নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
গুগল ক্যাশ এক অসাধারণ ব্যাপার।এর সাহায্যে আমরা যেকোনো ডিলিট করে দেওয়া ওয়েবপেজ দেখতে পারি। ব্লগ বা পত্রিকা থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট - যখন খুশি তখনি আমরা দেখতে পারি।কাল দেখলাম- অনেকেই প্রথম আলোর সে গল্প দেখার জন্য হা হুতাশ করছেন।তখনি বুঝলাম- অনেকেই এ বিষয়ে জানে না।জানলে ঠিকই গুগল ক্যাশের সাহায্যে দেখে নিতো।এখন আমি আপনাদের সে বিষয়েই বলব ।কিভাবে ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট দেখতে পারবেন।
সার্চ জায়ান্ট গুগল সার্চের সুবিধার জন্য প্রতিনিয়ত অসংখ্য পেজের স্নেপশট নেয় এবং সেগুলো তাদের সার্ভারে জমা রাখে।এই জমা রাখা স্নেপশটই হল গুগল ক্যাশ।স্নেপশট নেয়ায় ডিলিট হয়ে যাওয়া--সাইটের তথ্যও আপনি পেতে পারেন।সাইটের এডমিন ডিলিট করে দিলেও!!
গুগল ক্যাশের ব্যাবহার প্রধানত তিন কারণে---
১- ইন্টারনেট কানেকশনে সমস্যা।
২- স্লো সার্ভার( পেজ লোড হতে বেশি সময় নেয়)
৩-ডিলিট করে দেওয়া কন্টেন্ট দেখতে ।
ব্যাবহার --
২ টা পন্থায় আমরা এটা ব্যাবহার করতে পারি।
প্রথম পন্থাঃcache:link লিখে সার্চ দেওয়া ।
অর্থাৎ - প্রথম আলোর বা ব্লগের যেকোনো পোস্ট ডিলিট হয়ে গেলে প্রথমে গুগলে ঢুকুন।
সার্চ বক্সে cache: লিখে লিঙ্ক টা পেস্ট করে দিন।অর্থাৎ- 'টিভি ক্যামেরার সামনে মেয়েটি' এই লেখাটির লিঙ্ক কপি করুন ।এবং গুগলের সার্চ অপশনে গিয়ে- cache:www.prothom-alo.com/detail/date/2013-04-13/news/344709
লিখুন। তাহলেই , আপনাকে গুগল সেই পেজে নিয়ে যাবে।
সেই পেজে যাওয়ার পর-
কি মজা তাই না?
এইবার আসুন ২য় পন্থায়ঃ
হয়তো আপনি লিঙ্কটা জানেন না।শুনছেন উড়া উড়া ।শুধু শিরোনামটা মনে আছে। তাইলেই হবে-- গুগলে যান তারপর শিরোনামটা বা তার আংশিক লিখে সার্চ করুন।যেমনটা আমি করেছিলাম।আমার গল্পটির নাম পুরোপুরি মনে ছিলো না।আমি সার্চ করেছিলাম ""টিভি ক্যামেরার মেয়েটি "" নামে।তাতেই গুগল মামা আলাদীনের চেরাগের দৈত্যর মতো সঠিক তথ্য নিয়ে হাজির হয়ে গেলো।আর আমি --
উপরের ছবির মতো গুগল ক্যাশ থেকে তথ্য বের করে নিলাম । >> মার্কটিতে ক্লিক করলাম। আর পাশের মেনু থেকে Cached এ ক্লিক করলাম।সাথে সাথে আলাদীনের দৈত্য ( গুগল মামু )মতি কাকুর ডিলিট করে দেওয়া গল্প নিয়া হাজির।আমিও গল্পটা পড়ে নিলাম ।
আর- আমি মইত্যারে টুট টুট সেন্সরড মার্কা গালি দিলাম।
____________________________________________________________________
এছাড়া যে কারণে , গুগল ক্যাশ ব্যাবহার হয় --তা হলঃ
অনেক সময় অনেক সাইট লোড হতে অনেক সময় নেয়। আবার , লোডও হয় না। কারণ তাদের সার্ভার স্লো।সে সময় আমাদের জরুরি ভাবে তথ্য পাওয়া প্রয়োজন।সেসময় আমরা উপরের স্টাইলে ইউজ করতে পারি। শুধু cache: লিখে প্রয়োজনীয় লিঙ্কটা সার্চ অপশনে পেস্ট করে দিতে পারি।এর কারণ গুগল সার্ভার পৃথিবীর সবচাইতে ফাস্টগুলোর মধ্যে অন্যতমও।
-----------------------------------------------------------------------------
নো সাইবার বাউন্ডিংস । সাইবার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর অল।
সাইবার দুনিয়া হোক সবার জন্য উন্মুক্ত।
বিশেষ দ্রষ্টব্যঃ
ব্লগও এর ব্যতিক্রম নয়।
তাই যা লিখবেন , তা সাবধানে লিখবেন।লেখা আপনি বা মডারেটররা ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যায় না।ঠিকই রেকর্ড থেকে যায়।বিশ্বাস না হলে- আপনার ডিলিট করে দেওয়া যেকোনো পোস্ট গুগল ক্যাশের সাহায্যে দেখতে পারেন।
আবারো , বলছি --- যা লিখবেন -- সাবধানে লিখবেন।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
অনেকের মধ্যে একজন বলেছেন:
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
হাবীবুল বলেছেন: ধন্যবাদ ।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
হান্টার১ বলেছেন: hocche na to boss,apni ja diye search diln,ami ota just copy paste kore dilam,tao hocce na
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ২য় পন্থায় ট্রাই করেন ।
তাহলেই হবে...
আপনি মনে হয় মজিলার এড্রেস বারে ট্রাই করছেন। - এজন্যই হয় নাই।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
হান্টার১ বলেছেন: hahaha ,aiber hoye galo,tnku
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
৬| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৪৬
সুলাইমান হাসান বলেছেন:
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৫০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন:
৭| ২১ শে জুন, ২০১৫ ভোর ৫:১৪
হান্টার১ বলেছেন: ব্লগ বা ওয়েব ছাড়া কি ফেবু তে পোস্ট দেয়া কিছু উদ্ধার করা যায় এই উপায়ে?
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
এম এম হোসাইন বলেছেন: +++++++++++++++++++++++++++++++