুলি।আমি জানি না আমি কি করছি।জানার জন্য নির্মমভাবে আমি মনের উপর চাপ ফেলি।কোনো জবাব আসে না।হয়তো,আসবে না।আমি আশায় থাকি।অন্ধকারে হাতড়ে চলার চেষ্টা করি।বারবার পড়ে যাই।তবু আবার উঠে চেষ্টা করি।
__________________________________________________________________________________
কথিকা -- বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা ।কথিকা একটি ভাবাবহ কেন্দ্রী রচনা। রবীন্দ্রনাথের লিপিকা(১৯২২) গ্রন্থের কিছু লেখা কথিকা হিসেবে পরিচিতি পায় । মোহাম্মাদ ওয়াজেদ আলীও কিছু কথিকা লিখতেন।তবে আমাদের কাছে সর্বপরিচিত কথিকা হচ্ছে কাজী নজরুল ইসলামের "দুরন্ত পথিক"।কেউ কেউ বলেন, কাজী নজরুল ইসলামের ১৯ টি ছোট গল্প রয়েছে।আসলে ,তাঁর ১৮ টি ছোট গল্প।কারন "দুরন্ত পথিক" ছোট গল্প নয়_ এটি কথিকা।
যাই হোক,আমার ধারণায় কথিকা আসলে আমাদের নব্য প্রচলিত ডাইরির কিছু ভাবাবহ কেন্দ্রী রচনা।আমারা সবাই কম বেশি ডাইরি লিখি। তার মধ্যে কিছু রচনাকে আমরা কথিকা হিসেবে চালিয়ে দিতে পারি।যদিও তার শিল্পগত মান নিচু হতে পারে।তবে, প্রেরনা হিসেবে আমরা প্রমথ চৌধুরীর দেওয়া সকলকে সাহিত্য রাজ্যে খেলা করবার সার্টিফিকেটের কথা মনে রাখতে পারি:)।
আমি ওইদিন দুপুর বেলা আমার পুরাতন ডাইরি গুলো ঘাটছিলাম। ২০১২ সালে লেখা একটা লেখা পেয়ে গেলাম। ভাবলাম , ব্লগীয় ডাইরিতে তুলে রাখি।
কথিকাটিতে সামান্য সুররিয়ালিজমের একটা আবহ দেবার চেষ্টা করেছি। জানিনা, কতোটুকু সফল হয়েছি।সমালোচনা করার দায়িত্ব পাঠকের।
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: + এর জন্য ধন্যবাদ.
..... আপনার প্যারালাল কিন্তু আমার কাছে মারাত্মক লাগছে
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৮
ভুল উচ্ছাস বলেছেন: ভালোই তো হয়েছে, বলা চলে অনেকেরই ভালো লাগবে। একটা নির্দিষ্ট বয়সে এরকম হয়, যখন কিছুই আকৃষ্ট করে না।
তবে এই রোগের একটা মারাত্মক ওষুধ আছে।
বিয়ে।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ,ভাই।
ভাইজান দেখি মনের কথা বুইঝা ফালাইছেন...
অফটপিকঃআপ্নে তো এখন আমার ফেসবুক ফ্রেন্ড। তাই না?
৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
ভুল উচ্ছাস বলেছেন: হুম। অবশ্যই।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
প্রান্তিক জন বলেছেন: সর্বনাশ করে ফেলেছেন ভাই। কথিকা নিয়ে আবদুল মান্নান সৈয়দের লেখাটুকু পড়ার পড় ভাবছিলাম কথিকা নিয়ে একটি রসজ্ঞ লেখা লিখব। কিন্তু আপনি তো অর্ধেক কাজ সেরেই ফেলেছেন। তবুও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৮
মাক্স বলেছেন: কথিকা কথন ভালো লাগলো।
+