![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশংকা করছে ভারত। এর মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে জামায়াতে ইসলামী বিশেষ কৌশলে এ অভ্যুত্থান ঘটাতে চাইছে।
এমনটি জানিয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমস। এর ‘ইন্ডিয়া সাসপেক্ট ক্যু ইন বাংলাদেশ, জেল প্লানস টু ডি-স্টাবিলাইজ শেখ হাসিনা গভর্নমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বৃহস্পতিবার এ আশংকা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেও এ প্রসঙ্গ উঠবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ঢাকা থেকে তথ্য পেয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা জামায়াত সেনাবাহিনীর কয়েকজন উগ্রপন্থী সদস্যের মাধ্যমে হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পরিকল্পনা করেছে।
শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত জামায়াত নেতাদের বিচার শুরু করে। আর গত বছর আদালত জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে। এরপর থেকেই জামায়াত হাসিনা সরকারের প্রতি কঠোর মনোভাব পোষণ করে আসছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, হাসিনা সরকার ও ধর্মনিরপেক্ষতার ওপর হুমকি নিয়ে ওবামা ও যুক্তরাষ্ট্রের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন মোদি। এসব বৈঠকে মোদির আলোচ্য সূচিতে ভারত ও বাংলাদেশে আল কায়দার হুমকির বিষয়টিও থাকছে।
জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে শনিবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদি। ইকোনমিক টাইমস লিখেছে, দুই প্রধানমন্ত্রীর এ বৈঠকে শেখ হাসিনাকে এ হুমকির বিষয়ে বলবেন ভারতের প্রধানমন্ত্রী। ক’দিন আগে ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী যখন মোদির সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তিনি (মোদি) বলেছিলেন, ‘শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃষ্টি করেছেন, আর তা রক্ষা করেছেন শেখ হাসিনা।’
প্রতিবেদনটি শেষ করা হয়েছে এভাবে- ২০০৯-এ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা দীর্ঘদিন ঝুলে থাকা ভারতের চাহিদাগুলো পূরণ করেছে। এর মধ্যে লস্কর-ই-তৈয়বাসহ আইএসআইয়ের সঙ্গে সম্পর্ক রাখা বিভিন্ন জঙ্গিগোষ্ঠীদের দমনও উল্লেযোগ্য।
সারদার নথিপত্র হস্তান্তর করবেন হাসিনা : ইন্ডিয়ান এক্সপ্রেসে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, কালকের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সারদা ফান্ড ও জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার নথিপত্র হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকে অন্যান্য ইস্যুর পাশাপাশি তিস্তা পানিবণ্টন ও স্থলসীমান্ত চুক্তি নিয়েও আলোচনা করা হবে।
ইন্ডিয়ার এক্সপ্রেসের প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) একটি সমন্বিত প্রতিবেদন তৈরি করেছে। সারদা ফান্ডের অর্থ ইসলামপন্থী সংস্থাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০টি হাসপাতাল ও ব্যাংকে কিভাবে স্থানান্তর করা হয়েছে এতে তার বিস্তারিত রয়েছে। রয়েছে পশ্চিম বঙ্গের নেতাদের সঙ্গে জামায়াত নেতাদের বেশ কয়েকটি বৈঠক ও জামায়াত নেতাদের আশ্রয় দেয়ার তথ্যও। পাশাপাশি জামায়াত কিভাবে ২০১১ সালের বিধানসভা নির্বাচন ও চলতি বছরের লোকসভা নির্বাচনে পশ্চিম বঙ্গের একটি রাজনৈতিক দলকে সহযোগিতা করেছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য মোদির কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরানের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতারও তথ্য-প্রমাণ হস্তান্তর করবেন।
দৈনিক যুগান্তর পত্রিকা
২| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
খেলাঘর বলেছেন:
একটা সুইসাইডেল ক্যু হবে, মনে হচ্ছে।
১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
গেন্না বয় বলেছেন: একমাত্র আল্লাই জানে কি আছে আমাদের ভাগ্যে ?
৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
খেলাঘর বলেছেন:
নতুন কিছু লেখেন
৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
ইসপাত কঠিন বলেছেন: দাদারাই শুধু আমাদের ডাইল রপ্তানী করবে, সেটা হতে পারে না। মনে হচ্ছে এপার থেকে ইদানীং দাদাদের কাছে উন্নতমানের গান্জ্ঞা রপ্তানী করা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৫
খেলাঘর বলেছেন:
ষেটাই ঘটবে, সময়ের ব্যাপার।
মারাঠাদের মত লুট করলে নতুন মারাঠা আসবে।