নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাদেশের সাধারন পাবলিকের একজন

গেন্না বয়

গেন্না বয় › বিস্তারিত পোস্টঃ

ম্যাডাম এখন কি করবেন ?

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১





বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থাকা পুলিশের ভ্যান ও জলকামান সরিয়ে নেওয়া হয়েছে। রোববার রাত আড়াইটার পর হঠাৎ করে খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা পুলিশের দুটি গাড়ি সরিয়ে নেওয়া হয়। তবে সরকারিভাবে নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থাকতেন, তাঁরা সেখানেই আছেন।



সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, খালেদা জিয়ার কার্যালয়ের আশপাশে পাঁচ-ছয়জন পুলিশ সদস্য রয়েছেন। গেটের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের একটি গাড়ি রাখা হয়েছে। গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের প্রবেশ মুখ থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।



সরকার আপনাকে অবরুদ্ধ করে রেখে দেশবাসীকে অবরুদ্ধ করে রাখার সুযোগ করে দিয়ে ছিল। কিন্তু আপনি তো এখন সেই সুযোগ থেকে বঞ্চিত। তা হলে ম্যাডাম এখন কি করবেন ?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

যোগী বলেছেন:
কিছুই করার নাই ম্যাডামের পোড়া মানুষের কাবাব খাইতে মুঞ্চায়।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

দ্যা টাকলু বস বলেছেন: ম্যাডাম এখন বলবেন ... এই সরকার মানুষের অবরোধ থাকার গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে। তাই সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চলবে....

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

এরশাদ বাদশা বলেছেন: খুব দারুন একটা পয়েন্ট ধরেছেন বস। এইবার পিংকি বেগম কি করবে??

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

দ্যা লায়ন বলেছেন: দ্যা টাকলু বস বলেছেন: ম্যাডাম এখন বলবেন ... এই সরকার মানুষের অবরোধ থাকার গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে। তাই সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চলবে...


=p~ =p~ =p~ =p~ =p~ ২০১৫ সেরা কমেন্ট

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০

ইমতিয়াজ ১৩ বলেছেন: দ্যা লায়ন বলেছেন: দ্যা টাকলু বস বলেছেন: ম্যাডাম এখন বলবেন ... এই সরকার মানুষের অবরোধ থাকার গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে। তাই সারা দেশে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চলবে...


=p~ =p~ =p~ =p~ =p~ ২০১৫ সেরা কমেন্ট

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

আজকের বাকের ভাই বলেছেন: ভাইরে ইচ্ছশক্তি থাকলে তিনি আরো আগেই বের হয়ে আসতেন

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

রাফা বলেছেন: ম্যাডাম বুঝতে পারেন নাই তাকে এতটা ফ্লপ করে দেবে সরকার।
উনি মনে করেছিলেন এখনও উনি বিরোধী দলিয় নেত্রী।
এত সিকিউরিটি দেখে উনার ভিমরতি হয়েছিলো,তাই কি বলতে গিয়ে কি বলছেন মাথার ঠিক ছিলোনা।

আশা করি এবার আকাশ থেকে মাটিতে নেমে আসবেন।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

আমার পথ চলা ১ বলেছেন: এটি সরকারের একটি ফাঁদ। ম্যাডাম এখন অফিস থেকে বের হয়ে বাসায় গেলেই তাকে গৃহবন্দী করার জন্য এই ফাঁদ পাতা হয়েছে। তখন বাসার সামনে আবার অতিরিক্ত পুলিশ ও ইট-বালির ট্রাক দিয়ে তাকে গৃহবন্দী করবে।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
ম্যাডাম এখন বাড়ীতে গিয়া কচু রানতে পারেন ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

জহির উদদীন বলেছেন: কিছু মানষের ভাব খানা এমন বাংলাদেশের যত সমঝোতা, ধৈর্য খালেদা জিয়াই দেখবেন আবার যত খারাপ কাজ একমাত্র খালেদা জিয়া করে থাকেন....সরকার জলজ্যান্ত এত অন্যায় করে যাচ্ছে অথচ এর প্রতিবাদ নাই...
বর্নচোরা স্বার্থবাদীরা আজ নিজেদের দালালে পরিনত করছে.....

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

নতুন বলেছেন: জনগনের মাঝে বিভাজন তৌরি করতে পারলে তাদের শাসন করা সোজা...

এখন মানুষ জনগন থেকে আয়ামীলীগ/বিএনপি/জামাতে ভাগ হয়ে গেছে...

তাই খালেদা হাসিনা জনগনের কথা চিন্তাকরে ক্ষমতায় যাবার চিন্তা করছে...

গনতান্ত্রিক দেশে হাসিনা/খালেদা জনগনকে তেল দেবে... পথে রিক্সা চালককেও বলবে... ভাই আমাদের একটু খেয়াল রাইখেন... যেটা সভ্য দেশে হয়..

আমাদের দলের পক্ষ ছেড়ে জনগন হইতে হইবো... সবাই কেমন যেন আমলীগ/বিএনপি হইয়া যাইতেছে...

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

শেখ মফিজ বলেছেন: জনগণ গায়ের অস্হি চামড়া দিয়ে
গনতন্ত্র গরম রাখবে,
আর তা তরিয়ে তরিয়ে খাবে
রাজনীতিকরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.