নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky
আমরা কম্পিউটারে প্রতিনিয়ত ইবুক পড়ি।কিন্তু, মোবাইল দিয়ে পারি না।অনেকের অনেক ধরনের মোবাইল আছে।দরিদ্র দেশ হওয়াতে বেশিরভাগ মানুষেরই লো-কনফিগারেশন মোবাইল।হাই-কনফিগারেশন মোবাইলেও অনেক সময় পিডিএফ রিডার থাকে না।মোবাইল পোর্টেবল ডিভাইস।যখন, যেখানে ইচ্ছা সেখানে নেয়া যায়।যদি , এটাকে ইবুক পড়ার জন্য ব্যবহার করা যেত তাহলে কতই না ভাল হতো।এরকম চিন্তা যারা করেন- তাদের জন্যই এই মৌলিক পোস্ট(মৌলিক পোস্ট বলছি-কারণ , এ ধরনের কোন পন্থার কথা আমি কোন ব্লগ কিংবা কোন কার কাছ থেকে শুনিনি।যদিও থাকতে পারে , তবে আমার সুদীর্ঘ ব্লগজীবনে দেখিনি)।
মোবাইল যোগ্যতাঃযেসকল মোবাইলে ছবি দেখা যায়।(চায়নিজ মোবাইল হতে শুরু করে আইফোন-সব মোবাইলেরই এই যোগ্যতা আছে।)
আইডিয়াঃযদি প্রতি ইবুকের প্রতি পৃষ্ঠার স্নেপশট নেয়া যেত।তাহলে,সেই স্নেপশটের ছবিগুলিকে একত্র করে একটি ফোল্ডার তৈরি করা যেতে পারে।সেই ছবিগুলিকে , মোবাইলে জুম করে পড়া যেতে পারে।
যতটা সহজভাবে বলছি।ততটা সহজ নয় কাজটা। এজন্য, আমরা অন্য পন্থা খুঁজে দেখতে পারি।পন্থাটি হল - একটি সফটওয়্যার ব্যবহার করা। আমরা সেই কাজটিই করবো।আমরা একটি সফটওয়্যার ব্যবহার করবো যার নাম "Kvisoft PDF To Image Free "।সফটওয়্যারটির সবচেয়ে বড়গুন হল এটি - ২.৫ এমবি।
স্টেপ ১-
প্রথমেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে - -ডাউনলোড(২.৫ এমবি)-
ইন্সটল করার পর দেখবেন -
স্টেপ ২-
ওপেন হবার পর "অ্যাড ফাইল" অপশনে ক্লিক করুন।
স্টেপ ৩-
এইবার যে পিডিএফ ( ইবুক ) কে ইমেজে রূপান্তর করতে চান।সেইটা সিলেক্ট করেন।আমি এখানে - আমার তৈরি সামুর মে মাসের ইবুক সঙ্কলনকে ইমেজে রূপান্তর করেছি।
--------------------এরপর ওকে করেন।
স্টেপ ৩ -
এরপর অপশন থেকে ছবির সাইজ ঠিক করে নিন।এখানে ১৫০/১০০ করে দিয়েছি।ডিফল্ট থাকলেও হবে।
[ এই অংশ না করলেও চলবে- ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে।ছবির মান উন্নত করতে হলে - এই অংশে ডিফল্ট ভ্যালু বাড়িয়ে দিতে হবে। ]
স্টেপ ৪ -
এইবার কনভার্ট অপশনে ক্লিক করুন ।
কাজ শুরু হবে -
স্টেপ ৫ -
কিছুক্ষণ সময় নিবে কনভার্টিং হতে- এরপর কাজ শেষ হলে যেখানে সেভ করা হয়েছিল , সেই ফোল্ডার অটো খুলে যাবে ।
এইগুলি সব ইমেজ।যা ,আপনি যেকোনো মোবাইলের মেমরি কার্ডে ঢুকিয়ে নিতে পারেন।ইচ্ছে মতো জুম করে পড়েন।এখন থেকে পিডিএফ আর কোন সমস্যা না।যেকোনো মোবাইলে এমনকি যাদের ইবুক পড়ার সফটওয়্যার নেই - তারাও পড়তে পারবেন ইবুক।
বই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি জিনিস।এক একটা বইয়ে এক একটা সমুদ্রকে আটকে রাখা হয়।কত হাসি , কান্না , জ্ঞান আটকে রাখা হয় এক বইয়ে তা কে জানে । সুন্দর সুন্দর কিছু প্রাণহীন শব্দ আমাদের হাসায় , কাঁদায় এমনকি জীবনের মোড়ও পরিবর্তন করে দেয়।জীবনের অবিরাম ছলনায় আমরা একটু শান্তির আভাস পাই বই থেকে।বই আমাদের জীবনের সেরা বন্ধু ।সেরা বন্ধুকে যদি সবসময় হাতের কাছে রাখা যায় তাহলে তো আর কথাই নেই।হালের ইবুক সে সুবিধা দিয়েছে। সে সুবিধাকে আরও একটু বাড়িয়ে নিলে কেমন হয়। সে উদ্দেশ্যেই এই পোস্ট।
আপডেটঃ
এছাড়া , অনলাইন থেকে এই কনভার্ট করা যাবে - সেক্ষেত্রে http://pdf2jpg.net হচ্ছে বেস্ট।সেখানে গিয়ে "Browse" অপশনে গিয়ে পিডিএফ সিলেক্ট করে - নিচের " Convert PDF to image" অপশন সিলেক্ট করতে হবে । সেক্ষেত্রে , ইন্টারনেট ব্যান্ডউইথ একটু বেশি খরচ হতে পারে।
অন্যউপায়ঃএছাড়া, যেকোনো মোবাইলে যে ধরনের ইবুক পড়া যায় - সেগুলো হচ্ছে .txt ফরম্যাট এর।এক্ষেত্রে যেকোনো ইংলিশ ইবুকই পরা যাবে।এই ক্ষেত্রে আমি দিতে চাই - তা হল গুগল এ যান - লিখুন (ধরুন আপনি , পড়তে চান - THE OLD MAN AND THE SEA লেখাটি।তাহলে, আপনি সার্চ দিবেন - THE OLD MAN AND THE SEA filetype:txt ।তারপর , প্রথম রেজাল্ট থেকে ক্লিক করুন এবং সম্পূর্ণ অংশ লোড হয়ে নিবে।অপেরা তে সেভ করে নিবেন।পরে সময়মত পড়তে পারবেন। এর সুবিধা হল - এক একটা বই মাত্র ১০০/১৫০ কেবি।তাহলে পড়ুন চুটিয়ে।ইংলিশ বই দেখে ভয় করবেন না।দেখবেন, একটু কষ্ট করলেই ভাল করে বুঝতে পারবেন।
সারাংশঃ আসল কথা হল জ্ঞানপিপাসা থাকলে , আপনাকে কেউ ঠেকাতে পারবে না।আপনি যে অবস্থাই থাকেন না কেন - ইচ্ছে থাকলে আপনি পথ খুঁজে নিবেনই।
১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: যেকোনো মাল্টিমিডিয়া সেট হলেই চলবে
২| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
সমুদ্রচারী বলেছেন: কাজে লাগবে আশা করি +
১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কাজে লাগলেই এই পরিশ্রমের সার্থকতা
৩| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
জ্যাক রুশো বলেছেন: কি দরকার এত্ত কষ্ট করার :-< :-< খামখা
১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কষ্ট না করলে কেষ্ট মিলে না...
এইটারে যদি কষ্ট মনে করেন , তাইলে কষ্ট শব্দটা লজ্জা পাবে ভাই।
৪| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
মায়াবী ছায়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
এটা আমার জন্য অনেক দরকার ছিল ।
এখন ঠিকঠাক মত করতে পারলেই হল ।
ভালো থাকুন ।
১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ঠিকঠাক মত না করার কোন কারণই দেখি না।
আপনার কাজে আসলে, সত্যি খুশি হবো।
৫| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ঘুড্ডির পাইলট বলেছেন: দাড়ুন ! আমার কাজে আসবে ।
১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০০
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জী ভাই , আপনার কাজে আসলে আসলেই খুশি হবো।
৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০৬
ShusthoChinta বলেছেন: কনভার্ট করার জন্য সেই তো কম্পু লাগতেছেই! ডাইরেক্ট মোবাইলে সফটওয়্যারটা ডাউনলোড করে পিডিএফ কনভার্ট করে পড়তে পারলে তো কাজের কাজ হতো।
১৮ ই জুন, ২০১৩ সকাল ৯:১৫
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: জী ভাই এটা একটু সমস্যাই।।
অন্যউপায়ঃএছাড়া, যেকোনো মোবাইলে যে ধরনের ইবুক পড়া যায় - সেগুলো হচ্ছে .txt ফরম্যাট এর।এক্ষেত্রে যেকোনো ইংলিশ ইবুকই পরা যাবে।এই ক্ষেত্রে আমি দিতে চাই - তা হল গুগল এ যান - লিখুন (ধরুন আপনি , পড়তে চান - THE OLD MAN AND THE SEA লেখাটি।তাহলে, আপনি সার্চ দিবেন - THE OLD MAN AND THE SEA filetype:txt ।তারপর , প্রথম রেজাল্ট থেকে ক্লিক করুন এবং সম্পূর্ণ অংশ লোড হয়ে নিবে।অপেরা তে সেভ করে নিবেন।পরে সময়মত পড়তে পারবেন। এর সুবিধা হল - এক একটা বই মাত্র ১০০/১৫০ কেবি।তাহলে পড়ুন চুটিয়ে।ইংলিশ বই দেখে ভয় করবেন না।দেখবেন, একটু কষ্ট করলেই ভাল করে বুঝতে পারবেন।
এই উপায়টা দেখেন।
৭| ১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
কাজের পোস্ট। ধন্যবাদ।
১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৭
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ , ভাই।
৮| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: জুম করে করে পড়তে হবে। কষ্ট হয় অনেক।
১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৪১
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিদ্যা অর্জন একটু কঠিনই বৈকি...
৯| ২২ শে জুন, ২০১৩ রাত ২:১৭
বালক৪২০ বলেছেন: ফাইল সিলেক্ট করলেই পি ডি এফ সিকিওরিটি পাসওয়াড চায় কি করব?পাসওয়াড ?
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪
মুহম্মদ ফজলুল করিম বলেছেন: নতুন করে আনইন্সটল করুন - এবং রিইন্সটল করুন । এই সময় - ৩০ ডে ট্রায়াল সিলেক্ট করুন ।
তাহলেই হবে।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা... কিন্তু চাইনিজ সেট নাই