নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের সে রঙ্গিন ফানুসতো উড়বেই

Every word, every thought, and every emotion come back to one core problem: life is meaningless.

মুহম্মদ ফজলুল করিম

সময় স্বল্প। জীবনটা সব বুঝে শুনে বলার জন্যে অনেক ছোট ... তবুও , আধবোজা চোখ নিয়ে লিখে যাই। মহাকালের খাতায় খুব সামান্য কিছু লিখে যাবার চেষ্টায় আছি। খুব সামান্য কিছু... অতি ক্ষুদ্র কিছু। ইমেইল- [email protected] / ফেসবুক- www.facebook.com/fkrocky

মুহম্মদ ফজলুল করিম › বিস্তারিত পোস্টঃ

"সাহিত্যে এবার নোবেল কে পাবে?"

০৭ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:১২


সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে কিছুদিনের মধ্যেই। সম্ভবত কাল, ৮ই অক্টোবর । সাহিত্যিকদের মধ্যে টানটান উত্তেজনা। মিলান কুণ্ডেরা, ফিলিপ রথ , নগুগি, আদোনিস, জয়েস, মুরাকামিদের সম্ভবত রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার দশা।

সব কিছু বিশ্লেষণে, এবারের নোবেলে কবি আদোনিস পাচ্ছেন না। কারণ, কয়েক বছর আগেই একজন কবি পেয়ে গেছেন। শক্তিশালী প্রতিযোগীদের মধ্যে নগুগি এবং হারুকি মুরাকামি রয়েছেন। মুরাকামির সমস্যা হচ্ছে, ২০১২ সালেই চীনা মো ইয়ান নোবেল হাতিয়ে নিয়েছেন, তাই গাণিতিক হিসেবেই মুরাকামিকে বসে থাকতে হচ্ছে। আর একটা কারণ আমার যা ক্ষুদ্র জ্ঞানে বলে সেটা হচ্ছে, মুরাকামি এবং মো ইয়ান দুজনেই সুররিয়ালিজমে প্রভাবিত। ফলে, মুরাকামি নিশ্চিতভাবেই নোবেল পাচ্ছেন না। তবে , উনি আগামী কয়েক বছরে পাবেন সুনিশ্চিত। ( যদিও ল্যাডব্রোক্স এর বাজিতে মুরাকামি এগিয়ে আছেন!)

কয়েকজন প্রখ্যাত সমালোচকদের দেখছি, সবাই নগুগি ওয়া থিয়োঙ্গ'ও'র দিকেই বাজি ধরে বসে আছেন। সম্ভবত এটার প্রধান কারণ, দেশের প্রথম সারির একটি পত্রিকা অনুসারেই অন্ধ চোখে হাঁটা। যদিও, পত্রিকাটিতে সবার নাম থাকলেও আলেক্সেইভিচের নাম নেই। স্বভাবতই ধরে নেয়া যেতে পারে, নগুগি ওয়া থিয়োঙ্গ এবারের নোবেলের শক্ত দাবিদার। তবে, আরও শক্ত দাবিদারও যে আছে। যাকে আমাদের প্রায় সবারই চোখ এড়িয়ে গেছে। উনি হচ্ছেন আলেক্সেইভিচ। একজন নারী ঔপন্যাসিক। নাম শুনেই বুঝতে পারছেন, রাশিয়ার নারী। জন্ম ইউক্রেনে। এখানে উনার নামটা হঠাৎ করেই ফেভারিট হয়ে যাবার কারণ, সিরিয়া বিষয়ে রাশিয়া-আমেরিকা নতুন করে জন্ম নেয়া দূরত্বে। উনি সোভিয়েত বিরোধী একজন লেখিকা। উনাকে নোবেল দিলে রাশিয়াই একটু বিব্রত হবে। উনার একটা বিখ্যাত উপন্যাস, "ভয়েসে'স ফ্রম চেরনোবিল"। স্বভাবতই উনি এবারের হট-ফেভারিট ক্যান্ডিডেট। এছাড়া আরও একটা জরুরী ব্যাপার আছে। সুইডিশ কমিটির স্থায়ী সচিবের পদে ব্রিটিশ নারী সারা দানিয়ুস দায়িত্ব নিয়েছেন। নারী হিসেবে তাই আলেক্সেইভিচ একটা উপরি সুবিধাতো পাচ্ছেনই। এর ওপরে একটা বৈষম্যতো আছেই। নারীরা পুরুষদের অনুপাতে খুব কমই সাহিত্যে নোবেল পেয়েছে ( এলিস মুনরো'র আগের হিসেব ধরলে)। সে হিসেবে এবার নারী হিসেবে উনিই এগিয়ে থাকতে পারেন। সুররিয়ালিজম, ঐতিহাসিক, কবিতা এগুলো বিগত কয়েকবছরের নোবেলের হিসেবে ছিল। এবার বাস্তবধর্মী কিছু থাকতে পারে। সে হিসেবে, অবশ্য নগুগি'ও কম যাচ্ছেন না। তবে, বিশ্ব ভূ-রাজনৈতিক হিসেব ধরেই অ্যালেক্সেইভিচকে এগিয়ে রাখা যেতে পারে।

তবে যদি বাজি ধরতে বলা হয়, হাতের বাজির কয়েনটা তিনজনের মধ্যে আলেক্সেইভিচের দিকেই রাখা যেতে পারে। কি হয়, সেটা ৮ অক্টোবরেই জানা যাবে। অপেক্ষা শুধু, নোবেল কমিটির ফোন কলের।

মন্তব্য ৩১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখা যাক, কেন পায়!!

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কেন পায়!! !!!!

আসলেইতো , কে পায় সেটা ব্যাপার না, কেন পায় সেইটেই ব্যাপার।

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

দা স্নাইপার বলেছেন: এদের বাইরে কেউ পেতে পারে না?

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অবশ্যই পেতে পারে। নোবেল কমিটি এক্ষেত্রে বরাবরই চমক দিতে পছন্দ করে।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭

সিপন মিয়া বলেছেন: সেদিন নোবেল কমিটি আমার ফোন নাম্বার নিল। কি জানি কি হয়!

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: হ ভাই, আমার কাছে আগে আপনার নাম্বার চাইছিলো। আমিতো আপনার পারমিসন ছাড়া কাউরে নাম্বার দি না। তাই, ওগোরেও দি নাই। রাইতে জাগণ থাইকেন, ফোন আইতারে!

৪| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

সাদী ফেরদৌস বলেছেন: যাক আপনার কারনে কিছু লেখকের নাম জানলাম , এখনো ঠিক করে মায়ের ভাষার সাহিত্যই পড়া হয়নি ,
আপনাকে ধন্যবাদ ।
এবছর কে সাহিত্তে নোবেল পাবে এটা নিয়া কোন বাঙ্গালির রোমাঞ্চ থাকতে পারে , ধারণা ছিল না ।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: এদের মধ্যে, বেশিরভাগই অপরিচিত, এটা ঠিক। তবে সাহিত্য কিন্তু সার্বজনীন। অন্যান্য বিষয়গুলোতে নোবেল নির্দিষ্ট শ্রেণির ব্যাপার। আর সাহিত্য- সে তো সবার জন্যে। সাধারণ জনতা হিসেবে তাই , রোমাঞ্চ তো কাজ করেই।

আপনাকে ধন্যবাদ, সুন্দর মতামতের জন্যে।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দেখা যাক কি হয়, তবে স্বপ্ন দেখি একদিন আমাদের দেশেই কেউ পাবে ।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অবশ্যই , একদিন।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

হালি্ বলেছেন: আমি জানি কিন্ত কমুনা B-)

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই, আমারে না জানান , বাট নোবেল কমিটিরে প্লিজ লাগে কল কইরা জানান। ওরা , আপনার অপেক্ষায়।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

থিওরি বলেছেন: দেখা যাক! আর হ্যা এবারের নোবেল নি২ে আমার সিরিজ পোস্টটা দেখতে পারেন!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: অবশ্যই। :)

৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

মুহম্মদ হাফিজুর রহমান হাফিজ বলেছেন: নোবেল কমিটি কবে থেকে যে, আমার দেশের মানুষ গুলো জাপানিজ দের মতো পুরস্কারজয়ী র নাম ঘোষণা করবে।।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: কবে , কবে কবে ?

৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৬

আমিই মিসির আলী বলেছেন: দেখি...
কি হয়!!!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমার তো মনে হয় , চমক অপেক্ষা করছে।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ জামিল বলেছেন: এই নোবেল আওয়ামী সরকার এর কাউরে দেওয়ার আহব্বান জানাচ্ছি!

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: একসাথে রসায়নে তিনজন নোবেল পেয়েছেন। আমাদেরও সকল রাজনৈতিক দলে চেয়ারপার্সনকে একসাথে নোবেল দেয়া হউক!

১১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৩

রমিত বলেছেন: সুন্দর লেখা।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ধন্যবাদ নিরন্তর।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: কারো নামই জানিনা। তবু ভালোলাগছে কারো এসব ব্যাপারে উতসাহ আছে দেখে। এখনো নোবেল কে পাবে এই ব্যাপারে মন্তব্য করবার পর্য্যায়ে যেতে পারিনাই। আপনি পড়ছেন এটা ভালো ব্যাপার।

শুভকামনা রইলো। :)

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আমি পুরোপুরি পড়ছি ভুল কথা। হালকা-পাতলা কিছু মাথার উপর দিয়ে নিয়েছি। মাথার উপরের জিনিস, মাথার উপর দিয়ে গেছে!

আপনাকেও শুভকামনা নিরন্তর।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অপেক্ষায় থাকলাম। আমাদের দেশের অমূল্য সাহিত্যকে ইংরেজিতে রূপান্তরের চেষ্টা না করলে, নোবেল সাহিত্য পুরস্কার অধরাই থেকে যাবে।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০০

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ্যাঁ, অবশ্যই। আমাদের মত ভাবুক দেশের মানুষেরা যদি নোবেল না পায় তাহলে কে পাবে। ভাষাটাই যে প্রতিবন্ধকতা।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৪০

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: হাহাহাহাহা ... আপনের ভবিষ্যদবানী ধারে কাছেও যায় নাই ... হাহাহাহা ... পন্ডিত কাহাকে বলে আর কি =p~

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাই, মাথায় পানি ঢালেন।

আলেক্সেইভিচ'ই নোবেল পাইছে । উল্টা , আমারে সংবর্ধনা দেয়া বাদ দিয়ে কি শুরু করছেন!
B-)

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৯

চলন বিল বলেছেন: আমাকে কি একটা নো-বেল দেয়া যায়?

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ১৫ টাকায় মেডিকেল প্রশ্ন ফাঁস হইলে , ১৫/১৬ হাজার টাকায় অবশ্যই নোবেল পাওয়া যেতে পারে। যথাযথ কতৃপক্ষের সাথে যোগাযোগ করুন। :P

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

সবুজ২০১২ বলেছেন: লেখক আপনার অনুমানই ঠিক হলো অবশেষে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.