নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
হে প্রেম আর দ্রোহের কবি...
-কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমরা আজ কিভাবে কিভাবে যেন বেঁচে আছি।কিন্তু তুমি নেই।তুমি থাকলে শাহবাগ থেকে আমরা ফিরে আসতাম না।তুমি থাকলে ৪২ বছর লাগতো না ওই পশুদের বিচার করতে।তোমার কলমই তাদের ফাঁসিকাষ্ঠ রচনা করতো।তুমি আমাদের শিখিয়েছ কিভাবে বিদ্রোহ করতে হয় -কিভাবে প্রেম করতে হয়।তুমি আমাদের প্রেম আর দ্রোহের আগুনে পুড়ে বিশুদ্ধ হবার পথ দেখিয়েছো।তুমি তোমার "হেনা"তে বলেছো হায় মেহেদীর বুকে কত খুন লুকিয়ে আছে,তা কে জানে।আমরাও আমাদের ভদ্র শার্টের নিচে কি ক্ষোভ,কি দুঃখ- আগ্নেয়গিরির লাভার মতো জমা করে রেখেছি-তা তুমি দেখিয়েছ।তুমি তোমার ব্যথার দান থেকে আমাদের শিখিয়েছ বিরহের গান।প্রেম ক্ষুদ্র কামনায় নয়,প্রেমের পরিসর অনেক অনেক বড়।মেঘ যেমন সূর্যকে ঢেকে দিয়ে যায়,কামনাও তেমন প্রেমকে ঢেকে দেয়-এসব কথা আমরা তোমার কাছ থেকেই শিখেছি।প্রতি আশ্বিন মাসে এখনো আমাদের মন চায় শিউলিমালা ভাসিয়ে দেই-অজানা কোন প্রেমিকার উদ্দেশ্যে।"শিউলিমালা"র আজহারের মতো হয়ে যেতে চাই আমরা।শিউলির অমর প্রেম আমাদের চোখে পানি এনে দেয়।না জানি কত প্রেমিক এখনো তাদের শিউলিকে খুঁজে বেড়ায়।হে কবি নজরুল তুমি তো আমাদেরকে এগুলোই শিখিয়েছ।তবে কেন আজ প্রেম নিয় এত ভ্রান্তি।কেন আজ প্রেম আর কামনা সমার্থক শব্দ হয়ে উঠেছে।হয়ত তুমি নেই বলে।"হেনা"র প্রেম আমাদের হৃদয় কেড়ে নেয় কেন?"হেনা" গল্পের ফরাসি তরুণীটির ফাঁক ফাঁক চোখ কেন আমরা আজও দেখি।"রাজবন্দীর চিঠি" পড়ে কেন আমরা রাজবন্দীর মাঝে আমদের নিজেদের ছায়া খুঁজি।যে কিনা প্রেমের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েও একফোঁটা প্রেম পায়নি।ব্যথার দানের দারার অন্ধত্ব,বৌদেরার আত্মপলব্ধি , সয়ফুলের অনুশোচনা আমাদের কেন কাঁদায়।প্রেম আমাদের বিদ্রোহ করতে শেখায়।দারার মাঝে আমরা দেখেছি প্রেম আর বিদ্রোহের আগুন।"পদ্মগোখরা"মাঝে আমারা জোহরার মাঝে মানুষ আর পশুতে মিলন দেখেছি।"সালেক"এর গভীর ভাব আর মৃত্যুক্ষুধার বেঁচে থাকার নির্মম অনমনীয় প্রয়োজন-আমাদের মনে গভীর ভাবের উদয় করে।"কুহেলিকা" থেকে আমারা জানতে পারি-শোষক কখনো প্রগতিশীলদের ভদ্র কথায় মাথা নত করেনা।সন্ত্রাসী বিপ্লবই নিয়া আসে মুক্তির গান।বেলুন উড়িয়ে আর আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়ে বিপ্লব হয়না।নজরুল তুমি আমাদের সেই শিক্ষাই দিয়েছ।কিন্তু আমরা সেসব ভুলতে বসেছি।তাই আজকে এই ব্যর্থতা।"রাক্ষুসি" থেকে আমরা দেখি অপরাধীর মনের গহীনে লুকানো কষ্ট।যা আমরা কখনো দেখার চেষ্টা করি না।কিন্তু ,তুমি দেখেছো।তোমার মতো দৃষ্টি থাকলে আজকের সমাজে অপরাধীরা আর অপরাধী থাকতো না।কিন্তু,হে বিদ্রোহী,তোমার সে দর্শন আজ আর আমাদের মাঝে নেই।তাই আমরা পথ হারা।পথভোলা-দিকভ্রান্ত পথিক।প্রেম আর দ্রোহের আগুন নিয়ে তুমি নেমে আসো আমাদের মাঝে।তোমার ওই রণতূর্য হাতে নিয়ে স্বর্গের দ্বার বেয়ে নেমে আসো।আমরা যে আর পারছিনা।তুমি তোমার অমোঘ বানী দিয়ে এই নপুংসক জাতিকে উদ্ধার করো।আমরা আজ বিদ্রোহ করতে ভুলে গেছি।তাই আমাদের আজ এ পরিণতি।স্বাধীনতার রক্তিম সূর্য বিলীন হবার আগেই আমাদের জাগাও।আজ আমরা শহীদের বেদীতে মালীর ঘামে ভেজা ফুল দিয়েই নিজের কর্তব্য ভুলে যাই।বিদ্রোহের আগুন আজ অবদমিত।তুমি আজ কোথায়।তোমার সাম্যবাদের কথা মনে থাকলে আজ রামু বিধ্বস্ত হত না।তোমার আশায় আমরা আজও বসে আছি।তোমার বিষের বাঁশি আর অগ্নিবীণা হাতে নিয়ে অগ্নিসারথীতে চড়ে আমাদের মাঝে ফিরে আসো।আমাদের পথ দেখিয়ে নিয়ে যাও-কারণ তোমারই রয়েছে চির উন্নত শির।আজ আমদের অবনত শির উন্নত করার সময় এসেছে।তোমার কাব্য আজ আমাদের পথ প্রদর্শক।এগুলো হাতে নিয়ে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই।আশীর্বাদ করো আমাদের।
ইতি,
অবনত শিরের মানুষেরা।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ফিরে আসার সুযোগ থাকলে কেমন হত ভাবি ।তবে নজরুল ব্যাতিক্রম ।তিনি বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন । সাম্যের গান গেয়েছেন ।তিনি ফিরে আসলে ভালই হতো ।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: উনার শব্দসৈনিকেরা আজ আমাদের মাঝে।তিনি মরেও অমর।
তাঁর অসামান্য কলম যদি আরেকবার,শুধু আরেকবার জেগে উঠত।শোষকের ওই গগনচুম্বী দালানের ভিত নড়ে উঠত।কলমের ক্ষমতা যদি আজকে দেশে থাকত--তাহলে এই অবস্থা হত না।
তথাকথিত,কবিরা আজ কবিতা রচনা করছে।আপনি মনে করে দেখুনতো "নতুন কোন কবির কবিতা পড়েছেন ,যেটা আপনার প্রতিটা গ্রন্থিকে নাড়া দিয়েছে"
উত্তরটা সম্ভবত না।
৩| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১২
রেজোওয়ানা বলেছেন: অনেক সুন্দর একটা লেখা।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।আসলে একটা রাগের মাথায় লেখাটি লিখেছি।আমাদের মাঝে আজ কোন আগুন নেই।সবাই কেমন জানি ম্যান্দা(এই শব্দ ছাড়া আর উপযুক্ত শব্দ পেলাম না) মেরে গেছে।
তথাকথিত,বুদ্ধিজীবী আর লেখকেরা তাদের কলমকে ব্যাবহার করছেন-হয় তেলানোর জন্য নাহয় সবকিছুকে এড়িয়ে যাবার জন্য।
সমসাময়িক এমন কোন লেখকের নাম হয়ত বলতে পারবেন না যিনি সর্বদা পরম সত্যের পক্ষে।
৪| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৮
আরজু পনি বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর একটা লেখা শেয়ার করার জন্যে।
শেয়ার নিলাম।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কবি নজরুলকে নিয়ে লিখলে লেখা শেষ হবার নয়।
আপনার মতো সিনিয়র ব্লগারের প্রশংসা পেয়ে খুব ভাল লাগছে।
ভাল থাকবেন।শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪
বোকামন বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ লেখাটির জন্য।
২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
রবীন্দ্রচর্চা যতটা হওয়া উচিত,নজরুল চর্চা তাঁর চেয়ে কোন অংশেই কম হওয়া উচিত না।কিন্তু, আমরা এই কথাটি কতটুকু মনে রেখেছি????????????
ভাল থাকবেন।
৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম
০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ ঘুড্ডি ভাই।
ভাল থাকবেন।শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু,হে বিদ্রোহী,তোমার সে দর্শন আজ আর আমাদের মাঝে নেই।তাই আমরা পথ হারা।পথভোলা-দিকভ্রান্ত পথিক।প্রেম আর দ্রোহের আগুন নিয়ে তুমি নেমে আসো আমাদের মাঝে।তোমার ওই রণতূর্য হাতে নিয়ে স্বর্গের দ্বার বেয়ে নেমে আসো।আমরা যে আর পারছিনা।তুমি তোমার অমোঘ বানী দিয়ে এই নপুংসক জাতিকে উদ্ধার করো।আমরা আজ বিদ্রোহ করতে ভুলে গেছি।তাই আমাদের আজ এ পরিণতি।স্বাধীনতার রক্তিম সূর্য বিলীন হবার আগেই আমাদের জাগাও।আজ আমরা শহীদের বেদীতে মালীর ঘামে ভেজা ফুল দিয়েই নিজের কর্তব্য ভুলে যাই।বিদ্রোহের আগুন আজ অবদমিত।তুমি আজ কোথায়।তোমার সাম্যবাদের কথা মনে থাকলে আজ রামু বিধ্বস্ত হত না।তোমার আশায় আমরা আজও বসে আছি।তোমার বিষের বাঁশি আর অগ্নিবীণা হাতে নিয়ে অগ্নিসারথীতে চড়ে আমাদের মাঝে ফিরে আসো।আমাদের পথ দেখিয়ে নিয়ে যাও-কারণ তোমারই রয়েছে চির উন্নত শির।আজ আমদের অবনত শির উন্নত করার সময় এসেছে।তোমার কাব্য আজ আমাদের পথ প্রদর্শক।এগুলো হাতে নিয়ে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই।আশীর্বাদ করো আমাদের।
++++++++++++++++++++++++++++++++++++++